২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 22

লোকমান-হাসান বক্তাবলী ইউনিয়ন বিএনপি ধ্বংশের কারিগর- সুমন আকবর

নিউজ প্রতিদিন ডটনেট : বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক আকবর আলী সুমন বলেছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি ধবংসের কারিগর হচ্ছেন লোকমান হোসেন ও হাসান আলী।
সোমবার (৬ মার্চ) বিকালে প্রসন্ননগরে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন।

আকবর আলী সুমন আরো বলেন, ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক লোকমান হোসেন,হাসান আলী,মিলন মেহেদী, আকবর আলী সুমনকে উদ্যোশ্য করে বলেন,ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহীদুল ইসলাম টিটু বলেন,আপনারা ৪ জন একত্রিত বসে বক্তাবলী ইউনিয়ন বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট একটি লিষ্ট দিবেন।সেই অনুসারে বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠিত হওয়ার সপ্তাহ খানেক আগে আমি আকবর আলী সুমন ঢাকায় আমার ব্যবসায়ী কাজ থাকা সত্বেও আমি বিএনপির দলের স্বার্থে বক্তাবলী চলে আসি।এসে মিলন মেহেদীকে ফোন করি যে আমরা ৪ জন বসে একটা লিষ্ট করবো।আমার ডাকে মিলন মেহেদী সাড়া দিয়ে চলে আসে।লোকমানকে ফোন করলে জবাবে লোকমান বলে আপনাদের সাথে বসে লিষ্ট করা লাগবেনা।জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নিকট আমাদের লিষ্ট দেয়া আছে।হাসান আলীকে ফোন করলে সেও লোকমান হোসেনের সুরে একই কথা বলে।গিয়াসউদ্দিন সাহেবের কাছে আমাদের লিষ্ট দেয়া আছে।গিয়াসউদ্দিন এমপি যেখানে রাখবে আমরা সেখানে থাকবো।

হাসান আলী, লোকমান চেয়েছিল আমাদের মাইনাস করে রাজনীতি করতে।ঐ সময় যদি আমরা ৪ জন বসে লিষ্ট করতাম।তাহলে আজ কিছু হাইব্রিড বেয়াদব পোলাপাইন দেশ ও দেশের বাইরে থেকে বক্তাবলী ইউনিয়ন বিএনপির বিপক্ষে কথা বলার সাহস পেতনা।এরা আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছে বক্তাবলী ইউনিয়ন বিএনপির ক্ষতিসাধন করতে চায়।হাসান আলী,লোকমান হোসেনের দাম্ভিকতার কারনে বক্তাবলী ইউনিয়ন বিএনপি ক্ষতিগ্রস্ত।

লোকমান হোসেন আজ থেকে ৫ বছর আগে ঘোষনা দিয়ে বলেছিল আর বিএনপির রাজনীতি করবেনা।ঘোষনা দেয়া সত্বেও লোকমান হোসেন কি করে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক হয়।গিয়াসউদ্দিন এমপি জেলা বিএনপির আহবায়ক হওয়ার পর লোকমান হোসেন পদ পদবী লাভের লোভে মাঠে নেমেছে।

আকবর আলী সুমন আরো বলেন,যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা ষড়যন্ত্রকারী ও বেঈমান হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠিত হওয়ার পর হাসান আলী আমাদের সাথে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করার পরও কোন লোভের আশায় বক্তাবলী ইউনিয়ন বিএনপিকে ধ্বংস করতে চায়। সূত্র : (জাগো নারায়ণগঞ্জ)

 

 

কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষিকা রেখা সুলতানার মৃত্যু বার্ষিকী পালন

নিউজ প্রতিদিন ডটনেট: কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা রেখা সুলতানার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

৫ ফেব্রয়ারী (রবিবার) দুপুর ১২টা ‘রেখা সুলতানা ফাউন্ডেশন এসএসসি ব্যাচ ২০০৭’ উদ্যোগে কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান খান, গভর্নিং বডির সদস্য মো. আলাউদ্দিন বারী, মো. আবু সাইদ রিংকু, আব্দুল রহিম, সিনিয়র সাংবাদিক জামাল উদ্দিন বারী, খোরশেদ আলম মাস্টার, নুরুল ইসলাম মাদবর, মুল্লুক চাঁন মাদবর,নুরুল ইসলাম মাদবর, নুর মোহাম্মদ, বায়েজিদ হাসান, রফিকুল ইসলাম, আলী হোসেন, শ্যামল, আরিফ, সূজন, ইকবাল ও ফাহাদসহ স্কুলের অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

নারায়ণগঞ্জে কাউন্সিলরের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকার সাত তলা ভবনের ছাদ থেকে নীচে পড়ে সাদিয়া নিঝু নামে এক নারীর রহস্য জনক মৃত্যু হয়েছে।

নিহত নিঝু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই নম্বর প্যানেল মেয়র ও সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ জালাল বাদলের প্রথম স্ত্রী। একমাত্র ছেলেকে নিয়ে ভবনটির ছয় তলায় মায়ের ফ্লাটেই বেশি থাকতেন নিঝু। পাশাপাশি তৃতীয় তলায় মায়ের বিউটি পার্লারেরও দেখাশুনা করতেন।

স্বজনরা জানান, রবিবার দুপুর একটার সময় বালুর মাঠ এলাকার রাজু প্যালেসের সাত তলার ছাদ থেকে নীচে পড়ে যান সাদিয়া নিঝু। খবর পেয়ে পরিবারের সদস্যরা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

পরিবারের দাবি, ওজন বেড়ে যাওয়ায় নিঝু প্রতিদিনই ছাদে গিয়ে হাঁটাহাঁটি করতেন। রবিবার ছেলেকে স্কুলে পাঠিয়ে প্রতিদিনের মতো ছাদে হাঁটতে গিয়ে নীচে পড়ে যান এবং এতে তার মৃত্যু হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, তার মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডটনেট : ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ ফেব্রয়ারী (শনিবার) বিকাল ৪টায় প্রসন্ন নগর আকবর আলী সুমনের বাস ভবন সংলগ্ন মাঠে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক আকবর আলী সুমনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম প্রধাণের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক মো. দিদার হোসেন, মীর আলমগীর, ইউসুব মোহাম্মদ ও মো. মতিউর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, ওমর আলী, মীর শওকত আলী, আলী হোসেন, আফজাল হোসেন, রাহাত প্রধাণ, মোক্তার হোসেন, শরীফ ভেদা, আওলাদ হোসেন ফকির, ইসলাম দিলি, মো. জুয়েল, মোজাম্মেল হোসেন, আলী মিয়া, আয়নাল হক, আব্দুল হালিম, খোরশেদ গাজী, কামাল ভেদা, মিলন মিয়া ও আনোয়ার হোসেন প্রমূখ।

অনুষ্ঠান শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

মহান মাতৃভাষা দিবসে কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডটনেট : অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে
সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মাতৃভাষা দিবসের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংগীত পরিবেশনের পর এদিন বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়েছে। পরে বিদ্যালয়টির পক্ষ থেকে ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশের শান্তি কামনা করে দোয়া, সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গর্ভনিংবডির সদস্য মো. আলাউদ্দিন বারী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সদস্য মো. আবু সাইদ রিংকু, আব্দুল রহিম, সাধারণ শিক্ষক সদস্য মো. জহিরউদ্দিন বারী, মো. শফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য মোসা. নাজনীন আক্তার, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য জনাবা মোসলেমা বেগমসহ স্কুলের অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

 

 

বক্তাবলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডটনেট :  দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, তেল-গ্যাস-বিদ্যুতের অযাচিত মূল্যবৃদ্ধি ও দূর্নীতির মহোৎসব বিরুদ্ধে ১০ দফা দাবী আদায়ের সমর্থনে কেন্দ্র ঘোষিত আজকের কর্মসূচিতে বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।১১ ফেব্রয়ারী (শনিবার) বিকাল ৪টায় বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যাগে কেন্দ্র ঘোষিত এই পদযাত্রা কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বক্তাবলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আলাউদ্দিন বারীর নেতৃত্বে পদযাত্রাটি কানাই নগর থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ড প্রদক্ষিন করে বক্তাবলীর বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদ মেম্বার,বক্তাবলী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. আবুল কালাম, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাসেম খাঁন, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি মো. রাসেল প্রধাণ, সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম, বক্তাবলী ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব সরদার, বিএনপি নেতা এড. মো. নুরুল আমীন মাসুম, মো.বাদশা, মো. দুলাল হোসেন, কাশিপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, সেচ্ছাসেবক দল নেতা মো. পিন্টু, মো. মাহমুদউল্লাহ, বক্তাবলী ইউনিয়ন যুবদল নেতা মহিউদ্দিন, ছাত্র দল নেতা ইউনুস গাজী, বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, বিএনপি নেতা মো. ছলিম মেম্বার, মো. মহসিন, বক্তাবলী ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, বক্তাবলী ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আলাউদ্দিন ও বিএনপি নেতা আবদুল বাছেদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ৫ ইউনিটের কমিটি অবৈধ : মামুন মাহমূদ

নিউজ প্রতিদিন ডটনেট: নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র অধীনস্থ ৫টি ইউনিট কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপি’র আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন কমিটি গুলো অনুমোদন দিয়েছেন। তবে কমিটি গুলোতে কেন্দ্রের নির্দেশনা ও জেলা বিএনপি’র কমিটির নিয়ম মানা হয়নি। তাই কমিটি গুলো অবৈধ দাবি করছেন কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

শনিবার ও রোববার জেলার অন্তর্গত ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জ থানা এবং রূপগঞ্জের কাঞ্চন ও তারাব পৌর বিএনপি’র কমিটি অনুমোদন করা হয়। তৃণমূলের নেতাদের অনেকের দাবি সুবিধাভোগীরা কমিটিতে স্থান পেয়েছে। যাদের গত ১২-১৩ বছর বিএনপি’র আন্দোলন সংগ্রামে রাজপথে তেমন একটা সক্রিয় দেখা যায়নি। তাছাড়া সুবিধাভোগীরা শীর্ষ পদে অন্তর্ভুক্ত হওয়ায় তাদের অনুসারীরা কমিটিতে স্থান পাচ্ছে।

জেলা বিএনপি’র তথ্যমতে, গত ১৫ই নভেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে। কমিটিতে আহ্বায়ক করা হয় সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনকে ও সদস্য সচিব করা হয় জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনকে। এতে ১নং যুগ্ম আহ্বায়ক করা হয় মামুন মাহমুদকে। ঘোষিত কমিটির নিচের দিকে উল্লেখ ছিল, আহ্বায়ক এবং প্রথম যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে অধীনস্থ ইউনিট কমিটি অনুমোদিত হবে।

তবে ঘোষিত ৫টি ইউনিট কমিটির একটিতেও ছিল না মামুন মাহমুদের স্বাক্ষর। এমনকি তাকে জানানো হয়নি কমিটির বিষয়ে।

জেলা বিএনপি’র প্রথম যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ জানান, এটি দলের নির্দেশনা অমান্য করা ছাড়া কিছু নয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারমান ও মহাসচিব কমিটিতে উল্লেখ করে দিয়েছেন যে ৩ জনের স্বাক্ষরে কমিটি হবে কিন্তু তা হয়নি। দলের চেইন অব কমান্ড মানা হয়নি। আমার সঙ্গে এ ব্যাপারে বিন্দুমাত্র আলোচনা করা হয়নি, আমাকে জানানো হয়নি। এ কমিটি নিয়ম অনুযায়ী অবৈধ।  এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপি’র সদস্য সচিব গোলাম ফারুক খোকন জানান, আমরা কেন্দ্রের নির্দেশনার বাইরে কিছু করি না। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কমিটি করা হয়েছে।

(সূত্র : মানব জমিম)

কোরআন শরিফ অবমাননার প্রতিবাদে তাহরিকে খাতমে নুবুওয়্যাতের মানববন্ধন

নিউজ প্রতিদিন ডটনেট: সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরিফ সু-মহান মর্যাদার বিরুদ্ধে অবমাননাকর আচরণের তীব্র ঘৃণা প্রকাশ ও প্রতিবাদ মানববন্ধন করেছে তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারী) বাদ আসর নারায়ণগঞ্জ আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশ এর আমীর ও জৌনপুরী পীর সাহেব আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, সারা বিশ্বে মুসলমানদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। মুসলমানদের ওপর গণহত্যা, দখল, নির্যাতন, লুটপাট চালানোর সঙ্গে সঙ্গে তথাকথিত সভ্য দেশগুলো মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রবাদীদের দ্বারা কোরআন পোড়ানো হয়েছে—যা মুসলমানদের প্রতি চরম ধৃষ্টতা। এই গর্হিত কাজ কোনোভাবেই মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না; বরং মত প্রকাশের স্বাধীনতার আড়ালে পরিকল্পিতভাবে মুসলমানদের পবিত্র মূল্যবোধকে অবমাননা করা হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে ২০২০ সালে সুইডেনে একই কাজ করেছিল উগ্রপন্থিরা। কিন্তু সুইডেন সরকার বা জাতিসংঘ কেউ-ই তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। সুতরাং নিজেদের মর্যাদা, অধিকার ও মূল্যবোধকে টিকিয়ে রাখতে মুসলমানদেরকেই দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। কোরআনে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে সুইডেন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। যদি কার্যকরী কোন পদক্ষেপ না নেওয়া হয় বাংলাদেশ থেকে সুইডেন দূতাবাস উচ্ছেদ করা হবে।

তিনি সাধারণ মানুষের উদ্দেশ্য বলেন, ইসলামপন্থী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা আজ চুপ কেনো? বাংলাদেশে যখন আলু পিয়াজের দাম বৃদ্ধি পায় তখন তো কঠোর আন্দোলনের দাবী জানান, আজ সুইডেনে মহান আল্লাহ পাকের কোরআন অবমাননা করা হলো আপনারা কোন আন্দোলনে যাচ্ছে না। সুইডেনে এমন কান্ডে পররাষ্ট্রমন্ত্রীর নিন্দায় আমরা সন্তুষ্ট না। প্রতিবাদের অনেক ভাষা আছে। আমরা বলবো জনগন সুইচ সকল পণ্য বর্জন করুন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশের মহাসচিব মাওলানা আরিফুর রহমান, তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মাওলানা বারাতুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, মাওলান শহিদুল ইসলাম প্রমুখ।

নারায়ণগঞ্জে ড. আব্বাসীর মাহফিল বন্ধের প্রতিবাদে মানববন্ধন

নিউজ প্রতিদিন ডটনেট : ড. এনায়েতুল্লাহ আব্বাসীর মাহফিল বন্ধের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বন্দর থানার তাওহীদি জনতা।

১ জানুয়ারী (রবিবার) বাদ যোহর বন্দর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত রিদয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন- (নারায়ানগঞ্জ, বন্দর থানাধীন কদমরসুল পূর্বপাড়া ২নং ওয়ার্ড) উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়েছে। প্রধাণ অতিথি হিসেবে দাওয়াত করা হয়েছিল বিশ্ব বরেন্য মুফাসসিরে কোরআন, তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমীর আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী হুজুর।

যেখানে এলাকায় যুব সমাজের পক্ষ থেকে মাহফিলটির আয়োজনে প্রায় লক্ষাধিক টাকা ইতিমধ্যেই খরচ করা হয়েছে। আজ (০১ জানুয়ারি) রবিবার (এন.সি.সি হাজী জালালউদ্দিন আহম্মেদ জামে মসিজদ সংলগ্ন) কদম রসুল পূর্বপাড়া, ২৩ নং ওয়ার্ড, নারায়াণগঞ্জ সিটি কর্পোরেশনের নবীগঞ্জের বন্দরে মাহফিলটি হওয়ার কথা হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাহফিলটি বন্ধ করে দেয়া হয়েছে।

এক বিতর্কিত ভন্ড পীর ও তার অনুসারীরা প্রশাসন কে মিথ্যা তথ্য দিয়ে তাফসীরুল কোরআন মাহফিলটি বন্ধের বাম ও নাস্তিকদের ভূমিকা পালন করেছে। আমরা সেই ভন্ড পীর ও তার অনুসারীদের হেন কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনের কাছে আমাদের জোর দাবী সেই বিতর্কিত ভন্ড পীর ও তার কিছু অনুসারীর মিথ্যা প্রবাগান্ডায় প্রভাবিত হয়ে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে ইসলাম প্রিয় তাওহীদি জনতার হৃদয়ে যে রক্তের ক্ষরণ সৃষ্টি করেছে, সর্ব স্থরের মানুষের আবেগ অনুভতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন ডেটে মাহফিল করার অনুমতি দিয়ে তা পশমন করবেন। এ প্রতিবাদ সভা ও মানব বন্ধন থেকে স্পষ্ট ঘোষণা করছি, সেই বিতর্কিত ভন্ড পীর ও তার অনুসারীদের বন্দর থানায় কোথাও কোনো প্রোগ্রাম করতে দেয়া হবে না। সেজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কর্মীদের আমরা ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।

সংবাদ লিখতে ওসির অনুমতি লাগবে: ওসি তরিকুল

নিউজ প্রতিদিন ডটনেট : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বকশীগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম। রোববার দুপুর ১২টার দিকে বকশীগঞ্জে একটি ডাকাতির ঘটনায় বক্তব্য নিতে থানায় যাওয়া হলে সাংবাদিকদের সঙ্গে ওসি অসৌজন্য আচরণ করেন।

একপর্যায়ে সাংবাদিকদের থানা থেকে বের হয়ে যেতে বলেন ওসি। হঠাৎ তার এমন অসদাচরণে হতভম্ব হয়ে পড়েন উপস্থিত সাংবাদিকরা।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে ওসি তরিকুল ইসলাম বলেন, সংবাদ লিখতে হলে ওসির অনুমতি নিতে হবে। আমি আপনাদের সঙ্গে কথা বলতে রাজি না। আপনারা থানা থেকে বের হয়ে যান। আপনাদের আমি কোনো বক্তব্য দেব না; যা পারেন করেন। একপর্যায়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন ওসি তরিকুল ইসলাম।

এ সময় বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন, সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়নসহ বকশীগঞ্জ প্রেস ক্লাবের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছেন বকশীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভায় ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান- সাংবাদিক এম শাহীন আল আমীন, আবদুল লতিফ লায়, সরকার আবদুর রাজ্জাক, সরওয়ার জামান রতন, আশরাফুল হায়দার, মাসুদ উল হাসান, এইচএম মূসা আলী, গোলাম রব্বানী নাদিম, মতিন রহমান, এমএ ছালাম মাহমুদ, একেএম নুর আলম নয়ন, এমদাদুল হক লালন, আল মুজাহিদ বাবু, রাশেদুজ্জামান রনি, মোহাম্মদ আসাদ ও আলমাছ আলী প্রমুখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিকরা।

এ ব্যাপারে জানতে চাইলে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল বলেন, একজন সরকারি কর্মকর্তা শুধু সাংবাদিক কেন সাধারণ মানুষের সঙ্গেও অসদাচরণ করতে পারেন না।

উল্লেখ্য, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাসায় শনিবার দিনগত রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ লাখ টাকা, ১২০ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। সূত্র : যুগান্তর