২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 75

হাসপাতালে বিয়ের অনুষ্ঠান,উচ্চশব্দে বাজছে গান,পাশের শুয়ে আছে রোগীরা

নিউজ প্রতিদিন: হাসপাতাল হল মানুষের রোগ নিরাময় এর নির্ভরযোগ্য যায়গা,কেউ আসে তাৎক্ষনিক চিকিৎসা নিতে কেউ বা জরুরি অবস্থায় আসেন পরবর্তিতে চিকিৎসা নিতে তাদের অবস্তান করতে হয়। কেউ কেউ থাকেন মৃত্যু শয্যায়।কিন্তু গাজীপুরের টঙ্গী সরকারি হাসপাতালে দেখা গেল ভিন্ন এক চিত্র। রুমে রোগীরা শুয়ে আছে ঠিকই কিন্ত পাশেই চলছে নাচ গান।

গাজীপুরের টঙ্গী সরকারি হাসপাতালে (বর্তমানে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল) বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় চিকিৎসারত রোগীরা এটি –’এটি হাসপাতাল নাকি কমিউনিটি সেন্টার’ তা জানতে চেয়ে পরিহাস করেছেন।

জানা যায়, শুক্রবার দুপুরে বৌভাত। তাই বৃহস্পতিবার বিকাল থেকে উচ্চশব্দে বাংলা-হিন্দি গান বাজছে। মাঝে মধ্যে নাচও হচ্ছে। আর পাশের রুমেই শুয়ে আছে রোগীরা। এর তৃতীয় তলায় এই আয়োজন চোখে পড়ে।

হাসপাতালের বাবুর্চি আলী আজগরের মেয়ে সুমি আক্তারের বিয়ের আয়োজন হয়েছে ওই সরকারি হাসপাতালের ভেতরে। বিয়ের আয়োজনের অনুমতি দিয়েছেন ওই হাসপাতালের পরিচালক ডা. কমর উদ্দিন।

এলাকাবাসী ও হাসপাতালের কয়েকজন চিকিৎসক জানান, হাসপাতালের বাবুর্চি আলী আজগর হাসপাতালের ভেতরেই বসবাস করেন।

এদিকে হাসপাতালের পরিচালক কমর উদ্দিনের বিরুদ্ধে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের কাছ থেকে হাসপাতালে মোটরসাইকেল পার্কিং করার জন্য ১৫০ টাকা করে আদায় করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে দেখে গেছে, হাসপাতালের নতুন ভবনের সামনে প্যান্ডেল সাজানো হয়েছে। নিচতলায় শুক্রবার দুপুরে বৌভাতের আয়োজন করা হয়েছে। তৃতীয় তলায় ডেঙ্গু রোগীদের জন্য নির্দিষ্ট ওয়ার্ডের পাশের একটি কক্ষে আয়োজন করা হয়েছে গায়ে হলুদ। সেখানে বাংলা-হিন্দি গান বাজানো হচ্ছে। গানের তালে তালে ছেলেমেয়েরা নাচও করছে।

হাসপাতালের পুরনো ভবনের দ্বিতীয় তলায় রোগীদের বেড। আর নিচতলায় একটি কক্ষে রাখা হয়েছে রান্নার দ্রব্যাদি। হাসপাতালে বিয়ের আয়োজন করায় রোগীরা যেমন বিরক্ত হচ্ছেন তেমনি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ডেঙ্গু ওয়ার্ডের এক রোগীর স্বজন সালমা আক্তার বলেন, এটি হাসপাতাল নাকি কমিউনিটি সেন্টার। একটি সরকারি হাসপাতালের ভেতরে বিয়ের আয়োজন করে গান বাজনা হচ্ছে। আর রোগীরা পাশের ওয়ার্ডে কাতরাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী বলেন, বিকাল থেকে হাসপাতালে গান বাজানো হচ্ছে। এখন হাসপাতাল ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক কমর উদ্দিন বলেন, আলী আজগর হাসপাতালের একজন স্টাফ। তাই তার মেয়ের বিয়ের আয়োজনের অনুমতি দিয়েছি। তাতে অসুবিধা কি আছে?

সরকারি এই হাসপাতালে গতকাল শুক্রবার মহা ধুম ধাম করে সম্পন্ন হলো হাসপাতালের বাবুর্চি আলী আজগরের মেয়ে সুমি আক্তারের বিয়ে হাসপাতালে ভিতর, গায়ে হলুদের অনুষ্ঠান বেজেছে ডিজে গান, অতিষ্ঠ হয়ে সারারাত ঘুমাতে পারিনি রোগীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান।

সাংবাদিক রাসেলকে অশ্লীল ভাষায় শাসালেন মতি চেয়ারম্যান

নিউজ প্রতিদিন: প্রকাশ্যে এক সংবাদকর্মীকে শাসালেন আলীরটেক ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান মতিউর রহমান মতি। এসময় শহীদুল্লাহ রাসেল নামের ওই সংবাদকর্মীকে অশ্লীল ভাষায় আক্রমন করেন। মতিউর রহমান মতির এমন আচরণে হতভম্ব হয়ে পড়েন উপস্থিত সাংবাদিকরা।

শহীদুল্লাহ রাসেল জাগোনারায়ণগঞ্জ ২৪ডটকম নামের একটি অনলাইন নিউজপোর্টালের সম্পাদক।রোববার (৮ সেপ্টেম্বর) বিকালে ওসমানী স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠান শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।

এসময় তিনি শহীদুল্লাহ রাসেলের সাথে দেখা হয়। তিনি রাসেলকে কাছে ডেকে অশ্লীল ভাষায় আক্রমন করেন। তিনি বলেন, ‘সাংবাদিকরা আমার বিরুদ্ধে লেইখ্যা কিছু করতে পারবো না। বড় বড় সাংবাদিকরা আমার পকেটে। তোরা লেইখা আমার চেয়ারম্যান পদ খাইতে পারবি না। তোরা লেইখ্যা আমার বালও ছিঁড়তে পারবি না।’

তিনি উত্তেজিত কন্ঠে বলেন, আমার এমপি সেলিম ওসমান সব জানে। আমার নেতা ও দুলাভাই।কুড়েঁরপাড় উচ্চ বিদ্যালয় হতে প্রকাশ্য দিবালোকে স্কুলের দোতলা ঢুকে ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা চালায় বখাটেরা। এনিয়ে জাগোনারায়ণগঞ্জ২৪.কম সহ আরো কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ পায়। এ নিয়ে চেয়ারম্যান মতি উপর মহলের চাপে পড়ে ভিকটিমের মাকে দিয়ে মামলা দায়ের করায়। তিনি চাননি মামলা হোক। প্রভাব খাটিয়ে বখাটেদের রক্ষার চেষ্টা চালান বলে জানান সচেতন এলাকাবাসী।

তবে এ প্রসঙ্গে মতিউর রহমান মতি বলেন, ও (শহীদুল্লাহ রাসেল) আমার ছোট ভাই। ওকে গালাগাল করি নাই।পরে তিনি মিটিংয়ে আছেন বলে লাইনটি কেটে দেন।

প্রশাসনকে উদ্দেশ্য করে শামীম ওসমান: আগুন নিয়ে খেলবেন না

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জের প্রশাসনকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, প্রশাসনকে বলছি শুদ্ধি অভিযান চালান প্রশাসনের ভেতরে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগ মানেই আগুন নিয়ে খেলা। সুতরাং খেলবেন না, পারবেন না। জিয়া পারে নাই, খালেদা জিয়া পারে নাই, এরশাদ পারে নাই।” শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় সলিমুল্লাহ সড়কে ‘রুখে দাঁড়াও স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে’ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, “শেখ হাসিনা ইতোমধ্যে বলেছেন তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে অন্যায় আচরণ হলে কাউকে ছাড় দিব না। আমি সেই শেখ হাসিনার কর্মী। ইতোমধ্যে জেলা প্রশাসক বলেছেন স্বাধীনতা বিরোধী কেউ যাতে পুলিশে ঢুকতে না পারে। কথাটি আমার ভালো লেগেছে। কিন্তু সেখানে শুধু পুলিশ না কোন জায়গাতেই যেন প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অতি উৎসাহী পুলিশ অফিসার ষড়যন্ত্র করছে। অনেক পুলিশ অফিসার অনেক নেতার বিরুদ্ধে নিউজ করতে সাংবাদিকদের কারো কারো টেক্সট করে।”

তবে এ সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন সহ অনেক সিনিয়র নেতারাই উপস্থিত ছিলেন না।

শামীম ওসমান বলেন, “আজকের সমাবেশের অন্য কোন সাবজেক্ট না। গত কোরবানির ঈদে মাংস বিতরণের নামে একটি এনজিও রোহিঙ্গাদের মাঝে অস্ত্র বিতরণ করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা নামের এক নারী গিয়ে অনেক কিছু বলে আসছে। ড. কামাল, মির্জা ফখরুলরা বিদেশিদের জন্য মিটিং করছেন। মনে রাখতে হবে এ দেশের মানুষ, বিদেশিরা, দেশের বাইরেও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এটা যখন শুনলাম তখনই এ সভার প্রস্তুতি নিলাম। যদি শেখ হাসিনা ডাকেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে তাহলে আবারো একাত্তরের মতো মাঠে নামতে হবে। এজন্যই মিটিং ডাকা।”

তিনি বলেন, “এখন চাইলে নারায়ণগঞ্জকে অবরুদ্ধ করতে পারি। সুতরাং আমাদের সঙ্গে খেলবেন না। কাকে খেলা শেখাবেন। আমরা তো অনেক ছোট বেলার খেলোয়াড়। যাদের এসএ আরএস সিএস পর্চার আওয়ামী লীগে তাদেরকে খাস বানিয়ে দেওয়া হচ্ছে আর যারা খাস ছিল তারা আজকে আওয়ামী লীগ। এসব যখন দেখি তখন কষ্ট লাগে। খুব কষ্ট লাগে।”

শামীম ওসমানের জনসভায় বিশাল মিছিল নিয়ে যোগ দিলেন নাজির হোসেন

নিউজ প্রতিদিন: আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ডাকা “রুখে দাঁরাও স্বাধীনতা ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ” বিশাল সমাবেশে নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দিচ্ছেন।” ৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে চাষাড়া সিটি কপোরেশন হকার্স মার্কেট সংলগ্ন এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। আর এই সমাবেশকে ঘিরে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. নাজির হোসেনের নেতৃত্বে বক্তাবলী ইউনিয়ন হতে শামীম ওসমানের উক্ত সমাবেশে যোগদান করে প্রায় শতাধিক নেতাকর্মী।

বাবুলের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে শামীম ওসমানের জনসভায় যোগদান

নিউজ প্রতিদিন: আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ডাকা “রুখে দাঁরাও স্বাধীনতা ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ” বিশাল সমাবেশে নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দিচ্ছেন।” ৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে চাষাড়া সিটি কপোরেশন হকার্স মার্কেট সংলগ্ন এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। আর এই সমাবেশকে ঘিরে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়ার নেতৃত্বে বক্তাবলী ইউনিয়ন হতে শামীম ওসমানের উক্ত সমাবেশে যোগদান করে প্রায় শতাধিক নেতাকর্মী।

শামীম ওসমানের জনসভায় বিশাল মিছিল নিয়ে যোগ দিলেন খোরশেদ মাস্টার

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জের চাষাড়ায় শামীম ওসমানের জনসভায় মিছিল নিয়ে যোগ দিয়েছেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম মাস্টার। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বক্তাবলীর কানাইনগর এলাকা থেকে খোরশেদ মাস্টারের নেতৃত্বে ওই মিছিলটি চাষাড়ার উদ্দেশ্যে রওনা হয়। মিছিলে উপস্থিত ছিলেন- বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ রাসেল চৌধুরী, আব্দুল মোতালেব, মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, রাশেদুল ইসলাম সুমন, আক্তার হোসেন, আব্দুল কাদির, নেকবর আলী, আরিফ হোসেন, সিয়াম মাহমুদ, ইমন, বাচ্চু মিয়া, ইব্রাহীম মিয়া, আব্দুল মোন্নাফ ও ফয়সাল চৌধুরীসহ শতাধিক নেতাকর্মী।

দেলোয়ারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে শামীম ওসমানের জনসভায় যোগদান

নিউজ প্রতিদিন: বক্তাবলী ইউনিয়ন ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো.দেলোয়ার হোসেনের একটি বিশাল মিছিল নিয়ে যোগদান করা হয়েছে । শনিবার (৭ সেপ্টেম্বর ) দুপুরে বক্তাবলীর রাধানগর থেকে মো.দেলেয়ারের নেতৃত্বে মিছিল নিয়ে শামীম ওসমানের জনসভায় যোগদান করেছেন ।

শামীম ওসমানের জনসভায় শওকত চেয়ারম্যানের নজরকাড়া শোডাউন

নিউজ প্রতিদিন: আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ডাকা “রুখে দাঁরাও স্বাধীনতা ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ” বিশাল সমাবেশে নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দিচ্ছেন।” ৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে চাষাড়া সিটি কপোরেশন হকার্স মার্কেট সংলগ্ন এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। আর এই সমাবেশকে ঘিরে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব মো. শওকত আলীর নেতৃত্বে বক্তাবলী ইউনিয়ন হতে শামীম ওসমানের উক্ত সমাবেশে যোগদান করে প্রায় সহস্রাধিক নেতাকর্মী।

নারায়ণগঞ্জ পাঠানটুলীতে সৃষ্ট সামাজিক সংকট তদন্তে সিদ্ধিরগঞ্জ থানার ওসি

নিউজ প্রতিদিন: দীর্ঘ ৪ মাস যাবত নারায়ণগঞ্জ পাঠানটুলীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ও জাতীয় পত্রিকায় ড.এনায়েত উল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরী তার পরিবার ঐতিহ্যবাহী আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবারের পক্ষে বিপক্ষে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়।
বুধবার পাঠানটুলীতে ড, এনায়েত উল্লাহ আব্বাসীর উপস্থিতিতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক,পার্শ্ববর্তী কাজী রুমেল তার ছোট ভাই কাজী ফয়সাল সহ পাঠানতলী পঞ্চায়েত কমিটির সকল সদস্য।
আব্বাসী পরিবার ও সমাজের পাল্টাপাল্টি আলোচনায় সাক্ষী প্রমানের উপস্থিতিতে মূল সত্য বেরিয়ে আসে।
ড. এনায়েত উল্লাহ আব্বাসী বলেন,পাঠানতলী বাজারের কয়েকটি দোকানের সামান্য ভাড়া মসজিদের পরিচালনায় ব্যয় হয়।অধিকাংশ দোকান মালিক ও এলাকাবাসী ওসির সামনে একথার সাক্ষী দেন। ওসি নিজে দোকান পরিদর্শন করেন এবং সত্যতা পান।

পাঠানটুলী বাজারের কোন দোকান থেকে আব্বাসী হুজুর বা তার পরিবারের কেউ কিছু নেননা।
তদন্তে প্রমানিত হয় যারা আব্বাসী হুজুরের বিরুদ্ধে দোকানপাট দখলের অভিযোগ করেছেন পাঠানটুলী পঞ্চায়েতের সেসব মাতব্বর গনই মসজিদের বাজারে দোকান করেছেন।মাটি ভাড়া বাবদ তারা কিছু টাকা মসজিদ ফান্ডে।তদন্তে বেরিয়ে আসে পঞ্চায়েত কমিটির সহ সভাপতি
মহিউদ্দিন, কোষাধ্যক্ষ আলী হুসাইন, কলিমুল্লাহ মাতবর,কাজী মনোয়ার,মোখতার ভূইয়া,নুর হুদা,সাগর ভূইয়া,সিরাজ এর বাইরেও অনেকে রেলওয়ের জমি দখল করে আছে তারা কালু ভূইয়ার ছেলে কবীর ভূইয়া,রাজীব ভূইয়া,মনির ভূইয়া,শাহ আলম।
আব্বাসী বাজার দখল করে আছে প্রমান করতে না পারায় জলাবদ্ধতার অভিযোগ তুলেন কাজী রুমেল পীর এনায়েতউল্লাহ আব্বাসীর বিরুদ্ধে। ওসি এলাকা ঘুরে দেখেন।জলাবদ্ধতার জন্য আব্বাসীর দায়বদ্ধতা নেই। এটি সিটি কর্পোরেশনের বিষয়।
ওসির তদন্তকালে উপস্থিত ছিলেন,অফিসার ইনচার্জ (তদন্ত) আজিজুল হক ও হাজ্বী আব্দুর রব  প্রমুখ।

খেলা হবে ষড়যন্ত্রের মাঠে-শামীম ওসমান

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, যা জবাব দরকার আমরা দিব, যে ভাষায় জবাব দেয়া দরকার আমরা দিব। কঠিন জবাব দেয়া হবে। আমি শামীম ওসমান বেঁচে থাকতে যদি আপনাদের উপর কেউ আঘাত করতে চায় তবে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। আগামী ৭ তারিখের জনসভায় সেসব কথার জবাব দেয়া হবে, ইনশাআল্লাহ।

শামীম ওসমান বলেন, দেশকে ঘিরে গভীর ষড়যন্ত্র হচ্ছে। দেশের সেই ষড়যন্ত্রের সাথে নারায়ণগঞ্জও যুক্ত হয়েছে। এই ষড়যন্ত্রে বিশাল অঙ্কের টাকা যোগ হয়েছে। কেন? জাতির পিতা একটা আত্মজীবনী লিখেছেন তার পাতায় পাতায় নারায়ণগঞ্জের নাম রয়েছে।

শামীম ওসমান বলেন, খেলাতো হবেই ষড়যন্ত্রের মাঠে। বড় বড় নাটকবাজরা আছেন নাটক করতেছেন। যাদের সাথে আমি ছাত্রজীবনে খেলে এসেছি তারা এখন নাটক খেলবেন। সমস্য যেটা হয়েছে আগে বয়স অল্প ছিল, চিন্তা ভাবনা ছাড়াই সিদ্ধান্ত নিতাম এখন বয়স হয়েছে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়। আর চিন্তা করে সিদ্ধান্ত নেই দেখেই হয়তোবা এমন জিনিস প্রকাশ করি না যে জিনিস প্রকাশ করলে অনেকে হয়তো লজ্জায় নিজের বাড়িতে যেতে পারবেন না কিংবা মানুষের সামনে যেতে পারবেন না।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে ফতুল্লার পঞ্চবটিতে আকবর কনভেশন নামের একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিনিয়র সহসভাপতি এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, সহসভাতি এম এ আউয়াল, সাংগঠনিক সম্পাদক ওয়ালী মাহমুদ খাঁন, অধ্যাপক শিরিন চৌধুরী, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: জুয়েল হোসেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসাইন প্রমুখ।

শামীম ওসমান আরও বলেন, আমি শাহ নিজাম হেলালকে বলেছি ফতুল্লায় একটি কর্মীসভা দরকার, একটি সভাও জরুরী কিছু আলোচনা আছে। কিছু কিছু কর্মকান্ড দেখে কষ্ট লাগে। যখন দেখি জননেত্রী শেখ হাসিনা জাতীর জনকের কন্যা জাতীর পিতার আদর্শে উদ্ভুত এই ধরনের নেতারা এই অল্প কয়েক ঘন্টার নোটিশে সমস্ত কাজ ফেলে দিয়ে এই গরমের মধ্যে আমাদের অনেক সিনিয়র বয়স্ক নেতা যাদের এই মূহুর্তে ঘরে রস্ট নেওয়ার কথা তারাও যেভাবে ছুটে আসেন তখন মনে হয়, পৃথিবীর কোন শক্তি নাই ইনশাআল্লাহ আমাদের ঠেকাতে পারে।