নিউজ প্রতিদিন : “সংগত কারনে SPC World এর প্রতিষ্ঠাতা জনাব আলামিন প্রধানসহ আটককৃতদের মুক্তি চাই এবং SPC’র কর্মকাণ্ডে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা চাই।”
১। SPC World বেকারত্ব ও অসহায়ত্ব দূরীকরণের একটি প্লাটফর্ম।
২। SPC World লাখো যুবকের স্বপ্ন পূরণের একটি অঙ্গীকারের নাম।
৩। SPC World নিরন্ন মানুষদের কর্মসংস্থান ও অন্ন সংস্থানের ঠিকানা।
৪। SPC World বিশ্ব মানের একটি অনলাইনভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান যার মাধ্যমে সারা বিশ্ব থেকে রেমিট্যান্স আয় করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।
৫। যে ডেস্টিনি ১০ বছরে ঠিকমতো ৩ গুণ লাভ দিতে পারে না,সেখানে SPC World বহুমুখী ব্যবসায়িক কৌশল অবলম্বন করে গ্রাহকদের ৫ মাসে দ্বিগুণ লাভ দিতে সক্ষম।অতএব এটি কোনমতে ডেস্টিনি বা ডেস্টিনির আদলে প্রতিষ্ঠান নয়।
৬। SPC’র গ্রাহক বা সদস্য সংগ্রহের প্রক্রিয়াটি শক্তিশালী টিম গঠনের মাধ্যমে ই-কমার্স সাইট পরিচালনা করা,যার মাধ্যমে বহুবিধ পণ্য বিদেশে রপ্তানি করে রেমিট্যান্স সংগ্রহ করার সুযোগ রয়েছে।
৭। এটি বন্ধ হলে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং মানবেতর জীবনযাপন করবে।
৮। অদ্যাবধি কোন গ্রাহক বা সদস্য প্রতারিত হয়নি।
৯। কোম্পানির বিরুদ্ধে গ্রাহক বা সদস্যদের কোন অভিযোগ নেই।
১০। SPC World Express বিশ্বায়নের যুগে ডিজিটাল বাংলাদেশ নির্মানের সপক্ষেই কাজ করছিল।
১১। বিশ্বায়নের যুগে অনলাইন ভিত্তিক নেটওয়ার্কিং জব বা বিজিনেস হিসেবে এটি যুগোপযোগী।
১২। আইনেরও ঊর্ধ্বে মানবতা। বৈশ্বিক মহামারী করোনা কালে লাখ লাখ নিরন্ন মানুষদের মুখে অন্ন তুলে দিয়েছে SPC।
এমতাবস্থায় অতিসত্বর প্রতিষ্ঠাতা জনাব আলামিন প্রধানসহ আটককৃতদের মুক্তি চাই এবং SPC’র কর্মকাণ্ড সুচারুভাবে পরিচালনার জন্য সরকারি অনুমোদন ও পৃষ্ঠপোষকতা চাই।