৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 5

আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল হোতা আব্দুর রহিম ভেন্ডার- আলমগীর হোসেন

নিউজ প্রতিদিন ডটনেট : আমি আমার মাকে মারধর করে জমি লিখে নিয়েছি বলে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের মূলহোতা আমার মামা আব্দুর রহিম ভেন্ডার।তার কুটকৌশলে আমার মানসিক প্রতিবন্ধী মাকে ব্যবহার করে আমার বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২নং আমলী আদালতে সিআর মামলা নং-৪১৪/২৪ দায়ের করিয়েছেন বলে দাবী করেছেন দলিল লিখক আলমগীর হোসেন।

সোমবার (২২ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে  গনমাধ্যম কর্মীদের উপরোক্ত কথা বলেন।

আলমগীর হোসেন বলেন,আমার মার মামলায় যাদের মিথ্যা স্বাক্ষী বানিয়েছেন তাদের মধ্যে উল্লেখ যোগ্য আমার ভাবী শিউলি বেগম,তার বাবা টঙ্গিবাড়ী উপজেলার উত্তর রায়পুর গ্রামের আবুল কালাম শেখ,সাবেক মেম্বার জলিল গাজী।

ইতিমধ্যে  কয়েকটি পত্রিকায় আমার বিরুদ্ধে একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ হয়েছে।আমি নাকি জামিনে বের হয়ে এসে আমার মা,ভাবী,মামাকে হুমকি দিয়েছি।যা আদৌ সত্য নয়।প্রকৃত ঘটনা হচ্ছে আমার মা স্বেচ্ছায় আমাকে সহ আরো ৩ ভাইবোন নাজির হোসেন,হেলেনা বেগম,শাহিনুর আক্তার কে জমি লিখে দেন।কিন্তু বড় ভাই মনির হোসেন  বিদেশ থাকায় তাকে লিখে দেননি।এ ঘটনাকে কেন্দ্র করে আমার ভাবী,বড় ভাই ও মামা আব্দুর রহিম ভেন্ডার সহ একটি কুচক্রী মহল আমার সুনামহানি করার জন্য ষড়যন্ত্র শুরু করে।

প্রকৃত ঘটনা হলো আমি আমার ভাই-বোনদের সবসময় আর্থিক,শারিরীক ও মানসিকভাবে সহযোগিতা করেছি।নিজের কষ্টাজিত অর্থ পরিবারের প্রতি ব্যয় করেছি।আমার মার সমস্ত চিকিৎসা ও ভরনপোষণ আমিই বহন করে আসছি।আমার মাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমার মামা আব্দুর রহিম ভেন্ডার ও কুচক্রী মহল। আমি তাদের আসল চরিত্র গনমাধ্যমে প্রকাশ করবো ইনশাআল্লাহ।

আমি জামিনে এসে আমার মা,মামা ও ভাবীর সাথে কোন কথা বলিনি।তাদের হুমকি দেয়ার প্রশ্ন আসেনা।

আমি আমার মা সহ ভাইবোনদের সবসময় আর্থিক সহযোগিতা করে আসছি।যা আমার চাচা সুরুজ মিয়া,কামালউদ্দিন,মফিজউদ্দিন,রমিজউদ্দিন, ফুফু রেজিয়া খাতুন সহ এলাকাবাসী অবগত।

আলমগীরের চাচা রমিজউদ্দিন বলেন,আলমগীরের বিরুদ্ধে মাদক সেবনে যে অভিযোগ তুলে ধরা হয়েছে তা ঠিক নয়।ও অত্যন্ত ভদ্র ও কর্মঠ ছেলে।ওকে ছোটবেলা থেকে আমরা দেখে আসছি।মাদক সেবন তো দুরের কথা ও এর নাগালে নেই।ডাহা মিথ্যা অপপ্রচার।

আলমগীর হোসেন আরো বলেন, আমার মামা আব্দুর রহিম ভেন্ডার, ভাবী শিউলি বেগম, তার বাবা আবুল কালাম শেখ আমাদের সম্পত্তি দখল করার অপচেষ্টা করতে আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে । আমাকে মাকে তারা যে কোন সময় হত্যা করতে পারে।আমি আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে আব্দুর রহিম ভেন্ডার মুঠোফোনে জানান, আমার অপরাধ হলো আমি ওকে ( আলমগীরকে) ছোট বেলা থেকে লালন পালন করেছি। যদি তাই না হতো তাহলে আমাকে কেন অপরাধী বানাচ্ছে। আলমগীরের মানসিক প্রতিবন্ধি মায়ের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কে বলেছে ওর মা মানসিক প্রতিবন্ধি। আপনারা ওর এলাকায় যান গিয়ে সকলের কাছে জানুন। সবাইতো আর একজনের পক্ষে কথা বলবেনা। যেটা সত্য সেটাই বলবে এবং জানতে পারবেন।

ক্যাসিনোকান্ডের সাজাপ্রাপ্ত সেলিম প্রধান এবার ভোটপ্রার্থী

নিউজ প্রতিদিন ডটনেট : ক্যাসিনো–কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন সেলিম প্রধান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার বছর সাজাও খেটেছেন। আরও তিনটি মামলা বিচারাধীন। অনলাইন ক্যাসিনোর মূল হোতা সাজাপ্রাপ্ত সেলিম প্রধান এবার উপজেলা নির্বাচন করছেন। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

এরই মধ্যে আলোচিত এই ব্যক্তির গণসংযোগের কিছু ভিডিও চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে উৎসুক্য তৈরি হয়েছে।
তবে উপজেলা পরিষদ আইন বলছে, কোনো নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে দুই বছর কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হলে কোনো ব্যক্তি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার এবং থাকবার যোগ্য হবেন না।

এ বিষয়ে সেলিম প্রধান বলেন, দুদকের মামলায় আপিল ও সাজা স্থগিত করতে তিনি হাইকোর্টে আবেদন করেছেন। তাই নির্বাচন করতে তাঁর আইনগত কোনো বাধা নেই।

ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাঁর বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি–বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছিল, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূল হোতা। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সেলিম প্রধান বাংলাদেশে প্রথম অনলাইন ক্যাসিনো চালু করেন। তিনি গুলশান ও বনানীতে পি ২৪ এবং টি ২১ অনলাইন নামে অনলাইনে ভিডিও গেম খেলার প্ল্যাটফর্ম চালু করেন। পরে ২০১৮ সালের ১৮ ডিসেম্বর সেগুলোকে অনলাইন ক্যাসিনোয় রূপান্তর করেন। ওই অনলাইন ক্যাসিনোর প্রধান কেন্দ্র ছিল ফিলিপাইনে।

সেলিম প্রধানের বিরুদ্ধে দুদকের মামলা ছাড়াও ঢাকার গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়। বিচারাধীন এসব মামলায় জামিনে রয়েছেন তিনি।

২০২৩ সালের ৩০ এপ্রিল দুদকের করা মামলার রায় দেন বিচারিক আদালত। তাতে অবৈধভাবে সম্পদ অর্জন ও অর্থ পাচারের দুই ধারায় সেলিম প্রধানকে চার বছর করে কারাদণ্ড দেন আদালত। ইতিমধ্যে তাঁর সাজাভোগ শেষ হওয়ায় এবং বাকি মামলায় জামিন পাওয়ায় গত বছরের অক্টোবরে মুক্তি পান তিনি। সাজার বিরুদ্ধে তিনি হাইকোর্টে যে আপিল করেছেন, সেটা শুনানির অপেক্ষায় রয়েছে।

এদিকে ২০১৮ সালের ২৭ নভেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রায়ে বলেছেন, কোনো ব্যক্তির দুই বছরের বেশি দণ্ড ও সাজা হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। সাজা স্থগিত থাকলেও নির্বাচনে অংশ নেওয়া যাবে না; যদি সাজা উপযুক্ত আদালতে বাতিল না হয়।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, অতীতে সাজাপ্রাপ্ত হলেও আপিল করে নির্বাচন করতে পারতেন। কিন্তু হাইকোর্টের রায় অনুযায়ী এখন মনে হয় না সেলিম প্রধান নির্বাচন করতে পারবেন। খালেদা জিয়াও এ কারণে নির্বাচন করতে পারেননি। সূত্র : প্রথম আলো

আলোকিত বক্তাবলী ও পূর্বচর গড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাজিরের ঈদ শুভেচ্ছা

নিউজ প্রতিদিন ডটনেট পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বক্তাবলী পরগণার সামাজিক সংগঠন আলোকিত বক্তাবলী ও পূর্বচর গড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং ফতুল্লা থানা আওয়ামী ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজির হোসেন মুসলিম উম্মাহসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদুল আযহায় আমাদের মাঝে উঠুক পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন। এবং শান্তিপূর্ণ ভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করি।

পরম করুণাময় আল্লাহ-তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল প্রকার দুঃখ-কস্ট।  সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সব সংকট উত্তরণের মধ্য দিয়ে এগিয়ে গেছে ঠিক একইভাবে সকল প্রকার সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নব-উদ্যমে এগিয়ে যাক বাংলাদেশ। এই প্রত্যাশায় নারায়ণগঞ্জ ও বক্তাবলীসহ সমস্ত মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল ফিতরের  অগ্রীম শুভেচ্ছা। ঈদ মোবারক।

বক্তাবলীবাসীকে রশীদ মেম্বারের পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা

নিউজ প্রতিদিন ডটনেট : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বক্তাবলী ও নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার হাজী আব্দুর রশীদ।

এক শুভেচ্ছাবার্তায় হাজী আব্দুর রশীদ বলেন, ঈদ মানেই আনন্দ ও খুশির উৎসব। ‘ঈদ’ শব্দটি আরবি, শব্দমূল ‘আউদ’, এর অর্থ এমন উৎসব, যা ফিরে ফিরে আসে, পুনরায় অনুষ্ঠিত হয়, রীতি হিসেবে গণ্য হয় প্রভৃতি। এর অন্য অর্থ খুশি-আনন্দ। উচ্ছল-উচ্ছ্বাসে হারিয়ে যাওয়ার মুহূর্ত। ঈদ প্রতি বছর চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট রীতিতে এক অনন্য আনন্দ-বৈভব বিলাতে ফিরে আসে। এক মাস কঠোর সিয়াম সাধনার মাধ্যমে নানা নিয়ম কানুন পালনের পর উদযাপিত হয় ঈদুল ফিতর; অন্য কথায় রোজার ঈদ। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

সিএনএন বাংলা টিভির এমডি শাহিন আল মামুন গ্রেফতার

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বাসিন্দা শাহিন আল মামুন। তিনি অনুমোদনহীন সিএনএন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক। সোমবার (৮ এপ্রিল) ভোরে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকা থেকে প্রতারণা ও চেক ডিজনার মামলায় ৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহিন আল মামুনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

আদালতের গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক।

শাহিন আল মামুন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানা এলাকার কাঞ্চন মাস্টারের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি বাউবাজার এলাকায় বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকেন। একই এলাকায় তার নিজের তিনটি বাড়ি রয়েছে।

অভিযান পরিচালনাকারী সিদ্ধিরগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক শঙ্কর জানান, প্রতারণা ও জেক ডিজনার মামলায় ঢাকা মহানগর যুগ্ন জেলা জজ আদালত গত ১৩ ফেব্রæয়ারি শাহিন আল মামুনকে ৬ মাসের কারাদন্ড ও ৬ লাখ টাকা জরিমানা করে আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন। পরে ২২ ফেব্রæয়ারি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তবে মাঝে মাঝে রাতে গোপনে বাড়ি আসলেও ভোরে চলে যেতেন।

জানতে চাইলে মামলার বাদী সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার চাঁন মিয়া বলেন, সিএনএন বাংলা টিভি সরকারি লাইসেন্স প্রাপ্ত দাবি করে আমাকে পরিচালক বানানোর কথা বলে বিপুল অংকের অর্থ হাতিয়ে নেয় শাহিন আল মামুন। পরে খুঁজ খবর নিয়ে জানতে পারি এ টিভির কোন অনুমোদন নেই। আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে বুঝতে পেরে টাকা ফেরত চাইলে আমাকে অপমান অপদস্ত ও বিভিন্ন হুমকি দেয়। বহু দেন দরবারের পর একপর্যায় আমাকে ঢাকার মতিঝিল চা ভবনের তৃতীয় তলায় সিএনএন বাংলা টিভির অফিসে ডেকে নিয়ে আমার সমস্ত টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রæতি দিয়ে নগদ ৬ লাখ টাকার একটি চেক দেন। কিন্তু ব্যাংকে গেলে চেকটি ডিজনার করেন ব্যাংক কর্তৃপক্ষ। চেক দিয়েও আমার সঙ্গে প্রতারাণা করায় ২০২১ সালে তার বিরুদ্ধে আদালতে মামলা করি।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁন মিয়া ছাড়াও সিএনএন বাংলা টিভির পরিচালক বানানোর কথা বলে বহু লোকজনের কাছ থেকে শাহিন লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এসব প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। দুটি মামলায় গ্রেফতারি পরোনা জারি রয়েছে তার বিরুদ্ধে।

বক্তাবলীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আমজাদ হোসেন মেম্বার

নিউজ প্রতিদিন ডটনেট : মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বক্তাবলী বাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  বক্তাবলী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য আমজাদ হোসেন বাদন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

আমজাদ হোসেন বাদন বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। সবাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক!।

নারায়ণগঞ্জ ও বক্তাবলীবাসীকে রোটারিয়ান নুরুজ্জামান জিকু’র পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

নিউজ প্রতিদিন ডটনেট : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও বক্তাবলীর সামাজিক সংগঠন ধলেশ্বরী’র তীরের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান নারায়ণগঞ্জ   ও বক্তাবলীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় রোটারিয়ান নুরুজ্জামান জিকু বলেন, পবিত্র ঈদুল ফিতরে মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নেই।

পরম করুণাময় আল্লাহ-তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জ্বরা; সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। এই প্রত্যাশায় নারায়ণগঞ্জ ও সমস্ত দেশবাসীসহ মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা। ঈদ মোবারক!!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বক্তাবলীবাসীকে শাহ দীন ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

নিউজ প্রতিদিন ডটনেট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বক্তাবলীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলীর ৮নং ওয়ার্ডের বিএনপির  সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ দীন ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বিশ্ববাসীর নিরাময় ও সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

শাহ দীন ইসলাম বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মাঝে গড়ে উঠুক পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণের অনুশীলন এবং শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর । সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

বক্তাবলীর আকবরনগরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর আকবর নগরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাদ আসর হইতে ইফতার ও দোয়া মাহফিল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আব্দুর রহিমের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আসাদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবুল কাশেম মোল্লা, তোফাজ্জল হোসেন তপু,আলহাজ্ব মোঃ সলিমুল্লাহ, মো মোতালিব খাঁ,মোঃ খবির হোসেন, দেলোয়ার হোসেন মেসি,দীল মোহাম্মদ,কবির হোসেন,জয়নাল আবেদীন রানা।
উপস্থিত ছিলেন ফুলু খা, সোহরাব হোসেন, সমন বেপারী, আওলাদ হোসেন, নবী হোসেন সহ কয়েকশত এলাকাবাসী।

প্রধান অতিথি শওকত আলী বলেন,সামেদ আলীর সাথে ৩০ বছর চলেছি। এজন্য আমার ছবি দিয়ে আমার বিরুদ্ধে নিউজ করেছে সেই সাংবাদিক চেয়ারে বসা আছে। প্রশাসন সামেদ আলীর পরিবারকে এলাকায় যে কোন বিনিময়ে এনে দিয়েছে।কোন ধরনের অঘটন ঘটলে এর দায়ভার প্রশাসনকে নিতে হবে। আমরা নিবোনা। পরে বক্তাবলীবাসী সহ দেশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া করা হয়।

বক্তাবলী ইউনিয়ন পরিষদে অতিদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

নিউজ প্রতিদিন ডটনেট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বক্তাবলী ইউনিয়ন পরিষদে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।

৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলীর পক্ষ থেকে প্যানেল চেয়ারম্যান মো. আকিল উদ্দিন, উপজেলা দারিদ্র বিমোচন অফিসের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার মো. শহিদুল ইসলাম ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের সচিব মো. নাজমুল হক সরকার ভিজিএফ চাল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মো. আমজাদ হোসেন বাদন, ৭ নং ওয়ার্ডের সদস্য মো. আলমগীর ও ৮নং ওয়ার্ডের সদস্য মো. সেকান্দর হোসেন সহ পরিষদের কর্মকর্তাবৃন্দ।