১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 204

মৌলভীবাজার বড়হাটে প্রচুর বিস্ফোরক, অভিযানে সময় লাগবে : মনিরুল ইসলাম

মৌলভীবাজার পৌরসভার বড়হাটের জঙ্গি আস্তানায় পরিচালিত অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন ম্যাক্সিমাস’। শুক্রবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এ কথা জানান পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘বড়হাটের আস্তানায় প্রচুর বিস্ফোরক রয়েছে। আর এর আশপাশে অনেক উঁচু ভবন রয়েছে। ফলে ‘অপারেশন ম্যাক্সিমাস’ শেষ হতে সময় লাগবে।’

মনিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, জঙ্গি আস্তানার পার্শ্ববর্তী সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সোয়াত ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর শুক্রবার সাড়ে ৯টার দিকে অভিযান শুরু করে সোয়াত। এরপর থেকে ওই এলাকায় থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

এর আগে ভোর থেকে আবু শাহ (রহ.) দাখিল মাদ্রাসার পার্শ্ববর্তী জঙ্গি আস্তানা ঘিরে রাখে র‌্যাব ও পুলিশ সদস্যরা।

উল্লেখ্য, গত বুধবার ভোর সাড়ে ৫টা থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকার একটি দোতলা বাড়ি এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুরের একতলা একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পায় আইনশৃংখলা বাহিনী।

বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় সোয়াতের দঅপরাশেন হিটব্যাক’ শেষ হয়। এখানে ৭-৮ জন জঙ্গি নিহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বক্তাবলী ফেরী ঘাটে ৩০ হাজার টাকার অবৈধ জাটকা আটক

ফতুল্লার ধলেশ্বরী নদীর বক্তাবলী ফেরী ঘাটে বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় প্রায় ১শ কেজি অবৈধ জাটকা আটক করেছে বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ি । আটককৃত জাটকার মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।

শুক্রবার সকাল ৮টার দিকে বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রাজ্জাক এর নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।

অবৈধ জাটকা আটককরা হলেও এর সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তিকে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে আটককৃত জাটকার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  এর নিকট প্রেরন করা হয়। পরে তিনি সদর থানার আওতাধীন বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরীব-দুস্থদের মাঝে তা বিতরণ করেন।

সিদ্ধিরগঞ্জে আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিদ্ধিরগঞ্জে আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের চৌধূরিবাড়িতে স্থানিয় একটি রেষ্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। নারায়ণগঞ্জ জেলার অতি: পুলিশ সুপার মো: শরফুদ্দিন আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এসময় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক লুৎফর রহমান কাকন, নাসিক ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি,৮ ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা,১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, ১০,১১,১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনোয়ারা বেগম, গোদনাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী ওয়াহিদ আলম, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আ: রহিম, সাংবাদিক তাহের হোসেন, বিশিষ্ঠ ব্যাবসায়ি আল-মামুনুর রশিদ, কেন্দ্রীয় আমরা মোহামেডানের সভাপতি আমিনুর রহমান নিমেল, সম্প্রিতি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আবুল হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ি ফরহাদ হোসেন, ব্যবসায়ী শীপন ভূইয়া, ফটো সাংবাদিক কাজি আলমাস, টাইমস ওয়ার্ল্ড২৪ ডট কমের জেলা প্রতিনিধি রিপন মাহমুদ আকাশ এবং দৈনিক আমাদের সময়ের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এমরান আলী সজীব। এসময় অতি: পুলিশ সুপার মো: শরফুদ্দিন বলেন, আমাদের সময় এমন একটি পত্রিকা যার মাধ্যমে আমরা অনেক সময় অনেক রকম দিকনির্দেশনা পেয়ে থাকি। পত্রিকাটি সব সময় বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকে। পত্রিকাটি প্রকাশের শুরু থেকেই আমি নিয়মিত এটি পড়ে থাকি। পত্রিকাটি প্রকাশের শুরু থেকেই সংবাদ প্রকাশে ছিল একটু ভিন্ন মাত্রা।  এই পত্রিকাটির সংবাদ প্রকাশের ভিন্নতার কারণেই এটি পাঠকদের কাছে খুবই জনপ্রিয়। আমরা আশা করবো দেশের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক ব্যাবসা দমনে আমাদের সময় মহান ভূমিকা পালন করবে। আমি উত্তর উত্তর আমাদের সময়ের সাফল্য কামনা করি।

আড়াইহাজারে একমাসে দুই খুন

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাত্র একমাসের ব্যবধানে পৃথক দুুটি স্থানে কলেজ ছাত্র নাজমুল সহ কৃষক বাতেন খুন হয়েছেন। হঠ্যাৎ করে আইন শৃঙ্খলা অবনতি ঘটনায় উপজেলা জুড়ে আতংক দেখা দিয়েছে। হত্যা মামলাগুলোর তেমন কোনো অগ্রগতি না হওয়ায় নিহতের পরিবারে দেখা দিয়েছে হতাশা। মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার হলেও; প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় অসন্তোষ মামলাগুলোর বাদী পক্ষ।

মামলার বিবরণ থেকে জানা গেছে, চলতি বছরের ১৯ ফেব্রæয়ারি সুলপান্দীপূর্বপাড়া এলাকায় বাতেনের সঙ্গে প্রতিবেশী জালালউদ্দিন গংয়ের সঙ্গে বসত বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী বিরোধপূর্ণ সীমানা ঘেঁেষ একটি রাস্তা নির্মাণের চেষ্টা করা হয়। এসময় উপস্থিত ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকনের সামনে বাতেনের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

এদিকে, মামলার বিবরণ থেকে পাওয়া তথ্যমতে, চলতি মাসের ২৮ মার্চ নয়নাবাদ রইজ উদ্দিনের সঙ্গে বাহেরচর গ্রামের মঞ্জুর মিয়ার পূর্ববিরোধ ছিল। এরই জের ধরে মঙ্গলবার লাঠিসোটা, টেটা, ভল্লম ইত্যাদী দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে কাকড়াইলমোড়া, বাহেরচর ও নয়নাবাদ এলাকার লোকনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে চলা সংঘর্ষের এক পর্যায়ে স্থানীয় ছাত্রলীগ কর্মী ও কলেজ ছাত্র নাজমুল টেঁটা বিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ওসি মো: সাখাওয়াত হোসেন ঘটনার বলেন, মামলায় তদন্ত কাজে কোনো গাফিলতি নেই। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতাদের সাথে না’গঞ্জের বিএনপিপন্থী আইনজীবীদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এড. জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার বিএনপি সমর্থিত আইনজীবীবৃন্দ।
গতকাল বুধবার বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মোঃ সাখাওয়াত হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক এড. মোঃ জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক এড. খোরশেদ ইসলাম মোল্লা, এড. শাহ আলম খান, এড. কাজী আঃ গাফ্ফার, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক আবুল কালাম জাকির, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, এড. মোক্তার হোসেন, এড. মাহবুবুর রহমান, এড. জিল্লুর রহমান মুকুল, এড. আবুল আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এড. আল আমিন সিদ্দিকী আগুন, এড. আহসানুল হাসান মিঠু, এড. নূরুল আমিন মাসুম, এড. নজরুল ইসলাম মাসুম, এড. আশরাফুল আলম সিরাজী রাসেল, এড. মোঃ কবির হোসেন, এড. শামছুল আরেফীন টুটুল, এড. রেজাউল করিম শাহীন, এড. রাসেল মিয়া, এড. ফজলুর হক রিপন, এড. মাসুম আলম, এড. সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী যুব আইনজীবী ফোরামের আহŸায়ক এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাত, সদস্য সচিব এড. মোঃ রাসেল মিয়া,  এড. ফজলুর রহমান ফাহিম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার প্রমুখ।

আড়াইহাজারে বিএনপির ঘুরে দাঁড়াতে গ্রুপিংয়ের রাজনীতি বর্জন করতে হবে- ওলামাদল

আড়াইহাজার প্রতিনিধি:
নানা প্রতিকূল পরিবেশের মধ্যেদিয়ে আড়াইহাজার উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছে। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে পরাজয়ের পরে দলটির র্শীষ নেতারা অনেকটা গা ডাকা দেন। ধীরে ধীরে দলটির তৃণমুল নেতাকর্মীরা নেতৃত্ব শূন্য হয়ে পড়েন। দলের হাল ধরতে এপর্যন্ত একাধিক নতুন মুখ নানাভাবে নেতৃত্ব দেয়ার চেষ্টা করেও সফল হতে পারেনি। মামলায় জর্জরিত হয়ে এরই মধ্যে অনেকে দিশেহারা হয়ে পড়েছেন। এখানে বিএনপির ঘুরে দাঁড়াতে হলে গ্রæপিংয়ের রাজনীতি বর্জন করতে হবে। বুধবার আড়াইহাজার উপজেলা সদরে আয়োজিত ওলামাদলের একবর্ধিত সভায় থানা ওলামাদলের সাধারণ সম্পাদক মাও. মো: শাহজালাল এসব কথা বলেন। এর আগে আনোয়ার হোসেন অনু’কে ওলামাদলের পক্ষ থেকে সংধ্বর্না দেয়া হয়। এসময় তার হাতে ধানের শীষ তুলে দেয়া হয়।

এসময় শাহ্জালাল বলেন, অনু শুধু একজন পরীক্ষিত রাজনীতিক বিদই নন; আড়াইহাজার থানা বিএনপির রাজনীতিতে তিনি একজন অনুপ্রেরণার নাম। দলের র্দুদিনে অনু নেতাকর্মীদের বিভিন্নভাবে ছাঁয়া দিয়ে আসছেন। এসময় ওলামাদলের সভাপতি থানা বিএনপিরযোগ্য সভাপতি প্রার্থী হিসাবে অনু’কে পুর্নসমর্থন করেন। তিনি বলেন, অনু’র নেতৃত্বে কোনো বিকল্প নেই। বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের সাহায্য করতে গিয়ে তিনি হামলা, মামলার শিকার হয়েও এক মিনিটের জন্যও এলাকা ত্যাগ করেনি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে কারানির্যাতিত থানা বিএনপির নেতা ও সাবেক বিআরডি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন (অনু) বলেন, দলের স্বার্স্থে রাজনীতি করি। আমার রাজনীতি দল ও জনগণকে কিছু দেয়ার জন্য। আমি ব্যাক্তির কর্মী চাই না। দলের কর্মী চাই; কর্মী বান্ধব নেতা চাই এবং জনগণ বান্ধব কর্মী চাই।  আওয়ামী লীগের দুনীতি, র্দুশাসন, হামলা, মামলা ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি অভিযোগ করেন, অনেকে আওয়ামী লীগের সাথে গোপন আতাঁত করছেন। আসুন আওয়ামী লীগের সাথে আতাঁত বর্জন করি। তিনি জেলা কমিটির কাছে দাবী জানিয়ে বলেছেন, মাঠ পর্যায়ে জড়িপ করে আড়াইহাজারের কমিটি দিতে হবে। কমিটিতে নেতা নির্বাচন করতে গিয়ে যদি ভুল সিদ্ধান্ত নেয়া হয়; তাহলে বিএনপি সামনে কঠিন সংকটে পড়বে।

কারানির্যাতিত আড়াইহাজার পৌরসভা ওলামাদলের সভাপতি ডাক্তার খোরশেদ আলম বলেন, হামলা, মামলার ভয়ে যারা ইতিমধ্যে এলাকা থেকে পালিয়ে গেছেন। তাদের হাতে থানা বিএনপির দায়িত্ব দিলে দলের বারোটা বাজবে। কারণ ছায়া না পেয়ে নির্যাতনের শিকার হাজার হাজার নেতাকর্মী আজ পালিয়ে বেড়াচ্ছেন। তাদের পাশে আমাদের থাকা উচিত। তারা দলের জন্য কাজ করতে গিয়ে হামলা ও মামলার শিকার হচ্ছেন।

কারানির্যাতিত হাইজাদী ইউনিয়নের সভাপতি মাছুম বিল্লাহ বলেন, উপজেলা বিএনপির নেতা ও সাবেক বিআরডি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের বিপদে-আপদে বিভিন্ন ভাবে সাহায্য করে আসছেন। ওলামাদলের এইনেতার দাবী অনু’র নেতৃত্বে বিএনপির গোছানোর দায়িত্ব দেয়া হলে সেটা সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে। তাকে কমিটির মুল দায়িত্ব দেয়া হলে তিনি সকল স্তরের নেতকার্মীদের সাথে নিয়ে কাজ করতে পারবেন। অন্যকাউকে দায়িত্ব দিয়ে বিএনপিকে ফের গ্রæপিংয়ের মধ্যে না ফেলার অনুরোধ করেছেন তিনি।

মাদক ব্যবসায়ীরা জারজ সন্তান-খালেক

স্টাফ রিপোর্টার
মাদক ব্যবসায়ী, তাদের যারা শেল্টারদাতা এবং তাদের কাছ থেকে যারা সুবিধা নেয় তারা সবাই জারজ সন্তান বলে মনে করছে কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক। গত রোববার আদার্শনগর আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলে কুতুবপুরে মাদক ছড়িয়ে পরেছে। এসক শ্রেণীর রাজনীতিক মাদকের শেল্টার দিচ্ছে। মাদক ব্যবসা বন্ধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
খালেক বলেন, জঙ্গিবাদের মাধ্যমে দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা চলছে। যখন দেশ এগিয়ে যাচ্ছে তা একটি চক্র জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিনত করে দেশকে পিছিয়ে দিতে চাচ্ছে। জঙ্গিবাদ থেকে সন্তানদের রক্ষা করতে অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, জঙ্গিবাদ থেকে নিজ নিজ সন্তানদের আরো বেশী সর্তক করতে হবে। পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এ সময় আরো বক্তব্য রাখেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম ইসহাক, ফতুল্লা থানা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ইউনুস দেওয়ান, স্কুল কমিটি সদস্য আ: কাইয়ুম সরকার শাহিন, আদার্শ নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রশিদ মোল্লা, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক নিশাদ আহমেদ,যুবলীগ নেতা আব্দুল মালেক, রুবেল প্রমুখ।

আড়াইহাজারে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্ধি জাতীয় পার্টি

স্টাফ রিপোর্টার
আগামী একাদশ জাতীয় নির্বাচনে আড়াইহাজারে বিএনপি নয়; জাতীয় পার্টি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রদান প্রতিযোগি হবে। আড়াইহাজারে বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না। বিএনপির উপজেলা পর্যায়ের ইতিপূর্বে নেতৃত্বে থাকা শীর্ষনেতাদের প্রতি তৃণমুলের কর্মীদের আস্থার সংকট রয়েছে। ঢাকায় ইঞ্জিনিয়ার ইস্টিটিউটে যুবসংহতির কাউন্সিলে আগামী ২ এপ্রিল যোগদানের স্থানীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় থানা জাতীয় পার্টির তৃণমুলের নেতারা সোমবার এ ঘোষণা দেন।

এসময় থানা জাতীয় পার্টির তাজুল ইসলাম বলেন, আড়াইহাজারে জাতীয় পার্টির ঘাঁটি। আওয়ামী লীগ ও বিএনপির ওপর থেকে এদেশের জনগণের আস্থা নষ্ট হয়ে গেছে। বিচারহীনতা কারণে মানুষ আইন হাতে তুলে নিচ্ছে। অহরহ হচ্ছে নারী নির্যাতন ও ধষর্ণের ঘটনা। ঘোষ দুর্নীতি আজ সর্বক্ষেত্রে রন্ধে রন্ধে ঢুকে গেছে। প্রতিদিনই হচ্ছে খুন খারাপির মতো ঘটনা। শিশু নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হয়েছে। এরশাদ সরকারের আমলে দেশের ব্যবস্থা বাণিজ্য ভালো ছিল। দেশে আবারও শান্তি ফিরে আনতে এরশাদ সরকারের কোনো বিকল্প নেই। তিনি ঘেষাণা দেন আগামী একাদশ জাতীয় নির্বাচনে আড়াইহাজারে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নয়; জাতীয় পার্টি হবে প্রদান প্রতিযোগি।

থানা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সংগ্রামী নেতা আলম সিকদার বলেন, বিগত গোপালদী পৌরসভা নির্বাচনে সরকারদলীয় এমপি সঙ্গে লড়াই করে হালিম সিকদারকে মেয়র নির্বাচিত করেছি। আমি হামলা, মামলা , বুলেট ও বোমাকে ভয় করি না। আগামী একাদশ জাতীয় নির্বাচনেও জাতীয় পার্টি থেকে আলমগীর সিকদার লোটন ভাইকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করা হবে। কোনো ভয়ভীতি জাতীয় পার্টিকে দমাতে পারবে না। এসময় আলম সিকদার বলেন, এরই মধ্যে পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ আমাকে নির্দেশ দিয়ে বলেছেন, লোটনকে নিয়ে এগিয়ে যাও।

অ্যাডভোকেট হান্নান বলেন, আগামী একাদশ জাতীয় নির্বাচনে আলমগীর সিরকার লোটন নির্বাচনে অংশ নিবেন। এরই মধ্যে আমরা মাঠে নেমে পড়েছি আড়াইহাজারের জনগণ আমাদের পাশে রয়েছে। তারা পরিবর্তন দেখতে চায়। হান্নানের দাবী আগামী নির্বাচনে জাতীয় পার্টি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। দেশে একটি ক্লান্তিকাল অতিক্রম করছে বলে অভিযোগ করেন এই নেতা।

এসময় থানা যুবসংহতির সাধারণ সম্পাদক ওলিউল্ল্যাহ মিয়া বলেন, লোটন ভাই একটি ঐতিহ্যবাহি পরিবারের সন্তান। তাকে ঘিরে আড়াইহাজারের মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখছেন। তিনি হুসেইন মুহাম্মদ এরশাদের অত্যন্ত আস্থাভাজন নেতা। তিনি আড়াইহাজারে এমপি হতে হলে সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে। এই নেতার দাবী আড়াইহাজারের মানুষ তাকে আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করবে। কোনো প্রকার বাঁধাই জাতীয় পার্টিকে ধমাতে পারবে না। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে কাজ করার জোর আহবান জানান।

সোনারগাঁয়ে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত

সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁয়ে গতকাল শনিবার (২৫ মার্চ) পৌরসভার চিলারবাগ পার্কে অবস্থিত বিজয় স্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন, উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী ও মুক্তিযুদ্ধ ভিত্তিক পথ নাটক ‘বিবেক’ মঞ্চায়নের মধ্যদিয়ে জাতীয় গণহত্যা দিবস-২০১৭ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) রুবায়েত হায়াত শিপলু, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ওসমান গনী, সাবেক থানা কমান্ডার সুলতান আহমেদ মোল্লা বাদশা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গোলাম মোস্তফা, কাজী ফজলুল হক উইমেন্স কলেজের অধ্যক্ষ আমির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাংগঠনিক কমান্ডার সিরাজুল হক ভ‚ঁইয়া, অর্থ কমান্ডার আব্দুল বাতেন মোল্লা, সহকারি কমান্ডার দেওয়ান উদ্দিন চুন্নু, মফিজুল ইসলাম খাঁন, জামান মোল্লা, আব্দুল মজিদ ও নূর মোহাম্মদ মোল্লাসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম মুকুল, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ বিদ্যুৎ, সাধারণ সম্পাদক গোলজার হোসেন ভ‚ঁইয়া প্রমুখ।
এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের উদ্যোগে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করে শোক র‌্যালী করা হয়।

গণতন্ত্রপুনরুদ্ধারে আন্দোলনের বিকল্প নেই-ছালাউদ্দিন

স্টাফ রিপোর্টার
গণতন্ত্রপুনরুদ্ধার এবং ভোটের অধীকার ফিরে পেতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা হলো সকল আন্দোলন,সংগ্রামের সূতিকাঘর। আগমী দিনের আন্দোলনকে বেগবান করতে হলে কমিটিগুলোতে ত্যাগী ও শহীদ জিয়ার আর্দশিক নেতাকর্মীদের স্থান করে দিতে হবে। বর্তমানে দলের ক্লান্তিকাল চলছে। সুবিধাবাদীদের কমিটিতে করা হলে আন্দোলনের ফল আতুঁড় ঘরেই থেকে যাবে। যেসব নেতারা হামলা, মামলাকে ভয়ে আত্মগোপনে ছিলেন; তাদেরকে কমিটিতে স্থান দেয়া হলে সেটা হবে দলের জন্য বুমেরাং। আগামী কমিটিতে অবশ্যই পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের অগ্রধীকার দিতে হবে। জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছালাউদ্দিন মোল্লা শনিবার একান্ত স্বাক্ষাতকারে এসব কথা বলেন।

৯০’এর স্বৈর শাসক এরশাদ বিরুদ্ধে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনকারী এই নেতা আরও বলেন, সামনে বিএনপি তথা যুবদলের নেতাকর্মীদের অনেক পরীক্ষার মুখোমুখি হতে হবে। জেল, জুলুম নির্যাতনের শিকার হতে হবে। শহীদ জিয়ার আর্দশকে বুকে ধারণ করে; বেগম জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি দীর্ঘ ২৭ বছর ধরে ছাত্রদল থেকে শুরু করে বিএনপির রাজনীতি করছি। আমি জেলা যুবদলের কমিটিতে সভাপতি প্রার্থী হয়েছি। কমিটিতে ত্যাগী ও পরীক্ষিতদের স্থান হবে। আমি বিগত দিনের আন্দোলন সংগ্রাম যথেষ্ঠ ভুমিকা রেখেছি। সরকারের রোষানলের শিকার হয়ে বেশ কয়েকবার জেল, জুলুমের শিকারও হয়েছি। সবকিছু বিবেচনা করে আমাকে সভাপতির দায়িত্ব দেয়া হলে, আমি সবাইকে নিয়ে কাজ করব।

এসময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও প্রয়াত যুবদলের সাবেক সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এএফএম ইকবালকে স্বরণ করে যুবদলের এই নেতা বলেন, আমি প্রয়াত নেতার স্বপ্ন বাস্তবায়ন করব। প্রয়াত নেতা (ইকবাল) আমাকে রাজনীতিতে সঠিক পথ দেখিয়েছেন। ইকবাল ভাই শহীদজিয়ার আর্দশের একজন সৈনিক ছিলেন। সর্বশেষ তিনি ৩০ লক্ষ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেগম জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।