নিউজ প্রতিদিন ডটনেট : বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক আকবর আলী সুমন বলেছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি ধবংসের কারিগর হচ্ছেন লোকমান হোসেন ও হাসান আলী।
সোমবার (৬ মার্চ) বিকালে প্রসন্ননগরে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন।
আকবর আলী সুমন আরো বলেন, ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক লোকমান হোসেন,হাসান আলী,মিলন মেহেদী, আকবর আলী সুমনকে উদ্যোশ্য করে বলেন,ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহীদুল ইসলাম টিটু বলেন,আপনারা ৪ জন একত্রিত বসে বক্তাবলী ইউনিয়ন বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট একটি লিষ্ট দিবেন।সেই অনুসারে বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠিত হওয়ার সপ্তাহ খানেক আগে আমি আকবর আলী সুমন ঢাকায় আমার ব্যবসায়ী কাজ থাকা সত্বেও আমি বিএনপির দলের স্বার্থে বক্তাবলী চলে আসি।এসে মিলন মেহেদীকে ফোন করি যে আমরা ৪ জন বসে একটা লিষ্ট করবো।আমার ডাকে মিলন মেহেদী সাড়া দিয়ে চলে আসে।লোকমানকে ফোন করলে জবাবে লোকমান বলে আপনাদের সাথে বসে লিষ্ট করা লাগবেনা।জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নিকট আমাদের লিষ্ট দেয়া আছে।হাসান আলীকে ফোন করলে সেও লোকমান হোসেনের সুরে একই কথা বলে।গিয়াসউদ্দিন সাহেবের কাছে আমাদের লিষ্ট দেয়া আছে।গিয়াসউদ্দিন এমপি যেখানে রাখবে আমরা সেখানে থাকবো।
হাসান আলী, লোকমান চেয়েছিল আমাদের মাইনাস করে রাজনীতি করতে।ঐ সময় যদি আমরা ৪ জন বসে লিষ্ট করতাম।তাহলে আজ কিছু হাইব্রিড বেয়াদব পোলাপাইন দেশ ও দেশের বাইরে থেকে বক্তাবলী ইউনিয়ন বিএনপির বিপক্ষে কথা বলার সাহস পেতনা।এরা আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছে বক্তাবলী ইউনিয়ন বিএনপির ক্ষতিসাধন করতে চায়।হাসান আলী,লোকমান হোসেনের দাম্ভিকতার কারনে বক্তাবলী ইউনিয়ন বিএনপি ক্ষতিগ্রস্ত।
লোকমান হোসেন আজ থেকে ৫ বছর আগে ঘোষনা দিয়ে বলেছিল আর বিএনপির রাজনীতি করবেনা।ঘোষনা দেয়া সত্বেও লোকমান হোসেন কি করে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক হয়।গিয়াসউদ্দিন এমপি জেলা বিএনপির আহবায়ক হওয়ার পর লোকমান হোসেন পদ পদবী লাভের লোভে মাঠে নেমেছে।
আকবর আলী সুমন আরো বলেন,যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা ষড়যন্ত্রকারী ও বেঈমান হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠিত হওয়ার পর হাসান আলী আমাদের সাথে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করার পরও কোন লোভের আশায় বক্তাবলী ইউনিয়ন বিএনপিকে ধ্বংস করতে চায়। সূত্র : (জাগো নারায়ণগঞ্জ)