৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 46

ফতুল্লার শিয়াচরে পিতা-পুত্রের উপর সন্ত্রাসী সেন্টু বাহিনীর হামলা

নিউজ প্রতিদিন : ফতুল্লায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় পিতা সুজন মিয়াকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে শিয়াচরের সেন্টু ওরফে ভুয়া ডিবি সেন্টু ও তার বাহিনীর বিরুদ্ধে। গত রোববার রাতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুয়া ডিবি সেন্টুর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ হয়েছে। এ দিকে থানায় অভিযোগের পরও হুমকী অব্যাহত রয়েছে। জীবনের নিরাপত্তাহীনয় ভুগছে হামলার শিকার সুজন মিয়ার পরিবার।

অভিযোগে জানাযায়, গত রোববার ভুয়া ডিবি সেন্টুর বাড়ির কুকুরকে লাঠি দিয়ে আঘাত করে ব্যবসায়ী সুজন মিয়ার পুত্র। এ ঘটনা সুজনের পুত্রকে ভুয়া ডিবি  সেন্টু ও তার ছেলে মারধর করে। মারধরনের ঘটনা জানতে গেলে সেন্টু বাহিনী সুজন মিয়ার উপর হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা চেলায়। এসময় ধারালেঅ অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এসময় সুজন মিয়ার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সেন্টু ও তার বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। এসময় সুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় ফতুল্লা মডেল থানায় সেন্টু ও তার বাহিনীর বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে।
এদিকে, সেন্টু ও তার বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ হওয়ায় আহত সুজনের পরিবারকে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ সুজনের পরিবারের।  এব্যাপারে ফতুল্লা মডেল থানার এস আই শামিম জানায়, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার সত্যতা পেয়েছি। আসামিরা পালাতক রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয়দের অভিযোগ, সেন্টু বাহিনী এলাকায় প্রায় সময় এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে থাকেন। তুচ্ছু ঘটনার জের ধরে সেন্টু ও তার ছেলে মাঝেমধ্যেই মানুষকে মারধর করে থাকে। সেন্টু জেলা এবং মহানগর আওয়ামী লীগের দুই নেতা এবং ফতুল্লার এক প্রভাবশালী শ্রমিক নেতার নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে থাকে। উল্লেখ্য, বিগত ৪/৫ বছর পূর্বে রাতের অন্ধকারে এক সাংবাদিকের বাসায় হামলা চালাতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয় সন্ত্রাসী।এছাড়া ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাাাবাজী করতে গিয়ে গনধোলাইয়ের শিকার হয়েছিলো সেন্টু।এরপর থেকেই স্থানীয় মহলে সেন্টু ভুয়া ডিবি সেন্টু নামেই পরিচিতি লাভ করে।

বক্তাবলীতে ধলেশ্বরীর তীরে’র সংগঠনের আত্মপ্রকাশ

নিউজ প্রতিদিন: সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক গ্রুপ-“ধলেশ্বরীর তীরে” সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফেইসবুক গ্রুপটিকে সাংগঠনিক রূপ দেওয়া হয়।

সংগঠনটিকে এগিয়ে নিতে মঙ্গলবার (২৬ মে) প্রখ্যাত চিকিৎসক ডা. একে শফিউদ্দিন আহাম্মেদ মিন্টুকে আহবায়ক ও সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরানকে সদস্য সচিব করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ৫ সদস্যের এই কমিটিতে যুগ্ম আহবায়ক তুহিন চৌধুরী, সদস্য সাংবাদিক মোহাম্মদ নেয়ামত উল্লাহ ও জিয়াউর রহমান ফকির।

মঙ্গলবার বিকেলে বক্তাবলীর কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সভায় ডা. শফিউদ্দিন মিন্টু বলেন, আমরা আমাদের সাধ্য ও সামর্থ্য টুকু দিয়ে এলাকার ভালো ও উন্নয়ণমূলক কাজে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে অংশগ্রহণ করার চেষ্টা করব। এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্য থেকে সকল সাদা মনের মানুষ গুলোকে একত্রিত করে আমরা সম্মিলিতভাবে ভালো কাজগুলো করার চেষ্টা করব। আমাদের শ্লোগান থাকবে “সকল ভালো কাজ আমরা সম্মিলিতভাবে করব”

সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান বলেন, “ধলেশ^রীর তীরে” সামাজিক সংগঠনটির সুন্দর আত্মপ্রকাশ ঘটল সবার সম্মিলিত প্রচেষ্টায়। সংগঠনটির আহবায়ক সহ সকল সদস্যকে ধন্যবাদ জানাই। তাদের পরিশ্রম ও সহযোগীতায় সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপ থেকে সামাজিক সংগঠনে রূপ নিল। এই সংগঠনের সাফল্যের লক্ষ্যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের সহযোগীতায় তা পূরন করতে আমি সচেষ্ট হবো ইনশাআল্লাহ।

এর আগে ডা. শফিউদ্দিন আহাম্মেদ মিন্টুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন – খোরশেদ মাষ্টার, আবুল হাসেম, মোঃ নওশাদ আলী, মোখলেছুর রহমান, আনোয়ার হোসেন, মতিউর রহমান ফকির, বাছির সরদার, মোঃ শরিফউদ্দিন, সাংবাদিক ইকবাল হোসেন, জিয়াউর রহমান ফকির, কামরুজ্জামান খোকা, রোটারিয়ান নুরুজ্জামান জিকু, সাংবাদিক আবুল কালাম আজাদ, মাশফিকুর রহমান শিশির, ইউপি সদস্য রাসেল চৌধুরী, নজরুল ইসলাম, হাজী আবুল কাশেম, আব্দুর রহিম, রাসেল প্রধান, সাইদুর রহমান, আল আমিন, রাশেদুল ইসলাম সুমন, আক্তার হোসেন ও বিয়াদ চিশতি প্রমূখ।

সাংবাদিক মোহাম্মদ নেয়ামত উল্লাহ’র সঞ্চালনায় সভায় সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা, সংগঠনের কার্যালয় ও সদস্য সংগ্রহ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

অসামাজিক কার্যকলাপ, যুব মহিলালীগ নেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যানকে আটকে বিয়ে দিলেন এলাকাবাসী!

নিউজ প্রতিদিন : পরকীয়া প্রেমের খেসারত দিতে হলো মেহেরপুর জেলার গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদিকা ফারহানা ইয়াসমিনকে। সম্প্রতি স্বামীহারা ফারহানা ইয়াসমিন সকলের অজান্তে মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর গ্রামের আনছারুল হকের ছেলে সরোয়ার হোসেন সবুজের (৩০) সাথে চুটিয়ে প্রেম-প্রেম খেলায় মেতে উঠেছিল। সকলের সন্দেহের দানা বেঁধে উঠলেও ফারহানা পরিবার, সমাজ ছাড়াও তার একমাত্র মেয়েকে আড়াল করে পরকীয়া প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন।মঙ্গলবার সকাল ১১ টার সময় মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের পূর্বপাড়াস্থ তার ভাড়া বাড়ীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় বেরসিক জনতার হাতে ধরা পড়েন। পরবর্তীতে কেলেংকারীর খবর চারদিকে ছড়িয়ে পড়লে সাথে সাথে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম এ, খালেক, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর নবীরউদ্দীনসহ অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। প্রথমে পরকীয়া প্রেমের কথা দু’জন অস্বীকার করলেও নানা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন। ঘটনার তদন্ত করতে অভিযুক্ত সবুজ ও ফারহানার মোবাইল ফোন সার্চ করে তাদের পরকীয়ার তথ্য বেরিয়ে আসে। মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে তাদের অনৈতিক মেলামেশা ও গোপনীয় আলাপচারিতার অডিও ভিডিওর চিত্র পাওয়া গেছে।

ফারহানা জানান, উপজেলা পরিষদের নির্বাচনের পর থেকে সবুজের সাথে আমার পরিচয়। সে আমার ছোট দেবরের মত। আমার বাড়ীতে প্রায়ই বেড়াতে আসে। আমার প্রয়াত স্বামী শাহাব উদ্দীন জীবিত থাকাকালীন সময় থেকে আমার বাসায় যাতায়াত করতো। অন্যদিকে সবুজ জানায়, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। রাজনৈতিক নানা কর্মসূচীতে তার সাথে আমার পরিচয়। আমি তার ছোট ভাই হিসাবে সম্পর্ক গড়ে তুলেছিলাম। পরবর্তীতে সে আমাকে প্রেমের ফাঁদে ফেলেছে। এসময় তার একমাত্র ছোট মেয়ে বহু লোকজন ও সাংবাদিকদের জানায়, অনেক আগে আমার মা সবুজ আঙ্কেলকে মোটর সাইকেল কিনে দিয়েছে। ঘটনার পোষ্ট মর্টেম শেষে উপজেলা চেয়ারম্যান এম এ খালেক অভিভাবক হিসাবে ও গাংনী পৌরসভার মেয়রের প্রস্তাবে উভয়ে দোষী প্রমাণিত হওয়ায় বিয়ের ব্যবস্থা করা হয়। দুপুর সাড়ে ১২ টার সময় গাংনী উপজেলা চেয়ারম্যান ও গাংনী পৌরসভার মেয়রের উপস্থিতিতে ২০ লাখ টাকা দেন মোহরে তাদের ২য় বিয়ে পড়ানো হয়। এসময় ছেলে পক্ষের পিতা ও নিকটাত্মীয়, গাংনী পৌর সভার কাউন্সিলর আসাল উদ্দীন, শ্রমিক নেতা মনিসহ অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহিলা ভাইস চেয়ারম্যনকে সকলেই ভাবী সম্বোধন করতো। তাই শরৎ চন্দ্রের ভাষায় ‘বৌদির বিয়ে’ হওয়ায় শহরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছ্।ে এনিয়ে স্বামী শাহাবউদ্দীনের মৃত্যু নিয়ে নানা সন্দেহ দানা বেঁধে উঠছে। অনেকেই মন্তব্য করে বলছেন, এই পরকীয়া প্রেমের কারণেই শাহাব উদ্দীনকে প্রাণ দিতে হয়েছে। এই দু’জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে মৃত্যু রহস্য উদঘাটিত হতে পারে বলে অনেকেই বলাবলি করছেন। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান এমএ খালেক জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিয়ের ব্যবস্থা করা হয়েছে। নইলে উচ্ছৃংখল বেরসিক লোকজন বেপরোয়া হয়ে শৃংখলা ভঙ্গ করতো।

বক্তাবলী পপুলার মেডিকেল সাভির্সেস’র পরিচালক আলী আহমেদ রাজুর ঈদুল ফিতরে শুভেচ্ছা 

নিউজ প্রতিদিন : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশ-বিদেশে অবস্থানরত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী পপুলার মেডিকেল সাভির্সেস’র ব্যবস্থাপনা পরিচালক মো.আলী আহমেদ রাজু।

এক শুভেচ্ছাবার্তায় আলী আহমেদ রাজু বলেন, ঈদ মানেই আনন্দ ও খুশির উৎসব। ‘ঈদ’ শব্দটি আরবি, শব্দমূল ‘আউদ’, এর অর্থ এমন উৎসব, যা ফিরে ফিরে আসে, পুনরায় অনুষ্ঠিত হয়, রীতি হিসেবে গণ্য হয় প্রভৃতি। এর অন্য অর্থ খুশি-আনন্দ। উচ্ছল-উচ্ছ্বাসে হারিয়ে যাওয়ার মুহূর্ত। ঈদ প্রতিবছর চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট রীতিতে এক অনন্য আনন্দ-বৈভব বিলাতে ফিরে আসে। এক মাস কঠোর সিয়াম সাধনার মাধ্যমে নানা নিয়মকানুন পালনের পর উদযাপিত হয় ঈদুল ফিতর; অন্য কথায় রোজার ঈদ।

 

নিউজ প্রতিদিনের পক্ষ থেকে পাঠক, লেখক ও শুভ্যানুধ্যায়ীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

নিউজ প্রতিদিন : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয় অনলাইন পোর্টাল নিউজ প্রতিদিন ডট নেটের পরিবার পাঠক, লেখক ও শুভ্যানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন নিউজ প্রতিদিন ডট নেটের সম্পাদক মো.আবুল কালাম আজাদ।

এক শুভেচ্ছাবার্তায় সম্পাদক মো.আবুল কালাম  বলেন, করোনাকালে সারাদেশে সাংবাদিকরা ঝুঁকির মধ্যে তাদের পেশাগত দায়িত্ব পালন করে চলছে। নিজের জীবনের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে পেশাগত দায়িত্ব পালন করলেও তাদের পাশে কেউ দাঁড়ায়নি।

সংযমের মাস সিয়াম সাধনার পরে আসছে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরের উসিলায় সৃষ্টিকর্তা দেশ থেকে এ মহামারী দূর করে দিন।

ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটি দিন হোক ঈদের দিনের মতো আনন্দময়।

নিরাপদ দূরত্ব বজায় রাখুন,ঘরে থাকুন, সুস্থ থাকুন।

জেলা যুবদল নেতা স্বপন চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ প্রতিদিন: ফতুল্লায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সহ-সভাপতি মো. স্বপন চৌধুরীর ব্যক্তিগত  উদ্যোগে প্রাণঘাতী নোবেল করোনা-ভাইরাস কোভিড-১৯ এর কারনে সৃষ্ট অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় মোটা চাল, পোলাও চাল, তৈল, ডাল, চিনি, পিয়াজ, ছোলা, সেমাই, দুধ, লবন, সাবান, শাড়ী  কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো ‘এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যায়ক্রমে বিএনপি’র বেকার ও অসহায়  ৩০টি পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে এবং একে অন‍্যের সহযোগিতায় পাশে থাকতে হবে। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধে সামাজিক দুরত্ব বজা রাখা, ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া,যেখানে সেখানে থু থু বা কফ না ফেলা, হাত দিয়ে নাক- মুখ–চোখ স্পর্শ না করা ও বেশি বেশি পানি পান করার আহ্বান জানান মো. স্বপন চৌধুরী।

ঈদুল ফিতরে বক্তাবলীবাসীকে যুবলীগ নেতা আনোয়ার হুসাইনের শুভেচ্ছা   

নিউজ প্রতিদিন : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বক্তাবলী ও নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ কাউন্সিলের সাধারণ  সাধারণ পদপ্রার্থী মুহাম্মাদ আনোয়ার হুসাইন।

এক শুভেচ্ছাবার্তায় আনোয়ার হুসাইন বলেন, ঈদ মানেই আনন্দ ও খুশির উৎসব। ‘ঈদ’ শব্দটি আরবি, শব্দমূল ‘আউদ’, এর অর্থ এমন উৎসব, যা ফিরে ফিরে আসে, পুনরায় অনুষ্ঠিত হয়, রীতি হিসেবে গণ্য হয় প্রভৃতি। এর অন্য অর্থ খুশি-আনন্দ। উচ্ছল-উচ্ছ্বাসে হারিয়ে যাওয়ার মুহূর্ত। ঈদ প্রতিবছর চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট রীতিতে এক অনন্য আনন্দ-বৈভব বিলাতে ফিরে আসে। এক মাস কঠোর সিয়াম সাধনার মাধ্যমে নানা নিয়মকানুন পালনের পর উদযাপিত হয় ঈদুল ফিতর; অন্য কথায় রোজার ঈদ।

 

 

বক্তাবলীবাসীকে কামরুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

নিউজ প্রতিদিন : মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বক্তাবলীবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

নারায়ণগঞ্জবাসীকে ভিপি আলমগীরের ঈদুল ফিতরের শুভেচ্ছা   

নিউজ প্রতিদিন : পবিত্র ঈদুল ফিতরে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সদস্য সচিব ভিপি মো. আলমগীর হোসেন।

এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর’ শব্দ দুটি আরবি, যার অর্থ হচ্ছে উৎসব, আনন্দ, খুশি, রোজা ভঙ্গকরণ ইত্যাদি। সুদীর্ঘ একটি মাস কঠোর সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর বিশ্ব মুসলিম উম্মাহ রোজা ভঙ্গ করে আল্লাহর বিশেষ নিয়ামতের শুকরিয়াস্বরূপ যে আনন্দ-উৎসব পালন করেন, সেটিই ঈদুল ফিতর।

সারা বিশ্বের মুসলমানের সর্বজনীন আনন্দ-উৎসব ঈদুল ফিতর। বছরজুড়ে নানা প্রতিকূলতা, দুঃখ-বেদনা সব ভুলে ঈদের দিন মানুষ সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলিত হন। ঈদগাহে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে সবাইকে নতুন করে আবদ্ধ করে।

 

বক্তাবলীবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আল আমীন

নিউজ প্রতিদিন : মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বক্তাবলীবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

আল আমীন বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।