৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 22

কুতুবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনায় দোয়া

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

৯ ডিসেম্বর শনিবার বিকেল তিনটায় প্রথমে কুতুবপুর ইউনিয়ন ৪,৫,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পাগলা উচ্চ বিদ্যালয়ের মাঠে। দ্বিতীয়টি ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে ভুইঘড় হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ে। এবং তৃতীয়টি ৭,৮,৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আলিগঞ্জ উচ্চ বিদ্যালয় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান। দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসান মোঃ শহীদ ডিপি বাদল,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ নিজাম, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ কাউসার আহমেদ পলাশ,ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু,
ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইসহাক,কৃষি বিষয়ক সম্পাদক হাজী ইউনুস দেওয়ান, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মানিক চান, কুতুবপুর ইউনিয় যুবলীগের সভাপতি মোজাফফর হোসেন সাধারণ সম্পাদক আব্দুল খালেক,কুতুবপুর ইউনিয়ন ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী সালাউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক মোঃ হোসেন, ৪,৫,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আলাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ সহ সহযোগী সকল সংগঠনের নেতা কর্মীর দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।

আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী তানজিন তিশা !

নিউজ প্রতিদিন ডটনেট : আত্মহত্যার চেষ্টা করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

আত্মহত্যার চেষ্টার বিষয়টি নিশ্চিত না করে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানান, এ বিষয়ে তিনি নিশ্চিত নয়। তিনি মনে করেন, এই মুহূর্তে এ বিষয়ে কথা না বলাই ভালো।

তিনি আরো জানান, তানজিন তিশাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, অভিনেতা মুশফিক ফারহানের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে তানজিন তিশা। কিছুদিন ধরে ঝামেলা চলছিল তাদের মধ্যে। এর জেরে ফারহানের উত্তরার বাসায় যান তিশা। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর বাসায় ফিরে আত্মহত্যার চেষ্টা করেন এ অভিনেত্রী।

ঢাকা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, রাতে তিশাকে গুরুতর অবস্থায় সেখানে নেয়া হয়েছিল। আপাতত তিনি বিপদমুক্ত।

বাংলাদেশে নেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস !

নিউজ প্রতিদিন ডটনেট : মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ছুটি নিয়ে বাংলাদেশের বাইরে গেছেন। বিষয়টি অবগত থাকলেও কিছু জানাতে রাজি হচ্ছে না পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাস। যদিও বেশ কয়েকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের বাইরে গেছেন।

বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে সংলাপের উদ্যোগসহ নানামুখী ভূমিকায় বেশ আলোচনায় আছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ দুপুরের পর থেকে হঠাৎ শোনা যাচ্ছে আলোচিত এ রাষ্ট্রদূত বাংলাদেশের বাইরে গেছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ বিষয়ে বলেন, মার্কিন রাষ্ট্রদূতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য পাবলিকলি জানাবে না। একজন রাষ্ট্রদূত কোথায় গেছেন, কতদিনের জন্য যাচ্ছেন, এটা অফিসিয়ালি জানাতে হয়, পাবলিকলি জানানোর কথা নয়। সেই হিসেবে আমরাও…।

বিদেশি দূতদের অবস্থান বিষয়ে কূটনৈতিক প্রক্রিয়ার বিষয়ে সেহেলী সাবরীন বলেন, প্রটোকল অনুযায়ী আমরা যেটা অনুসরণ করি- বাংলাদেশে যারা বিদেশি মিশন প্রধান বা রাষ্ট্রদূত আছেন তারা যখন স্টেশন লিভ করেন তারা আমাদের প্রটোকলকে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়ে যান। একইভাবে আমাদের রাষ্ট্রদূতরা যখন লিভ করেন হেডকোয়াটারকে জানাতে হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং ওখানকার সরকারকে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়ে আসতে হয়। এছাড়া তার অবর্তমানে যাকে দায়িত্বে দেওয়া হয় তার নামটা প্রকাশ করতে হয়। এটা একটা কূটনৈতিক প্রক্রিয়া।
মার্কিন রাষ্ট্রদূতের বর্তমান অবস্থানের বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলির কাছে জানতে চায় ঢাকা পোস্ট। তিনি কোনো মন্তব্য করেননি।

মার্কিন রাষ্ট্রদূত ছুটিতে বাংলাদেশের বাইরে যাওয়ার তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। তবে কোথায় গেছেন তা নিশ্চিত করেনি সূত্রটি।

অবশ্য ঢাকার শাহজালাল বিমানবন্দরের একটি সূত্র জানায়, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সস্ত্রীক শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশে বৃহস্পতিবার দুপুরে ঢাকা ছেড়ে গেছেন।

অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুলেছে কাউন্সিলর ইস্রাফিল প্রধান

প্রেস বিজ্ঞপ্তিঃ প্রচারিত অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুলেছে কাউন্সিলর ইস্রাফিল প্রধান। অপপ্রচারের বিরুদ্ধে দ্বিমত পোষণ করে প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের ৩বারের নির্বাচিত কাউন্সিলর ইস্রাফিল প্রধান। সম্প্রতি তাকে নিয়ে ফেসবুকে এবং গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে একটি কুচক্রী মহল অপপ্রচারের লিপ্ত রয়েছে।

আমি মোঃ ইস্রাফিল প্রধান,কাউন্সিলর ৯ নং ওয়ার্ড,নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। আমি ১মাস ধরে অসুস্থ, চিকিৎসকের পরামর্শে আমি রেস্টে আছি।

গত ২৮ অক্টোবরের সমাবেশে আহবান জানালে ২৬ অক্টোবর আমাকে উদ্দেশ্যে করে কে বা কারা ফেক ফেসবুক আইডি ব্যবহার করে আমার নাম ও ছবি যুক্ত করে ২৮ অক্টোবরে বিএনপির সমাবেশের ব্যানার তৈরি করে বিভিন্ন ফেক আইডি দিয়ে ফেসবুকে পোস্ট করা হয়। এই ব্যানার সম্পর্কে আমি কিংবা আমার পরিবারের কেউ অবগত কিংবা জড়িত না।

ইস্রাফিল প্রধান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর।

নারায়ণগঞ্জের সহিংসতায় গুলশান থেকে যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জের আরাইজাহার উপজেলায় নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি পাঁচতারকা হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোরে গোপন তথ্যের ভিত্তিতে গুলশানের ওই পাঁচ তারকা হোটেলে অভিযান চালানো হয়। এ সময় আড়াইজাহারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব (৫৩), আড়াইহাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: জুয়েল আহমেদ (৫২), আড়াইহাজার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আরমান মোল্লা (৪৬), আড়াইহাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান (৫৪), মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো: মাসুম শিকারী (৪৫), আড়াইহাজার থানা বিএনপি যুগ্ম সম্পাদক মো: শফিউদ্দিন ভুইয়া (৪৮), আড়াইহাজার থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো: শফিউদ্দিন ভুইয়া (৫১), আড়াইহাজার উপজেলা বিএনপি সভাপতি মো: ইউসুফ আলী ভুইয়া (৬৯), আড়াইহাজার থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুর রহমান সেলিম (৪৮) ও আড়াইহাজার থানা বিএনপি সহ সভাপতি মো: শাকিল মিয়া (৪০)।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা গণমাধ্যমকে জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতার ঘটনায় রাজধানী থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফতুল্লায় ড্রেজার লাইন বসানো নিয়ে উত্তেজনা

নিউজ প্রতিদিন ডটনেট: দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে ড্রেজারের বুস্টার মেশিন বসানোকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। জোর করে ড্রেজার লাইন নেয়ার অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর বাঁধার মুখে রবিবার এই ড্রেজার লাইনের বুস্টার মেশিন স্থাপনের কাজ শুরু হয়।

খোজ নিয়ে জানাযায়, পিলকুনির এলাকার বাসিন্দা আলহাজ্ব বাহারুল হক বাহু এই ব্যাবসা করে। এলাকাবাসী তাকে এই স্থানে বুস্টার মেশিন বসাতে নিষেধ করেন। এখানে বহু লোকের বসবাস এখানে এটি স্থাপন করলে এলাকার বাসিন্দাদের নানা রকম সমস্যার সৃস্টি হবে। এই বুস্টার মেশিনের পশ্চিমে দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়, পূর্ব দিকে হাফিজি মাদ্রাসা এবং বাকি দুই দিকে বসতবাড়ি রয়েছে। এই মেশিনের উচ্চ শব্দের কারণে বিদ্যালয়ের পড়াশোনায় ব্যঘাত ঘটবে।এছাড়াও উচ্চতা শব্দের কারণে এলাকায় শব্দ দূষণ হবে।

এলাকাবাসীর অভিযোগ, সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষা এর মধ্যে ড্রেজারের উচ্চ শব্দের বুস্টারের মেশিন বসানোর কারণে বিদ্যালয়ের পাঠদানে বাঁধাগ্রস্ত হবে। বুস্টার মেশিন আবাসিক এলাকায় স্থাপন না করে অন্যত্র স্থাপনের দাবি করেন স্থানীয়রা। অপরদিকে, এলাকার মানুষের মধ্য আতংক,উত্তেজনা বিরাজ করছে। ড্রেজারের লাইন স্থাপন করতে গিয়ে বিভিন্ন বাড়ি ঘড়ের দেয়াল ভাংগা ও জোরপূর্বক লাইন বসানো হচ্ছে। এ নিয়ে যেকোনো সময় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, ড্রেজার ব্যবসায়ীরা পুলিশ, র‍্যাবের ভয় দেখিয়ে স্থানীয়দের, দেয়াল ভেংগে ও অন্যের জমির উপর দিয়ে জোর পূর্বক লাইন নিচ্ছে। এই ব্যাপারে এলাকার সচেতন মহল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছে।

আলীরটেক ইউনিয়ন বাসীর স্বপ্নের ফেরীঘাট উদ্বোধন

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেন, আজকে যদি ধন্যবাদ দিতে হয় প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে যে আমাদের সহযোগিতা করছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার অফিসাররা আজকে সড়কও জনপথে আমাকে আশ্বস্ত করেছে। রোজার মধ্যে আমাদের এই ফেরী চালু করার কথা ছিলো। আমরা করতে পারি নাই বিলম্ব হয়েছে। তারপরও আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া নারায়ণগঞ্জের সাথে আমাদের আমাদের দূরুত্ব কমে গেছে।

১৪ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১১টায় আলীরটেকের ডিক্রিরচরে ইউনিয়নবাসীর স্বপ্নের ফেরীঘাট উদ্বোধন শেষে উক্ত কথা বলেন তিনি।
ডিক্রীরচরের ফেরীঘাট উদ্বোধন উপলক্ষে ইউনিয়নের জনপ্রতিনিধি ও সাধারণ মানুষদের নিয়ে সমাবেশটি আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও তার সহধর্মিণী নাসরিন ওসমান এবং সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী শাহানা ফেরদৌস।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য সেলিম ওসমান বলেন,আপনাদের আলীরটেকের চেয়ারম্যান জাকির হোসেনের মত আর কোন ভালো মানুষ আমি হয়তো পাবো না। সব কিছুতে বড় তাড়াহুড়া করে। লক্ষ লক্ষ টাকা আজকে ফেরী ঘাটের উদ্বোধনের জন্য জনসভা করেছে কিন্তু এই জনসভা করার দরকার ছিলো না। এমন কোন ঘর নাই বাড়ি নাই যেখান থেকে মানুষ বের হয়ে আসে নাই। এত মানুষ আমি কিন্তু ঈদের জামাতেও দেখি নাই। এটা আল্লাহর রহমত। আর যদি এই একত্রিত ধরে রাখতে পারেন তাহলে আলীরটেক হবে একটা পর্যটন এলাকা। আপনাদের চেয়ারম্যান মাদ্রাসার সামনে একটা মার্কেট করার জন্য কান্নাকাটি করে আমি বলি ঈদগা এর কথা। আপনেরা যদি মার্কেট চান তাহলে মার্কেট হবে। আপনাদের চেয়ারম্যান বড় একটি ঈদগা এর কাজ হাতে নিয়েছেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আমি নির্বাচনে যদি নাও জিতি তাহলে ঈদের জামাত এখানে পড়বো। কারন আমার কাছে আমার কাছে কোন দল নাই। আমার কাছে আওয়ামীলীগ নাই,বিএনপি নাই, জাতীয়পার্টি নাই। আমার কাছে সবাই ভাই ভাই। আমি মানুষকে সেবা করতে পারি এটাই বড়। আপনাদের চেয়ারম্যান আমাকে খুটা দেয় নিজের এত টাকা ব্যয় করেন স্কুল করেন রাস্তাঘাট করেন। আমি বলি আমার টাকা আছে আমি মানুষের সেবায় ব্যয় করি। আমার বড় ভাই নাসিম ওসমানের স্বপ্ন ছিলো ভবিষ্যৎ প্রজন্মরা যেন এখানে লেখা পড়া করতে পারে। আপনাদের এখানে স্কুল ছিলো না। স্কুল করার চেষ্টা করেছি আমার অর্থ দিয়ে স্কুল করা হয়েছে।

সেলিম ওসমান আরো বলেন,আমি বলছি আপনাদের চেয়ারম্যান অনেক ভালো মানুষ। মানুষের ভূলত্রুটি থাকতেই পারে।কে ভালো কে খারাপ সেটা বিষয় না। এলাকার উন্নয়নে যে লোক শরিক না হয় সে লোকের সাথে অবশ্যই চলবেন না। সে আমার বাপ ভাই হলেও। যারা ভালো কাজে বাধা দেয় তারা ভালো না। আমার প্রাক্তন চেয়ারম্যানকে বলেছিলাম ফেরীঘাটের কথা সে হাহা করে হেসেছিলো। উনি বললেন এই এলাকা দিয়ে ফেরী চলবে না। বালু দিয়ে ভরে যাবে। কিন্তু ঠিকই ফেরীঘাট চালু হয়েছে। আমি ফোন দিয়ে তাকে বলেছিলাম ১৪ তারিখ ফেরী উদ্বোধন হতে হবে কিন্তু উনি আসলেন না। যে নিজের এলাকার মানুষের কথা চিন্তা করেন না সে কিভাবে আমার কথা রাখবে।
সেলিম ওসমান ফেরীঘাট উদ্বোধন উপলক্ষে আলীরটেকবাসিকে সরকারি বরাদ্দ দেবার কথা উল্লেখ করে বলেন,আজ থেকে একবছর পর দেখবেন ফেরী চালু হওয়ায় এখানে আরো ৫০ হাজার মানুষ আসবে। আপনেরা এখানের জায়গা বিক্রি করবেন না। একসময় এই ইউনিয়ন হবে পর্যটন এলাকা। উন্নয়ন কি চোখে দেখা যায় না।বন্দরে এখন ফেরী চলে,নাসিম ওসমান ব্রীজ দিয়ে মানুষ পাড় হয়। রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে। মানুষের ভাগ্যের চাকা ঘুরে গেছে। আগামীকাল সকালে আলীরটেকের জন্য ৫০ টন চাল ও গম আমি আলীরটেকবাসির জন্য আমি দিবো। ফেরীর উদ্বোধন উপলক্ষে আলীরটেকের বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট ও মসজিদের উন্নয়নের জন্য ৩৫ লক্ষ টাকা ও ৫০ বান টিন ও ১কোটি ৮০ লক্ষ টাকা আমি আগামীকাল বরাদ্দ দিবো। নির্বাচন এর আগেই ফান্ড থেকে টাকা আনবেন এবং নির্বাচন এর আগেই তার কাজ শেষ করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের উন্নয়নের জন্য হলেও আবারো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আপনেরা আগামী নির্বাচনে নিয়ে আসবেন।

আলীরটেক ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসবি শাহীন সরকার ও শফিকুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি সানোয়ার হোসেন সানু,সদর থানা আওয়ামী লীগ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা নাজির আহম্মেদ, জেলা পরিষদের সদস্য মাসুম আহমেদ,বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহছান উদ্দিন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, নাসিক ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী নূর মোল্লা, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন, আলীরটেক ইউপি সদস্য শাহীন রাজু, ওসমান গনি, আব্দুল মান্নান, মোকতার হোসেন, রওশন আলী, ফিরোজ মিয়া,জাকির হোসেন,শাহীন রাজু, ওহাব সরকার ও ওমর ফারুক প্রমূখ।

ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র হাফেজ সিয়াম নিখোঁজ

নিউজ প্রতিদিন ডটনেট : হাফেজ আববারুল হক সিয়াম (১৫) ১৪দিন নিখোঁজ রয়েছে। গেন্ডারিয়া ফরিদাবাদ মাদরাসা থেকে ফতুল্লায় আসার পথে গত ১৭ সেপ্টেম্বর নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় নিখোঁজ আববারুল হকের পিতা হাফেজ মাওলানা আঃ মান্নান গেন্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

নিখোঁজ হাফেজ সিয়ামের বাবা জানায়, আমার ছেলে
আবরারুল হক সিয়াম, বয়স ১৫, উচ্চতা ৫’৭”
গায়ের রং কালো! জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসা, ফরিদাবাদ এর ছাত্র। সে গত ১৭ সেপ্টেম্বর মাদরাসা থেকে ফতুল্লার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৬০১২৭৭০২৩ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।

এদিকে একমাত্র পুত্র নিখোঁজ হওয়ার খবরে মা পাগলপ্রায়। অসুস্থ হয়ে বিছানায় শয্যাসায়ী।

পশ্চিমাদের থেকে মুরুব্বি বানানো দেশের জন্য নিরাপদ না: ড.এনায়েতুল্লাহ আব্বাসী

নিউজ প্রতিদিন ডটনেট : ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা:) উপলক্ষে আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে এক আজিমুশ্বান ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দেশের সার্বিক কল্যানের কথা বলতে গিয়ে ইসলামী মহাসম্মেলনে ড. এনায়েতুল্লাহ আব্বাসী পীরসাহেব জৌনপুরী বলেন, যাদের হাতে মুসলিমদের রক্ত লেগে আছে, আফগানে, সিরিয়াতে, কাশ্মীরে, বাগদাদে, ইরাকে যারা মুসলিমদের নির্বিচারে হত্যা করেছে; সেই পশ্চিমাদের বাংলাদেশে মুরুব্বি বানালে ইসলাম ও মুসলমানের কতটুকু উপকার হবে? দেশের সমস্যা শীর্ষস্থানীয় আলেম উলামাদের নেতৃত্বে দেশের জনগনই সমাধান করবে। ইনশাআল্লাহ। বহিরাগত দেশ থেকে কাউকে মোড়লগীরী করতে দেয়া, পশ্চিমাদের থেকে মুরুব্বি বানানো দেশের জন্যও নিরাপদ না, ইসলাম ও মুসলমানের জন্যও নিরাপদ নয়।

পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা:) উপলক্ষে নারায়ণগঞ্জে  আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে  এক আজিমুশ্বান ইসলামী মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে শুরু করে সারারাত ব্যাপী নারায়ণগঞ্জের পাঠানটুলীতে আব্বাসী মঞ্জিলের বর্তমান গদ্দীনাশীন পীর ও তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমীর আল্লামা মুফ্তি ড. মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরীর সভাপতিত্বে আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে এই আজিমুশ্বান ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে তিনি আরও বলেন, রাজনৈতিক ব্যক্তিদের স্লোগান হচ্ছে দিন বদলানোর। আর আমাদের স্লোগান হচ্ছে দিল বদলানোর। মানুষের দিল (রিদয়, মন) ঠিক, তো মানুষ ঠিক। মানুষ ঠিক, তো সমাজ ঠিক; আর সমাজ ঠিক, তো রাষ্ট্র ঠিক।

সূরাহ দ্বোহা থেকে আল্লাহর আখেরী নাবী মুহাম্মাদ মোস্তফা (সা) এর শান-মান ও মর্যাদার উপর ব্যাপক আলোচনা করেন এবং উম্মাহের জন্য বিশেষ কিছু দিক নির্দেশনা প্রদান করেন।

জৈনপুরী পীর সাহেব  বলেন, নবিজী (সা) এর আগমনের রাত্রীটি সকল রাত্রী থেকে উত্তম ও শ্রেষ্ঠ। এমনকি লাইলাতুল কদর ও লাইলাতুল মিরাজের রাত্রী থেকেও উত্তম ও শ্রেষ্ঠ।

পরিশেষে দেশ, সমাজ, রাষ্ট্রের ও ইসলাম ও মুসলমানের কল্যান কামনা করে ইসলামী মহাসম্মেলনের বিদায়ী মোনাজাত করেন, ড. এনায়েতুল্লাহ আব্বাসী পীরসাহেব জৌনপুরী।

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের ঘটনার ছাত্রলীগের সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খাঁন সাজুকে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে সোনারগাঁ পৌর এলাকার রয়েল রিসোর্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাতে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি প্রাইভেটকার থেকে ২৮৩টি মোবাইল ফোন ছিনতাইয় হয়। রোববার দুপুরে কুমিল্লার কোতোয়ালী থানার বাসিন্দা মোবাইল ব্যবসায়ী মো. সুমন মিয়া বাদি হয়ে মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খাঁন সাজুসহ ৪ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার মাহবুবুর রহমান রবিন পৌরসভার খাসনগর দিঘির পাড় গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে ও শাহরিয়ার হাসান খাঁন সাজু গোয়ালদী গ্রামের নাসিরউদ্দিনের ছেলে।

অভিযোগে বলা হয়, কুমিল্লার কোতোয়ালী থানার বাসিন্দা মোবাইল ব্যবসায়ী মো. সুমন মিয়া গত ১৩ সেপ্টেম্বর রাতে ২৮৩টি মোবাইল সেট নিয়ে একটি প্রাইভেটকার যোগে ঢাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা অতিক্রমের সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে প্রাইভেটকারটি গতিরোধ করে। পরে ওই ব্যবসায়ীকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায় কে বা কারা।

পরে ছিনতাইকারীদের পরিচয় জানতে পেরে রবিন ও সাজুর কাছে মোবাইলগুলো ফেরত পেতে আর্জি জানান সুমন। কিন্তু তাকে ফেরত দেওয়া হয়নি। ১১দিন অপেক্ষার পর গতকাল রোববার দুপুরে ব্যবসায়ী সুমন সোনারগাঁ থানায় রবিন, সাজুসহ ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরে রাতেই পুলিশ পৌরসভার খাসনগর দিঘির পাড় রয়েল রির্সোটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, ছিনতাইয়ের অভিযোগে রবিন ও সাজু নামের দুজনকে গ্রেপ্তারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। মোবাইল উদ্ধার না হওয়ায় ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, ভূমিদস্যূতা ও হামলা ভাংচুরের অভিযোগে ১৫টি মামলা রয়েছে।