২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 56

শামীম ওসমান অত্যন্ত উদার হৃদয়ের মানুষ-ডিসি নারায়ণগঞ্জ

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জ ইতিহাস,ঐতিহ্যের নগরী মন্তব্য করে জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেছেন, এ জেলায় সামসুজ্জোহার মতো নেতার জন্ম না হলে বঙ্গবন্ধু নারায়ণগঞ্জে আসতেন না। শনিবার বিকেলে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়কে কলেজে রুপান্তরিত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়কে কলেজে রুপান্তরিত করা হবে।

তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হব। তিনি বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান অত্যন্ত উদার হৃদয়ের মানুষ। তিনি শিক্ষার ক্ষেত্রে সব সময়ই অগ্রনী ভূমিকা রেখে থাকেন।

বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলেন, ভালো মানুষ হতে হলে নিজ মাকে ভালোবাসতে হবে, দেশ মাকে ভালোবাসতে হবে। তিনি শিক্ষার্থীদের দেশ প্রেমিক হতে আহবান জানান। এর আগে বিদ্যালয়ের দক্ষিণ ভবনে মুক্তিযোদ্ধা কর্নার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল,ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, বিদ্যালয়ের দাতা সদস্য ফরিদ আহমেদ লিটন ও ম্যানেজিং কমিটির সদস্য এস এম হুমায়ূন কবীর প্রমুখ।

ভাষা দিবসে কানাই নগর ছোবহানীয়া স্কুল এন্ড কলেজ’র শ্রদ্ধা নিবেদন

নিউজ প্রতিদিন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে কানাই নগর ছোবহানীয়া স্কুল এন্ড কলেজ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বক্তাবলীর কানাইনগর ছোবহানীয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান  বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন, মুহাঃ হারুনুর রশীদ সরকার, মোঃ ফিরুজুর রহমান খান, আব্দুল মান্নান খান, রবীন্দ্রনাথ হাওলাদার, মুহাঃ জহির উদ্দিন বারী, মোঃ ইউনুছ আলী, মোঃ নুরুল হক, মোঃ, মোঃ হায়দার আলী, মোঃ আফজাল, গোলাম মোস্তফা, ইমরান হোসেন প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক গান, কবিতা, একুশের বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয় ।

বক্তাবলীর পূর্বচর গড়কূল উচ্চ বিদ্যালয়ের মাতৃভাষা দিবস পালন

নিউজ প্রতিদিন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পূর্বচর গড়কুল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের গান কবিতা ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয় ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে চরগড়কুল উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোঃ নাজির হোসেন। এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে ভাষা দিবসের তাৎপর্য ও এর ইতিহাস তুলে ধরেন এবং প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ।

নাজির হোসেন বলেন, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষা । তাদের অবদান বাঙ্গালী জাতি চিরকাল মনে রাখবে।

অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের মধ্যে দেশাত্মবোধক গান, কবিতা ও একুশের বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অবিভাকবৃন্দ ছাড়াও  স্কুলের শিক্ষার্থীরা ।

বক্তাবলী ৯নং ওয়ার্ড  আওয়ামী লীগের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিউজ প্রতিদিন: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বক্তাবলী ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ। বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সভাপতি মো.আমজাদ হোসেন বাদনের নেতৃত্বে শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী)  সকালে কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বক্তাবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ।

এসময় উপস্থিত ছিলেন,বক্তাবলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন,ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোবারক হোসেন,যুবলীগ নেতা ফিরোজ আহমেদ মনির,সাফায়েতউল্লাহ,মো.মোহন,মো.হানিফ,মো.হাবিবুর,মো. সাকিব ও মো.মাহাবুবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিউজ প্রতিদিন: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বক্তাবলী ইউনিয়ন পরিষদ। বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজ্বী শওকত আলীর সার্বিক ব্যবস্থাপনায় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী)  সকালে কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ইউপি মেম্বারগণ।

এ সময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন মাষ্টার, আতাউর রহমান প্রধান,মনির হোসেন,আমজাদ হোসেন বাধঁন, আকিল উদ্দিন,ওমর ফারুক,মরিয়ম বেগম, কুলসুম বেগম,সহকারী নুর মোহাম্মদ টিটু,মিরাজ হাওলাদার প্রমুখ।

আলোকিত বক্তাবলীর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিউজ প্রতিদিন: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বক্তাবলীর সামাজিক সংগঠন আলোকিত বক্তাবলী। আলোকিত বক্তাবলীর সভাপতি মো.নাজির হোসেন ও সাধারণ সম্পাদক মো.আবুল কালামের নেতৃত্বে শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আলোকিত বক্তাবলী।এসময় উপস্থিত ছিলেন,আলোকিত বক্তাবলীর সহ-সভাপতি মো.দেলোয়ার হোসেন,মো.রহমত উল্লাহ,মো. সানাউল্লাহ,
যুগ্ম-সাধারণ সম্পাদক মো.রাশেদুল ইসলাম সুমন,মো.অহিদুল ইসলাম টিটু,সাংগঠনিক সম্পাদক মো.বাদল হোসেন ববি,সহ সাংগঠনিক সম্পাদক মো.মিলন শেখ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আক্তার হোসেন,শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম রানা,বিশেষ সম্পাদক মো.মনির হোসেন।

আরো উপস্থিত ছিলেন,মো. ইমন মুন্সী মোহাম্মদ ফয়সাল,মো.রাসেল,মো.জাহিদ মুন্সি, মো.আমজাদ হোসেন, মো.দাদন গাজী, মো.নাঈম,মো.সাকিল হাসান, মো.হাফিজুর রহমান,মো.জুনায়েত গাজী, মো,রিদুয়ান গাজী,মো.সিয়াম,মো.শাকিল গাজী ও মো,আল আমিন প্রমূখ।

শওকত চেয়ারম্যান অসুস্থ,পরিবারের দোয়া কামনা

নিউজ প্রতিদিন: ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী অসুস্থ। কয়েকদিন ধরেই তিনি ঠান্ডাজনিত রোগে ভুগছেন।

শওকত আলীর পরিবার সূত্র জানায়, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে কয়েকদিন ধরে তিনি অসুস্থবোধ করছেন।

পরিবারের সদস্যরা তার রোগমুক্তির জন্য আওয়ামী লীগের নেতাকর্মী ও সকলের নিকট দোয়া কামনা করেন।

চেয়ারম্যান শওকত আলী বলেন, ১৭ ফেব্রুয়ারী  (সোমবার) চিকিৎসার জন্য রাজধানী এ্যাপোলো হাসপাতালে গিয়েছিলাম। আজ আবাবও যাবো। স্বাস্থ্যর অবস্থা আগের চেয়ে ভালো। সবাই দোয়া করবেন।

আলোচিত ইসলামিক বক্তা আব্দুল্লাহ আল-আমিন গ্রেফতার

নিউজ প্রতিদিন: আলোচিত ইসলামিক বক্তা মুফাসসির আব্দুল্লাহ আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরা তাফসীর মাহফিল থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়।

তার গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের ঢাকা বিভাগের সভাপতি মাহমুদুল হাসান। একইসঙ্গে আন-নাহদা মডেল মদরাসার প্রিন্সিপাল মুফাসসির কামরুল হাসান শাহিনও তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন।

আনোয়ার প্রধানের বাবার মৃত্যুতে রাসেল প্রধানের গভীর শোক প্রকাশ

নিউজ প্রতিদিন:নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানের বাবা আব্দুস সোবহান প্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো.রাসেল প্রধাণ।

জানাগেছে, ১৬ ফেব্রুয়ারী রবিবার সকাল সাড়ে ১১টায় সমাজ সেবক আব্দুস সোবহান প্রধান নারায়ণগঞ্জের মাসদাইরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানের বাবা।

মো.রাসেল প্রধাণ মরহুমের শোকসন্তপ্ত পরিবার পরিজন, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ সকলের প্রতি সহমর্মিতা জানিয়েছেন এবং মহান আল্লাহতালার কাছে ওনার রুহের মাগফেরাত কামনা করেছেন।

বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের ৭নং ওয়ার্ড কমিটির অনুমোদন

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের ১১ সদস্য বিশিষ্ট ৭ নং ওয়ার্ড কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী ) সন্ধ্যা ৮ টায় বক্তাবলী বাজারস্থ কিং বার্গার চাইনিজ রেষ্টুরেন্টে কমিটি অনুমোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক মিলন মেহেদী।

বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের আহবায়ক সলিমুল্লাহ হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মো: হোসেন, ফতুল্লা থানা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোঃ রাসেল প্রধান ও বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ মোজাম্মেল প্রধান।

মোঃ আতাউর রহমানকে আহবায়ক ও মোঃ শাহিন আহম্মেদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট ৭ নং ওয়ার্ড কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দরা হলেন,যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন,মোঃ মনির হোসেন,মোঃ মহসিন আহম্মেদ,মোঃ আমান উল্লাহ,সদস্য মোঃ রুবেল আহম্মেদ, মোঃ নুরু মিয়া,মোঃ চুন্নু মিয়া, মোঃ সিদ্দিক আলী ও মোঃ শাহিন আহম্মেদ প্রমূখ।

প্রধান অতিথি মিলন মেহেদী বলেন, জাতীয়তাবাদের আর্দশে অনুপ্রানিত হয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।আওয়ামী লীগ সরকার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম জিয়াকে অন্যায় ভাবে বন্দী করে রেখেছে।আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে স্বাধীন করতে অনেক আন্দোলন করেছে।

অথচ তাদের সরকারের আমলে বিচার বিভাগ স্বাধীন নয়।সরকার জানে বেগম জিয়া বাইরে থাকলে তাদের পতন নিশ্চিত।আদালত স্বাধীন হলে বেগম জিয়ার মুক্তি ওয়ান টু ব্যাপার।সরকারের কাছে নয় বেগম জিয়াকে মানবিক কারনে মুক্তি দিতে আদালতের প্রতি জোর দাবী জানান।