৯ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 59

বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের ৮নং ওয়ার্ড কমিটির অনুমোদন

নিউজ প্রতিদিন:নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের ১১ সদস্য বিশিষ্ট ৮ নং ওয়ার্ড কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

রবিবার (১২ জানুয়ারী)  সন্ধ্যা ৮ টায় বক্তাবলী বাজারস্থ কিং বার্গার চাইনিজ রেষ্টুরেন্টে কমিটি অনুমোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক মিলন মেহেদী।

বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের আহবায়ক সলিমুল্লাহ হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি মোঃ ইব্রাহীম আজাদ, ফতুল্লা থানা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোঃ রাসেল প্রধান, বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ মোজাম্মেল প্রধান,মোঃ ওমর ফারুক নাঈম।

এসময় আরো উপস্থিত ছিলেন,বক্তাবলী ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ রাহাত প্রধাণ ও আহম্মদ উল্লাহ দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মোঃ মোরশেদ আলমকে আহবায়ক ও মোঃ জহিরকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট ৮নং ওয়ার্ড কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দরা হলেন,যুগ্ম আহবায়ক মোঃ আলালউদ্দিন,মোঃ খলিল,মোঃ মিজানুর রহমান দেওয়ান,মোঃ আলী আহম্মেদ,সদস্য মোঃ সেলিম, মোঃ আলী আকবর,মোঃ ইনুছ, মোঃ আক্তার হোসেন ও মোঃ আবু সাঈদ প্রমূখ।

প্রধান অতিথি মিলন মেহেদী বলেন,জাতীয়তাবাদের আর্দশে অনুপ্রানিত হয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।আওয়ামী লীগ সরকার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম জিয়াকে অন্যায় ভাবে বন্দী করে রেখেছে।আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে স্বাধীন করতে অনেক আন্দোলন করেছে।অথচ তাদের সরকারের আমলে বিচার বিভাগ স্বাধীন নয়।সরকার জানে বেগম জিয়া বাইরে থাকলে তাদের পতন নিশ্চিত।
আদালত স্বাধীন হলে বেগম জিয়ার মুক্তি ওয়ান টু ব্যাপার।সরকারের কাছে নয় বেগম জিয়াকে মানবিক কারনে মুক্তি দিতে আদালতের প্রতি জোর দাবী জানান।

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ করার –এম শওকত আলী

নিউজ প্রতিদিন: আমরা আজ উপজেলা থেকে শুরু করে আগামী মার্চ মাস পর্যন্ত বঙ্গবন্ধুর উন্নয়ন নিয়ে আলোচনা করা হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করার আর এ স্বপ্ন পূর্ণ করতে পারলে জননেত্রী শেখ হাসিনা ও আমাদের স্বপ্ন সার্থক হবে।

শনিবার (১১জানুয়ারি) সকাল ১০টায় নারায়নগঞ্জ সদর উপজেলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শতবার্ষিকী উপলক্ষ্যে নারায়নগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বঙ্গবন্ধু উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভায় ফতুল্লা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.শওকত আলী বক্তব্যে এই উক্ত কথা বলে।

আলোচনা সভাটি নারায়নগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়নগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য এ.কে এম শামীম ওসমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই,সাধারন সম্পাদক এড.আবু হাসনাত মোঃশহীদ বাদল।

আলোচনা সভায় এম.শওকত আলী আরো বলেন,আজকের দিনটি বাঙালির ইতিহাসে সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত। ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর পাকিস্তানি দোষররা মনে করেছিল বঙ্গবন্ধু আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে, বাংলাদেশ পিছিয়ে পড়বে। কিন্তু আল্লাহ অসীম রহমতে সেদিনের ঘটনায় বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশে ছিল। ফলে তারা প্রাণে বেচেঁ যায়।পরবর্তীতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ১৯৮১সালে বাংলাদেশে এসে আওয়ামীলীগের নেতৃত্বে দায়িত্ব পালন করেন এবং এদেশের মেহনতি মানুষের  মুক্তির জন্য সংগ্রাম করেন। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামীলীগ রাজনৈতিক ক্ষমতায় আসেন। আওয়ামীলীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচার অত্যন্ত দ্রুত গতিতে সম্পূর্ণ করেছেন। আজকে বিশ্বের দরবারে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন। তাই আজকে ২০২০ সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষনা করা হয়েছে।

ফতুল্লা ছাত্রলীগের সাধারন সম্পাদক এম.এ মান্নানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই,সাধারন সম্পাদক এড.আবু হাসনাত মোঃশহীদ বাদল,জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর এড.শিরিন বেগম, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহ নিজাম,সহ-সভাপতি চন্দন শীল,জেলা যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন,জেলা কৃষকলীগের সভাপতি  নাজিম উদ্দীন,ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন,কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি ,জেলা সাবেক ছাত্রলীগের সভাপতির এহসানুল হক নিপু,জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রাসেল,নারায়নগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ বিশ্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির,ফতুল্লা ছাত্রলীগের সভাপতি সাধারন সম্পাদক আবু মো.শরিফুল হক ও নারায়নগঞ্জ ফায়ার সার্ভিস উপ-পরিচালক আরেফিন সিদ্দিকী প্রমূখ।

বক্তাবলীতে নিখোজের ৫ দিন পর প্রকৌশলী জিসানের লাশ উদ্ধার : স্বজনদের দাবি হত্যাকান্ড

নিউজ প্রতিদিন: ফতুল্লার বক্তাবলীর ধলেশ্বরী নদীতে নিখোঁজের পাঁচদিন পর বাংলা ক্যাট কোম্পানির প্রকৌশলী মাহফুজুর রহমান জিসানের পেট কাটা লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার বেলা এগারোটায় মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান এলাকায় ধলেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করে ডুবুরি দল।

এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন জিসানের সহকর্মী প্রকৌশলী লিখন সরকার। তবে এ ঘটনাকে হত্যাকান্ড বলে দাবি করে সুষ্ঠু তদন্ত চেয়েছেন নিহত জিসানের স্বজনরা।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক স্টেশনের সিনিয়র অফিসার মো: কাজল মিয়া জানান, নিখোঁজ দুই প্রকৌশলীর সন্ধানে শুক্রবার সকাল থেকেই বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান শুরু করে ডুবুরি দল।

এক পর্যায়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় ধলেশ্বরী নদী থেকে ডুবন্ত অবস্থায় জিসানের মরদহে উদ্ধার করা হয়। খবর পেয়ে স্বজনরা গিয়ে জিসানের লাশ শনাক্ত করেন।

তবে জিসানের স্বজনদের দাবি, নদীতে ডুবে তার মৃত্যু হয়নি। জিসানকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত চিহ্ন পাওয়া গেছে।

জিসানের বড় ভাই মো: শোয়েব আহমেদ বলেন, আমার ভাইয়ের আশ আমরা অক্ষত পাই নি। তার মুখ দিয়ে রক্ত বের হয়েছ্ েপেট কাটা রয়েছে এবং সেখান দিয়ে রক্তক্ষরণ হয়েছে। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

জিসানের ফুপাতো ভাই মো: সম্রাট বলেন, আমার ভাইয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই কেউ তাকে হত্যা করেছে। কারা আমার ভাইকে হত্যা করেছে প্রশাসন তাদের যেন খুঁজে বরে করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে।

এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে জিসানের বড় ভাই মো: শোয়েব আহমেদ আরো বলেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। প্রয়োজনে আমরা মামলা করব। যারা আমার বাইকে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার চাই।

এদিকে জিসানের লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর সেখান থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ফতুল্লা থানার ওসি মো: আসলাম হোসেন।

একই সাথে এখনো নিখোঁজ থাকা লিখন সরকারের সন্ধানে ফায়ার সার্ভিসের তল্লাশি অভিযান চলছে জানিয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়লগঞ্জ জেলা উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ঘটনার দুইদিন পর খবর পেয়ে আমরা গত তিনদিন যাবত নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়েছে। একজনের লাশ ইতিমধ্যে উদ্ধার করেছি। নিখোঁজ অপরজনকেও আমরা উদ্ধার না করা পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত রাখব।

প্রসঙ্গত. গত ৫ জানুয়ারী দিনগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা বক্তাবলীর রাজাপুর এলাকায় বুড়িগঙ্গা এন্টারপ্রাইজের ভেকু মেরামতের কাজ শেষ করে ফেরার পথে নিখোঁজ হন বাংলা ক্যাট কোম্পানির দুই মেকানিক্যাল ইনিঞ্জনিয়ার মাহফুজুর রহমান জিসান ও লিখন সরকার। এ ঘটনায় জিসানের স্ত্রী রাকিয়া সুলতানা রাজধানীর আশুলিয়া থানায় বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

তবে জিসানের পরিবার শুরু থেকেই দাবি করে আসছেন, এ ঘটনার সাথে ফতুল্লার রাজাপুর এলাকার বুড়িগঙ্গা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারি সজীব ও তার কর্মচারী পায়েলকে দায়ী করে আসছেন। তাদের দাবি, সজীব ও পায়েল ঘটনার বিষয়ে সবকিছু জানেন। কেননা জিসান ও লিখন নিখোঁজের বিষয়টি সজীব একদিন গোপন রেখেছেন এবং তার সাথে যোগাযোগ করলে বিভিন্ন সময়ে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করেছেন।

এছাড়া সজীবের ভড় ভাই ওই এলাকার ইউপি মেম্বার। সেই প্রভাবে সজীব বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন। তাদের দুইজনকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার রহস্য বের হয়ে আসবে বলে মনে করছেন নিহত জিসানের স্বজনরা।

জিসানের ফুপাতো ভাই সম্রাট জানান, জিসান ও লিখন দুজনই পরিবার নিয়ে রাজধানীর আশুলিয়া এলাকায় একই মালিকের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। জিসানের তিন বছরের ও তিন মাসের দুইটি পুত্র সন্তান রয়েছে। নিখোঁজের ঘটনার পর থেকে জিসানের স্ত্রী রাকিয়া সুলতানা শোকে পাথর হয়ে গেছেন। পির্তৃহারা এই দুই শিশু সন্তানের ভবিষ্যতের কথা ভেবে কান্নায় ভেঙ্গে পড়ছেন স্বজনরা।

সামাজিক সংগঠন ”অগ্রসর” এর সভাপতি বদিউজ্জামান-সম্পাদক সুমন

নিউজ প্রতিদিন: মোঃ বদিউজ্জামানকে সভাপতি ও মোঃ সুমন আহমেদকে সাধারন সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ৬ই জানুয়ারি ২০২০ রোজ সোমবার রাতে ২০ সদস্য বিশিষ্ট সামাজিক সংগঠন ”অগ্রসর” এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি ইমরান হাসান মেহেদী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশিদ সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব হোসেন, মহিলা ও সাংস্কৃতিক সম্পাদক রিয়া খান, আইন বিষয়ক সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃ মনিরুজ্জামান, ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান মনা, দপ্তর সম্পাদক মোঃ সিদ্দিক, অর্থ সম্পাদক মোঃ আবুল কাশেম, প্রচার সম্পাদক মোঃ শাহাদাৎ ভুইয়া, সদস্য মোঃ শাজাহান (বুলু), সদস্য মোঃ হিমেল আহমেদ, সদস্য জাকির, সদস্য খলিল, সদস্য ইসমাইল, সদস্য বাবুল, সদস্য বাবুল হোসেন (বাবু), সদস্য রাব্বি।

ফতুল্লা থানা আ’লীগের সভাপতি বাদলের ছেলে নয়নের  জানাজায় মানুষের ঢল

নিউজ প্রতিদিন: ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের জেষ্ঠ পুত্র মোছাব্বির আলম নয়ন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………. রাজিউন)।

রোববার ( ৫ জানুয়ারী) দিবাগত রাত ৩ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫।

অত্যন্ত সহজ সরল প্রকৃতির মোছাব্বির আলম নয়ন দুই সন্তানের জনক। আওয়ামী লীগের সভাসমাবেশ ও মিছিল মিটিংয়ে তাকে সবসময় দেখা গেছে। অত্যন্ত সরল অন্তঃপ্রাণ নয়নকে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব ভালোবাসতেন। সে ছিল নেতাকর্মীদের অত্যন্ত প্রিয় একজন মানুষ। তার মৃত্যুতে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে দেখতে ছুটে আসছেন। এর মধ্যে নয়নের লাশ দেখতে কাশিপুরের পেস্কার বাড়ীতে ছুটে আসেন নারায়নগঞ্জ সদর উপজেলার নির্বাহি অফিসার নাহিদা বারিক,সদর উপজেলার মহিলা ভাইসচেয়ারম্যান ফাতেমা মনির।

বাদ জোহর নয়নের জানাজার নামাজ কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীরা ও বিশিষ্ট রাজনীতিবিদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এর মধ্যে নারায়নগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান বিএনপি নেতা এড.আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইসচেয়ারম্যান কৃষকলীগ নেতা নাজিমউদ্দিন,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াসিন মিয়া, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলী,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী,মহানগর যুবলীগের সভাপতি শাহাদত হোসেন ভূঁইয়া সাজনু,জেলা যুবলীগ নেতা এহসানুল হক নিপু,থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন,সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হক, সাধারন সম্পাদক আঃ মান্নান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.কামরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো.বাবুল মিয়া,ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.আনোয়ার হুসাইন, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শীতলক্ষা পত্রিকার সম্পাদক দিপু,জেলা প্রেসক্লাবের সেক্রেটারি হাজী দীন মোহাম্মদ দীলু,ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু,জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এম এ রাসেল ও আওয়ামীলীগ নেতা গিয়াসউদ্দিন ও জামাল হুসাইন প্রমুখ।

সাইফউল্লাহ বাদলের জৈষ্ঠ পুত্র নয়নের ইন্তেকাল

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের জৈষ্ঠ পুত্র মোছাব্বির আলম নয়ন ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে………রাজেউন)। মৃত্যুকালে নয়নের বয়স ছিলো ৪৫ বছর।

রোববার (৫ জানুয়ারী) দিবাগত রাত দিকে হ্নদযন্ত্রে ক্রিয়া আক্রান্ত হয়ে মরহুমের নিজ বাড়ি কাশিপুর খিলমার্কেটস্থ পেশকার বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আর মৃত্যুকালে নয়নের বাবা, মা স্ত্রী, দুই কন্যাসহ অসখ্য গুনগাহি রেখে যান।

মরহমের জানাযার নামাজ রোববার বাদ জোহর কাশীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে। উক্ত জানাযায় শরিক হওয়ার জন্য পরিবার পক্ষ বিশেষভাবে অনুরোধ করছেন।

এদিকে সাইফউল্লাহ বাদলের বড় ছেলে নয়নের মৃত্যুতে ফতুল্লা থানা আওয়ামীলীগ ও কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের পক্ষ হতে শোক প্রকাশসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের আত্মার মাগফিরিত কামনা করেন

ফতুল্লায় অস্ত্রসহ ভুয়া পুলিশ গ্রেফতার

নিউজ প্রতিদিন: শনিবার বিকালে ফতুল্লার ভুঁইগড় এলাকায় এ ঘটনা ঘটে।এ সময় শামীমের সাথে থাকা আরো ৩ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃত শামীম কুড়িগ্রাম জেলার অলিপুর থানা এলাকার মহসিন আলীর ছেলে। এ সময় শামীমের কাছ থেকে ২টি মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট র‌্যাঙ্ক ব্যাজ, শাহিন ও লতিফ নামে নেইম প্লেট লাগানো দুটি জ্যাকেট, ৩টি পিস্তল সদৃশ্য গ্যাস লাইট, ১টি ওয়াকিটকি সেট, ১টি ওয়াকিটকি কন্ট্রোলার, ১টি চামড়ার পিস্তলের কভার, ১টি চামড়ার হ্যান্ডকাপের কভার, পুলিশের মনোগ্রাম সংযুক্ত ১টি ক্যাপ, ১টি সিগনাল লাইট, ১টি পুলিশে মনোগ্রাম সংযুক্ত কোমরের বেল্ট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার শামীম অন্য ব্যক্তিদের সহযোগিতায় পুলিশের পোশাক পরিধান করে বিভিন্ন স্থান হইতে বিভিন্ন লোকদের নিকট হতে ছিনতাই করে থাকে।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানান, ফতুল্লা মিয়াচর এলাকার আব্দুল্লাহ আল নোমান (২৩) ও ড্রাইভার মোঃ দেলোয়ার হোসেন (২৩) রাজধানীর ধানমন্ডি যাওয়ার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ডগামী রাস্তার উপর ৪ জন ব্যক্তি তাদের গাড়ী ( ঢাকা মেট্রো-গ ৩৭-৯০৫০) সিগন্যাল দেয়।

তাদের মধ্যে ২ জন পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ছিল। গাড়ীটি থামালে ৪ জন ব্যক্তি গাড়ীর কাগজপত্র দেখার কথা বলে জোর পূর্বক গাড়ীতে উঠে গাড়ীর ড্রাইভার মো. দেলোয়ার হোসেন’কে পিছনের সিটে বসিয়ে ৪ জনের মধ্যে ১ জন গাড়ীটি চালিয়ে সাইনবোর্ডের দিকে যেতে থাকে।

এ সময় তারা ৪ জনকে ভূয়া পুলিশ চিহ্নিত করতে পারলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে একটি কভার্ডভ্যানের সাথে গাড়ীটির দুর্ঘটনা ঘটে।

তখন তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তিনজন পালিয়ে গেলেও একজনকে আটক করে গণপিটুনী দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আটককৃত ব্যক্তি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বক্তাবলী ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমজাদ-সম্পাদক মনির

নিউজ প্রতিদিন:ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হয়েছে। দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে কাউন্সিলরদের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। কমিটিতে আমজাদ হোসেন বাধন সভাপতি, মনির হোসেন সাধারণ সম্পাদক ও আফসার উদ্দিন গাজী সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়।শনিবার (৪ জানুয়ারী) বক্তাবলীর পূর্ব চর গড়কুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।

এদিকে সম্মেলনের আয়োজন করে ব্যালক বাক্স রাখা হয়। কাউন্সিলরদের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করা হলে সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধি¦তায় সভাপতি হিসাবে আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন নির্বাচিত হয়। পরে সাংগঠনিক সম্পাদক পদে আফসার উদ্দিন গাজীর নাম প্রস্তাব করা হলে কোন প্রতিদ্বন্ধি¦ না থাকায় সেও বিনা প্রতিদ্বন্ধি¦তায় নির্বাচিত হয়।বক্তাবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠানে ইউনিয়ন সাবেক ৭.৮.৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক সহ প্রচার সম্পাদক জাহাঙ্গীর মাস্টার, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: বাবুল মিয়া, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গড়কুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজির হোসেন, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম মাস্টার ও মো.জামাল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান, ইউপি সদস্য আখিল উদ্দিন, ফারুক মন্ডল, স্থানীয় আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান, আমানউল্লাহ মেম্বার, নুর ইসলাম মোল্লা, নুরুল হক মোল্লা, আহম্মদ উল্লাহ, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আলিম উদ্দিন,আবু সাঈদ রিংকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে প্রধান অতিথি শওকত আলী বলেন, বক্তাবলী আওয়ামীলীগকে সু-সংগঠিত করতে ঐক্যবদ্ধের বিকল্প নাই। আর দলকে শক্তিশালী করতে হলে সকল বেধাবেদ ভুলে গিয়ে একটি মঞ্চে আসতে হবে। হিংসা ভুলে বক্তাবলী আওয়ামী লীগকে সু-সংগঠিত করতে জন্য সবাইকে এক মঞ্চে এসে কাজ আহবান করেন তিনি।

শওকত আলী আরো বলে, সকলের সম্মতিক্রমে বক্তাবলী আওয়ামীলীগের কমিটি গঠন করা হবে। ইতি মধ্যে সকলের সম্মতিক্রমে বেশির ভাগ ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। ৯নং ওয়ার্ড কমিটি নিয়ে সমস্যা থাকার কারনে সম্মেলন দেয়ার জন্য ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দকে বলা হয়। সেই হিসাবে সম্মেলনের মাধ্যমে আজকের এ কমিটি গঠন করা হলো। এতে করে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দকে ধন্যবান জানানো হয়।

বক্তাবলীতে চেয়ারম্যান টিভিকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন:  সদর উপজেলার বক্তাবলীর গোপালনগরে আলহাজ্ব এম শওকত আলী চেয়ারম্যান টিভিকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ৮ টায় গোপালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী এম শওকত আলীর। তিনি ব্যস্ততার জন্য আসতে পারেননি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আফাজ উদ্দিন ভূইয়া, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসেন প্রধান, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমান প্রধান, মোঃ ওমর ফারুক,সাবেক মেম্বার আলী আহম্মেদ, হাশেম কন্ট্রাক্টর, আবু তালেব,ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সমাজসেবক বারেক সরদার,ইঞ্জিনিয়ার আবু সাঈদ রিংকু, আব্দুল আজিজ,তৈয়ব আলী,বারেক মোল্ল্যা প্রমুখ।উপস্থিত ছিলেন আরব আলী ভূইয়া,মাকসুদুর রহমান বন্টি,বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবি দলের সদস্য সচিব মোজাম্মেল প্রধান,ফতুল্লা থানা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আবুল খায়ের,বাছির সরদার,মজিবুর রহমান, মোঃ জুয়েল ভূইয়া প্রমুখ।
খেলায় লক্ষীনগর যুব সংসদ ২-০ গেমে রাজাপুর যুব সমাজ কে পরাজিত করে চ্যাম্পিয়ন oহবার গৌরব অর্জন করে।বক্তারা বলেন,গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ব্যাডমিন্টন।আজ যুব সমাজ খারাপ পথে না গিয়ে খেলাধুলায় মনোনিবেশ করে তাদের মূল্যবান সময় সঠিকভাবে কাজে লাগাচ্ছে।যুব সমাজ যেন মাদকের করাল ঘ্রাসে যুবসমাজ বিপদগামী না হয় বেশী করে খেলাধুলার আয়োজন করতে হবে।এ জন্য নারায়ণগঞ্জ বাসীর গর্ব বক্তাবলীর মাটি ও মানুষের নেতা শওকত আলী সাহেব সবসময় সহযোগিতা করবেন।কেননা শওকত আলী চেয়ারম্যানের যোগ্য নেতৃত্বে বক্তাবলীতে সব দল ও মানুষের মধ্যে সহবাস করা সম্ভব হয়েছে।শুধু তাই নয় বক্তাবলীতে যে উন্নয়ন করেছেন তিনি আমাদের মাঝে আজীবন স্মরনীয় হয়ে থাকবেন।
পরে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথি বৃন্দ।

বক্তাবলীর রামনগরে হাজ্বী গোলাম হোসেন প্রাথমিক স্কুলে বই উৎসব পালন

নিউজ প্রতিদিন: বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে সদর উপজেলার বক্তাবলীর রামনগর হাজ্বী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়।

বুধবার (১ জানুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে এ বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অত্র বিদ্যালয়ের দাতা সদস্য, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী প্রকৌশলী আবু সাঈদ রিংকু।

স্কুলের প্রধান শিক্ষক আলী হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন-রামনগর পঞ্চায়েত প্রধান নাসির উদ্দিন, সাংবাদিক ইকবাল হোসেন, আলম মাদবর, সাবেক ইউপি সদস্য মোতালিব, রিয়াজউদ্দিন, ফখরুদ্দিন, আক্তার হোসেন, আব্দুল মান্নান, নাজির মাহমুদ, শরীয়ত উল্লাহ, আতাউর রহমান ও সাইদুল ইসলাম প্রমুখ।

এসময় শিক্ষার্থীদের অভিভাবকগণ ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আবু সাঈদ রিংকু বলেন, আজকের শিশুরাই আগামী ভবিষ্যত। প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। তাই প্রাথমিক শিক্ষার ভীত মজবুত হলে এ শিক্ষার্থীর শিক্ষাজীবনও উজ্জ্বল হয়।