১০ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 63

বক্তাবলী ইউনিয়ন আ’লীগ সভাপতি আফাজউদ্দিন ভূইয়ার বিজয় দিবসের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি: বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ ও বক্তাবলীবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আফাজউদ্দিন ভুইয়া।

এক শুভেচ্ছাবার্তায় আফাজউদ্দিন ভুইয়া বলেন, ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামে ৩০ লাখ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে এ দেশের মুক্তিকামী মানুষ ঝাপিয়ে পড়ে বিজয়ের লাল সূর্য ছিনিয়ে এনেছিলো এইদিনে। বিজয়ের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধুকে।

স্বাধীন এ দেশটা যতোবার পথ হারিয়ে গিয়েছিলো ততোবার সঠিক পথে এনেছেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর গতিশীল নেতৃত্বে দেশ দূর্বা গতিতে এগিয়ে চলছে।

আফাজউদ্দিন আরো বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রাণপুরুষ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান আমাদের নারায়ণগঞ্জ তথা বক্তাবলীতে যে উন্নয়ণ বরাদ্দ দিচ্ছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শওকত আলী তা কঠোর পরিশ্রমের মাধ্যমে বাস্তবায়ণ করে উন্নয়ণ করে চলেছেন। বিজয়ের দিনে এই দুই নেতাকেও শুভেচ্ছা।

ফতুল্লা প্রেস ক্লাবের ওবায়েদ উল্লাহ সভাপতি-আব্দুর রহিম সম্পাদক নির্বাচিত

প্রেস বিজ্ঞপ্তি: সৈয়দ ওবায়েদ উল্লাহকে (দৈনিক যায়যায় দিন) সভাপতি এবং আবদুর রহিমকে (দৈনিক ডান্ডিবার্তা) সাধারন সম্পাদক করে ফতুল্লা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার বিকেলে ফতুল্লা প্রেস ক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।কমিটির সহ-সভাপতি এড. মশিউর রহমান শাহিন (সকাল বার্তা প্রতিদিন),সহ-সভাপতি কামাল উদ্দিন সুমন (দৈনিক নয়াদিগন্ত), যুগ্ম সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী (আমাদের নারায়ণগঞ্জ ডটকম),সংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম (আমাদের নারায়ণগঞ্জ ডটকম), অর্থ সম্পাদক মোঃ সেলিম হোসেন (নারায়ণগঞ্জের খবর ২৪ ডটকম), দপ্তর সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল (নারায়ণগঞ্জের খবর ২৪ ডটকম), প্রচার সম্পাদক আলামিন প্রধান (দৈনিক যুগান্তর), ক্রীড়া সম্পাদক জি এ রাজু দৈনিক রুদ্রবার্তা), সদস্য এম সামাদ মতিন (বিডি নিউজ আই), রুহুল আমীন প্রধান ( খবর প্রতিদিন), আঃ আলিম লিটন (নারায়ণগঞ্জের আলো ২৪ ডটম)। এর আগে প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দ্বি-বাষির্ক প্রতিবেদন পেশ করেন।কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক নাফিজ আশরাফ,সদস্য শরীফ উদ্দিন সবুজ ও রফিকুল ইসলাম। এসময় ফতুল্লা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক ও সাধারন সম্পাদক কাজী আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

বক্তাবলীতে বিএনপি থেকে ইউপি সদস্য মতিনের আ’লীগে যোগদান

নিউজ প্রতিদিন: ফতুল্লা থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত সফল চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলীকে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বক্তাবলী ইউপি’র ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল মতিন খাঁন। আব্দুল মতিন খাঁন বিএনপি পরিবারের সদস্য।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে বক্তাবলীর রাজাপুরে ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভায় আব্দুল মতিন খাঁনকে শওকত আলী প্রকাশ্য সভায় আওয়ামী পরিবারের সদস্য হবার আহবান জানালে তিনি তাৎক্ষনিক তিনি ঘোষণা দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।

আব্দুল মতিন খাঁন আওয়ামী লীগে যোগ দেবার পরে সভায় শওকত আলী বলেন, আজ বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ পূর্ণতা পেয়েছে। আমাদের সবক’টি ইউনিয়ন পরিষদ সদস্য আওয়ামী পরিবারের, আওয়ামী পরিবার থেকে নির্বাচিত। এই ইউনিয়নের ৯৯ ভাগ জন্মসূত্রেই আওয়ামী লীগ। আমরা গর্ব করে বলতে পারি এমনকি আমরা ফরিদপুরের চেয়েওে এগিয়ে।

৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রফিক নান্নুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, সাবেক সহসভাপতি ইয়াদ আলী মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক জাহাঙ্গীর মাস্টার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন শাহিন, জেলা তাঁতী লীগের নেতা ও নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হালিম, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম মাস্টার, প্রকৌশলী আবু সাঈদ রিংকু, মজিবুর সিকদার, জামাল হোসেন, আল আমিন, আক্কাস আলী, মো.জুয়েল ও আনোয়ার আলী প্রমুখ।

বক্তাবলী ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন: বক্তাবলী ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ ডিসেম্বর শনিবার বাদ যোহর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রফিক নান্নুর বাস ভবনে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

বক্তাবলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রফিক নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত সফল চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সদস্য মো.ইয়াদ আলী মাস্টার, বক্তাবলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজউদ্দিন ভুইঁয়া, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার,নারায়ণগঞ্জ জেলা তাতীঁলীগ সদস্য সচিব আলহাজ্ব মো. আলমগীর,বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইফতেখারুজ্জান শাহিন, ২নং ওয়ার্ড ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.মজিবর সিকদার,সাধারণ সম্পাদক মো.সিরাজ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক মো.তৈয়ব আলী ভূইয়া, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হালিম, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম মাস্টার, মো.আনোয়ার হোসেন, আব্দুল আলী, জামাল হোসেন আল আমিন, আক্কাস আলী, মো. জুয়েল ও যুবলীগ নেতা মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তাবলীতে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বক্তাবলী এলাকাবাসীর উদ্যোগে ১৯তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বক্তাবলী পুলিশ ফাঁড়ি সংলগ্ন মাঠে তাফসীরুল কুরআন মাহফিলটি অনুষ্ঠিত হয়।

তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ড.সাঈয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী।

বক্তাবলী ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজ্বী মোঃ শওকত আলীর সভাপতিত্বে কুরআন মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারী পীরজাদা সাইয়্যেদ মুহাম্মদ ওবায়েদুল্লাহ আব্বাসী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ মোখতার হোসাইন।

আলীরটেকে ৫ ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জের আলীরটেকে পরিবেশ দূষণের অভিযোগে এবং ছাড়পত্র না থাকায় পাঁচটি অবৈধ ইটভাটাকে পঁচিশ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। একই সাথে তিনটি ইটভাটার চুল্লি ভেঙ্গে দিয়ে উৎপাদন বন্ধসহ সব ধরণের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের নির্বাহি ম্যাজিষ্টেট্র মাকসুদুল ইসলামের নের্তৃত্বে বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে এই র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর কর্মকর্তারাসহ বিপুল পরিমান সদস্য সহযোগিতা করে।

ভ্রাম্যমান আদালতের এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা উপ-পরিচালক মো: সাঈদ আনোয়ার, র‌্যাব-১১ সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান ও ফতুল্লা থানার পরিদর্শক আজহার হোসেনসহ আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের ঢাকা অফিসের এনফোর্সমেন্ট বিভাগের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাকসুদুল ইসলাম জানান, দেশে বায়ু দূষণের ক্ষেত্রে শতকরা ৫৮ শতাংশই ইটভাটাগুলো দায়ী। উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও সনাতন পদ্ধতিতে পরিচালিত হওয়া বিপুল সংখ্যক ইটাভাটা এখন পর্যন্ত আধুনিক প্রযুক্তিতে রূপান্তর না করায় অর্থদন্ড করাসহ সব ধরণের কার্যক্রম বন্ধ করে দেয়া হচ্ছে।

এরই ধারবাহিকতায় পরিবেশ অধিদপ্তরের নীতিমালা মেনে না চলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন সংশোধিত আইন অনুযায়ী পরিবেশ দূষণকারি পাঁচটি ইটভাটাকে পাঁচ লক্ষ টাকা করে পঁচিশ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পরিচালিত তিনটি ইটভাটার চুল্লি ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা নিভিয়ে দেয়। পরে ভেকু দিয়ে এই তিনটি ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে ইট ইৎপাদনসহ সব ধরণের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

নির্বাহি ম্যাজিষ্ট্রেট আরো জানান, পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের মনিটরিং টীম এসব ইটভাটাগুলোকে স্বার্বক্ষণিক নজরদারিতে রাখবে। দন্ডপ্রাপ্ত কোন ইটভাটা আইন অমান্য করে পুনরায় কার্যক্রম চালু করলে আরো কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আইনের আওতায় আনা  হবে। এছাড়া পুরো শুষ্ক মৌসুম ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা উপ-পরিচালক মো: সাঈদ আনোয়ার জানান, নারায়ণগঞ্জে জেলায় ২শ’ ৪০টি ইটভাটা পরিচালিত হচ্ছে। এর মধ্যে অনুমোদিত ২শ’ ৪০টি ইটভাটায় আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে। আর, অনুমোদনবিহীন ৩৬টি ইটভাটা এতোদিন সনাতন পদ্ধতিতে চললেও ইতিমধ্যে ৩০টি জিগজাগ পদ্ধতিতে রূপান্তর করা হয়েছে।

তিনি জানান, ছয়টি ইটভাটা ক্রোকেরচর এলাকায় সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হওয়ায় তাদের বিরুদ্ধে উচ্চ আদালতের বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে। সনাতন পদ্ধতিতে কোন ইটভাটাই অবৈধভাবে চলতে দেয়া হবে না। পর্যাক্রমে সব অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হবে বলে জানান তিনি।

বক্তাবলী আকবরনগরের সামেদ হাজ্বী ও রহিম হাজ্বীর শত্রুতার অবসান

নিউজ প্রতিদিন: ফতুল্লা থানাধীন বক্তাবলী আকবরনগরের আলোচিত দুই নাম-সামেদ হাজ্বী ও রহিম হাজ্বী। তাদের শত্রুতা দীর্ঘদিনের। মৌসুমে মৌসুমে টেঁটা-বল্লম নিয়ে মাঠে নামে এই দুই হাজ্বীর লোকজন। ইউনিয়নের আকবর বার বার শিরোনামে আসে এই দুই হাজীর কল্যাণে। মামলা-মোকদ্দমায় এক পক্ষ আরেকপক্ষকে ঘায়েলের চেষ্টায় লিপ্ত। দুই গ্রুপের হামলায় বেশ কয়েকজনের প্রাণহানিও ঘটেছে।

এলাকাবাসীর অনুরোধে এই দুই হাজীকে মিলিয়ে দেয়ার উদ্যোগ নেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী। শওকত আলীর এই উদ্যোগে শামিল হন-ফতুল্লা থানার ওসি, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদলসহ জেলা ও ফতুল্লা থানা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

বুধবার (১১ ডিসেম্বর) বক্তাবলীর আকবরনগরে সামেদ হাজী ও রহিম হাজীর এই মহামিলন উপলক্ষ্যে ভুড়িভোজেরও আয়োজন করা হয়।

এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ নিজাম, এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, ফতুল্লা থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসেন প্রধান,জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, সামেদ আলী, রহিম হাজ্বী সহ বিশিষ্ট ব্যক্তিরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, বক্তাবলী ইউনিয়ন পরিষদের মেম্বার আতাউর রহমান প্রধান, মনির হোসেন মেম্বার, আকিলউদ্দিন মেম্বার, আমজাদ হোসেন মেম্বার, ওমর ফারুক মেম্বার, জাহাঙ্গীর হোসেন মেম্বার, ফুল চাঁন মাদবর, মন্নাফ দেওয়ান, যুবলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, খোরশেদ আলম মাস্টার,আনোয়ার আলী, আক্তারুজ্জামান, খোরশেদ আলম খুশু ও আরব আলী প্রমুখ।

বৈঠকে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজ্বী শওকত আলী বলেন, যেহেতু দুই পক্ষ মিলে গেছে। আদালত ও পুলিশকে টাকা না দিয়ে যার যার মামলা সে তুলে নিবে। রহিম ও সামেদ শুধু ক্ষতিগ্রস্ত হয়নি সাধারণ মানুষ ও ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা ঘরে ঘুমাতে পারেনি তারা যেন ঘুমাতে পারে সে ব্যবস্থা করতে হবে।২/৪ জন আছে তারা চাইবে শাম্তি বিনষ্ট করতে। আবার যদি দুই হাজ্বী মারামারি করে আমরা দুই পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ নিজাম বলেন, আপনাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে মারামারি বন্ধ করতে হবে।সর্বোচ্চ ছাড় দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।মামলা তুলে নিতে পুলিশকে সবধরনের সহযোগিতা করার আহবান জানান।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন বলেন, আমি সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করেছি। কে কি বললো এটাকে গুরুত্ব না দিয়ে মহিলাদের মুখ গুলো ঠিক রাখতে হবে। তারা একজন আরেকজনকে সহ্য করতে পারেনা। যার যার কাজ সে করবে। মনমানসিকতার পরিবর্তন করতে হবে। তবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

এম শওকত আলীকে শ্রমিকলীগ নেতা আলিম শেখের ফুলের শুভেচ্ছা

নিউজ প্রতিদিন: সচ্ছ রাজনীতির রূপকার বক্তাবলী ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব মো.শওকত আলী পুণরায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানি‌য়ে‌ছেন নারায়ণগঞ্জ জেলা ট্যাংকলরী কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ক্রীড়া সম্পাদক মো.আলিম শেখ। শুভেচ্ছা জানানোর সময় শ্রমিকলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে সাধারণ সম্পাদক আলহাজ্ব এম শওকত আলীর ফতুল্লার বাসভবনে এ শুভেচ্ছা জানান তিনি।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর শনিবার (৭ ডিসেম্বর) ফতুল্লা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে  ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি হিসে‌বে ‌নিবার্চিত হন এম সাইফউল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শওকত আলী।

এম শওকত আলীকে যুবলীগ নেতা ববি বাদল ও সুমনের সংগ্রামী শুভেচ্ছা

নিউজ প্রতিদিন: সচ্ছ রাজনীতির রূপকার বক্তাবলী ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব মো.শওকত আলী পুণরায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানি‌য়ে‌ছেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগ্রামী নেতা বাদল হোসেন ববি ও রাসেদুল ইসলাম সুমন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে সাধারণ সম্পাদকের বক্তাবলীর নিজস্ব কার্যালয়ে এ শুভেচ্ছা জানান তারা।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর শনিবার (৭ ডিসেম্বর) ফতুল্লা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে  ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি হিসে‌বে ‌নিবার্চিত হন এম সাইফউল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শওকত আলী।

শওকত আলীকে বক্তাবলী ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের শুভেচ্ছা

নিউজ প্রতিদিন:
ফতুল্লা থানা আওয়ামী লীগের নবনির্বাচিত  সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব মো. শওকত আলীকে  বক্তাবলী ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার আমজাদ হোসেনের নেতৃত্বে নৌকার ক্রেষ্ট, পুষ্পস্তবক ও পুষ্পমাল্য দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মঙ্গলবার ১০(ডিসেম্বর) নেতাকর্মীরা শওকত চেয়ারম্যানের বক্তাবলী ফেরীঘাটস্থ নিজস্ব কার্যালয়ে গিয়ে  সাধারণ সম্পাদক এম শওকত আলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায় এবং এই আনন্দ উপলক্ষে মিষ্টি মুখ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,ছিদ্দিকুর রহমান ,নুরুল ইসলাম মোল্লা,নুরুল হক মোল্লা,মান্নান ছিদ্দিকী,আমানউল্লাহ মেম্বার, তোফাজ্জল মেম্বার,মোজাম্মেল বেপারী, আহাম্মদ উল্লাহ বেপারী, নুরুজ্জামান, মনির শেখ,সিরাজ শেখ,হাসিম মুন্সি, আমানউল্লাহ মোল্লা,জয়নাল মোল্লা,শাহাবুদ্দিন মিয়া,সাফাতুল্লাহ,সেরাজ মোল্লা,মতি মিয়া,আব্দুল হালিম,মাইনুদ্দিন মিয়া,ইমতিয়াজ মিয়া,শাহাদাত হোসেন,আফছার উদ্দিন,ছাত্তার মিয়া,মোবারক হোসেন,আব্দুল খালেক,মাহিল মিয়া,মোতালেব মিয়া,চুন্নু চৌধুরী, মোশারফ চৌধুরী,  কাশেম মোল্লা,আব্দুল হাই মোড়ল,গিয়াসউদ্দিন, মনির হোসেন, হাছান শেখ,আলম তালুকদার, কামাল হোসেন, হাসিম মিয়া,আফজাল হোসেন, জুলহাস মিয়া,আনোয়ার হোসেন,কবির হোসেন, রিয়াদ,জসিম,শুক্কুর আলী,মাজেদ আলী,মফিজুল ও নান্নু মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।