২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 77

আব্বাসী, সিদ্দিকী, জৈনপুরী এবং ডক্টরেটের প্রমান দিলেন এনায়েতুল্লাহ

নিউজ প্রতিদিন:  ইদানিং কিছু মুনাফেক সত্যটা জানার পরও আল্লামা আব্বাসীর এই সুমহান দাওয়াতের যুগান্তকারী সিদ্ধান্ত দেখে হিংসায় শেষ হয়ে যাচ্ছে। তাই এখন তারা আব্বাসীর-আব্বাসী সিদ্দিকী,জৈনপুরী এবং,ডক্টরেটের বিষয়ে বিভ্রান্তি ছড়াতে ব্যর্থ চেষ্টায় লিপ্ত রয়েছে। তাই বাতিলদের গায়ে চপাটাঘাট মেরে প্রমানসহ আপনাদের খেদমতে পেশ করলাম। যাতে সত্যটা আপনাদের খেদমতে প্রকাশিত হয়।

★আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফের বর্তমান গদ্দিনাশীন পীর আল্লামা মুফতী ডঃ সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী হুজুর হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর সরাসরি বংশধর এর প্রমাণের জন্য নিম্নের নছবনামা—–

০১- মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ।।
০২- পিতা নেছার আহমাদ আব্বাসী (রহঃ) ।।
০৩- তার পিতা সিদ্দিকী আহমাদ আব্বাসী (রহঃ) ।।
০৪- তার পিতা জহুরুদ্দীন আহমাদ আব্বাসী (রহঃ) ।।
০৫- তার পিতা ফাজেলে শেখ আহমাদ ঈসা আব্বাসী (রহঃ) ।।
০৬- তার পিতা শেখ আলী হোছাইন আব্বাসী (রহঃ) ।।
০৭- তার পিতা শেখ ইমাম আলী আব্বাসী (রহঃ) ।।
০৮- তার পিতা শেখ গোলাম হোছাইন আব্বাসী (রহঃ) ।।
০৯- তার পিতা ছায়াদ উল্লাহ আব্বাসী (রহঃ) ।।
১০- তার পিতা ফায়েজ উল্লাহ আব্বাসী (রহঃ) ।।
১১- তার পিতা শোকরুল্লাহ আব্বাসী (রহঃ) ।।
১২- তার পিতা মুহাম্মাদ মুজতবা আব্বাসী (রহঃ) ।।
১৩- তার পিতা মুফতী ইয়াহইয়া আব্বাসী (রহঃ) ।।
১৪- তার পিতা মোল্লা আব্দুল হক আব্বাসী (রহঃ) ।।
১৫- তার পিতা আবুল জালাল হামীদ আব্বাসী (রহঃ) ।।
১৬- তার পিতা শেখ ইব্রাহীম আব্বাসী (রহঃ) ।।
১৭- তার পিতা আবুল ফয়েজ রাজু আব্বাসী (রহঃ) ।।
১৮- তার পিতা শেখ আবুল হাসান মুহাম্মাদ আব্বাসী (রহঃ) ।।
১৯- তার পিতা কাজী মহিউদ্দীন নূর আব্বাসী (রহঃ) ।।
২০- তার পিতা মাখছুমেনা আবুল-জালাল-ইসমাইল আব্বাসী (রহঃ) ।।
২১- তার পিতা আবুল আলা আয়াজ উদ্দীন আব্বাসী (রহঃ) ।।
২২- তার পিতা আবুল জালাল ফখরুদ্দীন আব্বাসী (রহঃ) ।।
২৩- তার পিতা ফাসিহ আব্বাসী (রহঃ) ।।
২৪- তার পিতা আহমদ মালি আব্বাসী (রহঃ) ।।
২৫- তার পিতা সালেহ আব্বাসী (রহঃ) ।।
২৬- তার পিতা শরীফ আব্বাসী (রহঃ) ।।
২৭- তার পিতা জায়েদ আব্বাসী (রহঃ) ।।
২৮- তার পিতা ওমর আব্বাসী (রহঃ) ।।
২৯- তার পিতা কাসেম আব্বাসী (রহঃ) ।।
৩০- তার পিতা নিজাম উদ্দীন আব্বাসী (রহঃ) ।।
৩১- তার পিতা জয়নাল আবদীন আব্বাসী (রহঃ) ।।
৩২- তার পিতা হাসেম আমিরুল উমারা আব্বাসী (রহঃ) ।।
৩৩- তার পিতা মুজাফফর আব্বাসী (রহঃ) ।।
৩৪- তার পিতা জাফর আব্বাসী (রহঃ) ।।
৩৫- তার পিতা আবুস সামাদ আব্বাসী (রহঃ) ।।
৩৬- তার পিতা ইসমাইল আব্বাসী (রহঃ) ।।
৩৭- তার পিতা মনছুর আব্বাসী (রহঃ) ।।
৩৮- তার পিতা আব্দুল মালেক আব্বাসী (রহঃ) ।।
৩৯- তার পিতা আবুল আব্বাস সাফফাহ আব্বাসী (রহঃ) ।।
৪০- তার পিতা মোহাম্মাদ আব্বাসী (রহঃ) ।।
৪১- তার পিতা আলী আব্বাসী (রহঃ) ।।
৪২- তার পিতা আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) ।।
৪৩- তার পিতা সাইয়্যেদুনা আব্বাস রাদিআল্লাহু তায়ালা আনহু ।।
৪৪- তার পিতা আবুল মুত্তালিব ।।
৪৫- তার পিতা হাসেম ।।
৪৬- তার পিতা আবদে মানাফ ।।
৪৭- তার পিতা কুসাইব ।।
৪৮- তার পিতা কেলাব ।।
৪৯- তার পিতা মোররাহ ।।
৫০- তার পিতা কা’য়ব ।।
৫১- তার পিতা লুয়াইয়িত্তামিমিল ক্বুরাইশী ।।

★আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফের বর্তমান গদ্দিনাশীন পীর আল্লামা মুফতী ডঃ সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী হুজুর হাদীয়ে বাঙ্গাল শাহ করামাত আলী জৈনপুরী (রহঃ)-এর আওলাদ তার প্রমাণ নিম্নের নছব নামা—–

কারামাত আলী জৈনপুরী (রহঃ)
তার ৮ম মেয়ে হাজেরা বিবি (রহঃ)
তার ছেলে জহুরুদ্দীন আহমাদ আব্বাসী (রহঃ)
তার ছেলে সিদ্দীক আহমাদ আব্বাসী (রহঃ)
তার ছেলে নেছার আহমাদ আব্বাসী (রহঃ)
তার ছেলে মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী

বিঃদ্রঃ- হাদীয়ে বাঙ্গাল শাহ কারামাত আলী জৈনপুরী (রহঃ) ছিলেন হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)-এর বংশধর ,, এজন্য আল্লামা আব্বাসী হুজুরের নামের শেষে সিদ্দিকী দেওয়া হয় ।।

★আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফের বর্তমান গদ্দিনাশীন পীর আল্লামা মুফতী ডঃ সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী হুজুরের ডক্টরেট হিস্টরি আরাবি ,, ইংরেজি ও বাংলা তিনটি ভাষাতেই দিলাম যেন বুঝার ক্ষেত্রে অসুবিধা না হয়ঃ-

ﻛﻠﻴﺔ ﻟﻐﺖ ﺍﻟﻌﺮﺑﻴﺔ ﻭ ﺍﺩﺍﺑﻬﺎ
ﺍﻭﻟﻴﺎ ﺍﻭﻟﻰ ﺍﻭﻟﻴﺎ ﺛﺎﻧﻴﺎ ﺍﺩﺏ
ﺍﻟﺪﻛﺘﻮﺭﺓ : ﻣﺼﻨﻔﺎﺕ ﺍﺑﻦ
ﺯﻛﺮﻳﺎ ﻓﻰ ﺍﻟﻠﻐﺔ ﺍﻟﻌﺮﺑﻴﺔ ,
ﻣﻦ ﺟﺎﻣﻌﺔ , ﻟﻜﻬﻨﻮ

Kulliatul Lugatil Arabia Wa Adabiha Ulia Ula , Ulia Sania Adab.
Master’s Da’wa ( ﺩﻋﻮﻩ ) & Master’s in Islamic Fundamentals in Islamic University Nadwatul Ulama Lukhnow.
thesis : Musannafat Ibne Zakaria Fillugatil Arabia , Lukhnow University.
He has ijaza (Licenses or Certificates) from Numerous Scholars , including Shaykh Abul
Hasan Ali Al-Nadwi , and received his P.H.D from Lukhnow University…

কুল্লিয়াতু লুগাতিল আরাবিয়া ওয়া আদাবিহা উলিয়া উলা ,, উলিয়া সানিয়া আদাব ।।
মাস্টার্স দাওয়া ( ﺩﻋﻮﻩ ) এবং মাস্টার্স ইন ইসলামিক ফান্ডামেন্টালস ,, ইসলামিক বিশ্ববিদ্যালয় নাদওয়াতুল উলামা লাখনউ ।।
পি.এইচ.ডি. মুসান্নাফাত ইবনে জাকারিয়া ফিল-লুগাতিল আরাবিয়া ,, ইসলামিক বিশ্ববিদ্যালয় নাদওয়াতুল উলামা লাখনাউ ।

জৈনপুরীর পীর আব্বাসীর মামলা প্রতাহার ও ইমরুল কায়েসকে শাস্তির দাবিতে মানববন্ধন

নিউজ প্রতিদিন ডট নেট: নারায়ণগঞ্জের পাঠানটুলী এলাকার এনায়েত উল্লাহ আব্বাসী ওরফে জৌনপুরী পীরের বিরুদ্ধে রেলওয়ের দায়ের করা মামলা প্রত্যাহার ও নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের শ্যুটিং সম্পাদক ইমরুল কায়েসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তাহরিক খাতমে নবুওয়্যাত বাংলাদেশ ।

রোববার (১৮ আগষ্ট) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে তাহরিক খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ নারায়ণগঞ্জ  জেলা শাখার উপদেষ্টা হযরত মাওলানা আব্দুর রশিদ হারুনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, জামিয়াতুস শাবাব ও কারামত আলী জৌনপুরী (রহ) ফাউন্ডেশনের মহাসচিব  মাওলানা মাসউদুর রহমান বিক্রামপুরী, মাওলানা জালাল উদ্দিন মাজহারী, মুফতি আহমাদ হাসান, যুক্তিবাদী এ বি এম শরীফুল ইসলাম, মাওলানা মারুফ বিল্লাহ আশেকী ও জি এস শাহীন  প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের একমাত্র কোরানের মুফাছিরের আওয়াজকে বন্ধ করে দিতে চায়। এর জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। নারায়ণগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী জামাত শিবিরের অর্থ  যোগানদাতা মাদক ব্যবসায়ী ইমরুল কায়েস কুখ্যাত কাফের কাদিয়ানীদের ইন্ধনে ও ইসলামী অপশক্তির সাথে হাত মিলিয়ে দীর্ঘ দিন যাবৎ পাঠানটুলীর ঐতিহ্যবাহী আব্বসী মঞ্জিল জৌনপুরী দরবার এবং মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

তিনি আরো বলেন, দেশের আলেম সমাজ যখন সরকারের সাথে সু-সম্পর্ক বজায় রেখে চলছে এবং দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দেশে পরিচালনা করেছে।

ইমরুল গংরা দেশের আলেম সমাজকে সরকারের সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশের আলেম সমাজকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার জন্য দেশের বিশিষ্ট আলেম জৌনপুরী পীর ড. মুফতি এনায়তুল্লাহ আব্বাসী ও তার মসজিদ মাদ্রসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে বিভিন্ন ভাবে মিথ্যা মামলা করে নারায়ণগঞ্জের শান্ত পরিবেশকে অশান্ত কারায় পাঁয়তারা করেছে। এনায়াতুল্লাহ আব্বাসী  বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে ইমরুলগংদের ছাড় দিবে না তওহিদের জনতা।

এ বিষয়ে ইমরুল কায়েস বলেন, আমি নিশ্চিত যারা এখানে উপস্থিত হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক কথা বলেছেন তারা আমাকে কখনোই দেখেননি, চিনেওনা। তারা কেন আমাকে টার্গট করে বক্তব্য দিলো তা আমার বোধগম্য হচ্ছেনা।

এনায়েত উল্লাহ আব্বাসীর বিরুদ্ধে আমি কোনো মামলা দায়ের করি নাই। তার ভাইয়ের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জের পানিরকল এলাকার একটি গার্মেন্টে হামলার অভিযোগে ওই গার্মেন্টের কর্মকর্তা বাদি হয়ে মামলা করেছেন এবং বাংলাদেশ রেলওয়ের জমি দখলের অভিযোগে রেলওয়ের কানুনগো বাদি হয়ে ওই পীরের বিরুদ্ধে মামলা করেছেন বলে শুনেছি।

সরকারী সম্পত্তি দখলের অভিযোগে সরকারী কর্মকর্তা মামলা করেছেন, সেখানে আমাকে জড়ানো উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছি। আমি এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

বক্তাবলীতে নাজিরের উদ্যােগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

নিউজ প্রতিদিন ডট নেট: পূর্বচর গড়কুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি,আলোকিত বক্তাবলীর সভাপতি ও ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ না‌জির হোসেনের উদ্যােগে সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

১৫ আগস্ট(বৃহস্পতিবার) বাদ যোহর দোয়া মাহফিল ও  কাঙ্গালী ভোজে উপ‌স্থিত ছিলেন,ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা মো.আবুল হোসেন প্রধান,বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ পিন্টু, বক্তাবলী ইউপি’র ৩নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান প্রধান আজগর আলী,সুলতান আহমেদ,জজ মিয়া,জামাল হো‌সেন,যুবলীগ নেতা মাইন‌দ্দিন,‌জেলা তাঁতী লী‌গের আহবাহক ক‌মি‌টির সদস্য মোঃ ম‌নির হোসেন,সোরাব ভূইয়া,শহীদ ভূইয়া,সা‌বেক ছাত্র নেতা লিটন,‌মোঃ গাজীউর রহমান মোল্লা,যুবলীগ নেতা সুজন মোল্লা,সাগড় মোল্লা,জা‌কির হো‌সেন মেম্বার ও যুবলীগ নেতা সেন্টু।

বক্তাবলীতে খোরশেদ মাস্টারের উদ্যােগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

নিউজ প্রতিদিন ডট নেট: বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা, কানাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশংয়ের সভাপতি মো.খোরশেদ মাস্টারের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বা‌র্ষিকীতে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।

১৫ আগস্ট(বৃহস্পতিবার)বাদ যোহর দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজে উপ‌স্থিত ছিলেন,ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা মো.আবুল হোসেন প্রধান, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরু ইসলাম, ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ রাসেল চৌধুরী,আবদুল মোতালিব, প্রবিন আওয়ামীলীগার নুর মোহাম্মদ, বাচ্চু মিয়া রাসেদুল ইসলাম সুমন, আক্তার হোসেন, সালাউদ্দিন, তারা মিয়া, ফয়সাল চৌধুরী, ইব্রাহীম মিয়া ও আবদুল কাদির।

বক্তাবলীতে বাবুল মিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

নিউজ প্রতিদিন ডট নেট:বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.বাবুল মিয়া নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বা‌র্ষিকীতে  দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।

১৫ আগস্ট(বৃহস্পতিবার)বাদ যোহর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, মুজিবুর রহমান,মো.ববি বাদল, মো.দেলোয়ার,মো.হাসেম,আলী মিয়া, জহিরুল হক,সাহাবুদ্দিন,শরিয়তউল্লাহ,মহসিন খাঁন
মো.রুবেল,মো.তুষার ও রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে নাজিরের বিনম্র শ্রদ্ধা

নিউজ প্রতিদিন ডট নেট: শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বক্তাবলীর পূর্বচর গড়কুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সামাজিক সংগঠন আলোকিত বক্তাবলীর সভাপতি মো.নাজির হোসেন।

১৪ আগস্ট(বুধবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শ্রদ্ধা জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এই দিনেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বাংলার সূর্য সন্তান, বাংলাদেশ নামক ভূখন্ডের স্বাধীনতার রূপকার, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে । যে মানুষটি সারা জীবন ধরে বিশেষ করে যার জন্য এ স্বাধীনতা পেলাম তাকেই নৃশংস ভাবে হত্যা করা হলো এটা ভাবাও বেদনাদায়ক।

তিনি বলেন,এ আগস্ট মাসে সেই নেতার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

নারায়নগঞ্জের শীতলক্ষ্যায় নার্স নাজনীনের লাশ উদ্ধার

নিউজ প্রতিদিন ডট নেট : নারায়ণগঞ্জ শহরের লঞ্চ টার্মিনাল ঘাট এলাকার শীতলক্ষ্যা নদী থেকে বন্দর উপজেলার স্বাস্থ্য কেন্দ্রের সেবিকা (নার্স) নাজনীন আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ । প্রথমে অজ্ঞাতনামা হিসেবে নার্স নাজনীনের লাশ উদ্ধার করলেও বন্দর থানায় ঈদের দিন নিহতের বাবা গোল্লার শিকদারের দায়ের করা জিডির প্রেক্ষিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের অনুরোধে লাশ দেখতে এসে পরিচয় মিলে নিহতের ।

তিনি ঈদের দিন সকাল থেকে নিখোজ হন বলে জানান নিহতের বাবা, বোন শিপা আকতার ও ভাই বায়েজিত ।

৩ অগাস্ট মঙ্গলবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) ফয়সাল হাওলাদার জানান, অজ্ঞাত পরিচয়ে নারীর লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর পর বন্দর থানা থেকে খবর পেয়ে লাশ শনাক্ত করে নিহতের বাবা, বোন ও ভাই । তবে এটি হত্যা কি না ময়নাতদন্তের পর বলা যাবে।

বন্দর থানায় দায়ের করা জিডির তদন্তে দায়িত্বে থাকা উপ পরিদর্শক প্রদ্যুৎ সরকার বলেন, নিহত নাজনীন আক্তারের সাথে তরিকুল ইসলামের বিয়ে হয়েছে বলে ধারনা করা হচ্ছে । আসলেই কি ঘটনা তা তদন্ত না করে বলা যাবে না ।

নারায়ণগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, নিহত নারী বন্দর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবিকা হিসেবে চাকরী করতেন । তার সাথে সাতক্ষিরা জেলার জনৈক তরিকুল ইসলামের সাথে বিয়ে হয়েছিলো বলে শুনতেছি ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে খোরশেদ মাস্টারের বিনম্র শ্রদ্ধা

নিউজ প্রতিদিন ডট নেট: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বক্তাবলীর কানাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো.খোরশেদ আলম মাস্টার।

১৪ আগস্ট(বুধবার)এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শ্রদ্ধা জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এই দিনেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বাংলার সূর্য সন্তান, বাংলাদেশ নামক ভূখন্ডের স্বাধীনতার রূপকার, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে । যে মানুষটি সারা জীবন ধরে বিশেষ করে যার জন্য এ স্বাধীনতা পেলাম তাকেই নৃশংস ভাবে হত্যা করা হলো এটা ভাবাও বেদনাদায়ক।

তিনি আরো বলেন,এ আগস্ট মাসে সেই নেতার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

নারায়ণগঞ্জ লিংক রোডে পড়ে আছে হাজার হাজার চামড়া!

নিউজ প্রতিদিন ডট নেট: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার জালকুড়িস্থ আর্ন্তজাতিক ভেন্যু খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের উল্টো পাশের রাস্তায় পড়ে আছে হাজার হাজার চামড়া। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা শুরু সেই পিলারের নীচেই পচতে শুরু করেছে পরিত্যাক্ত গুরুর চামড়াগুলো। মঙ্গলবার সকালে থেকে ওই চামড়াগুলো রাস্তায় পড়ে আছে।

জানা গেছে, বিভিন্ন এলাকার মৌসুমী চামড়া ব্যবসায়ীরা একেকটি চামড়া কিনেছিলেন ৩০০-৪০০ টাকা করে। আবার মাদ্রাসাগুলো সংগ্রহ করেছিল এই চামড়াগুলো। ক্রেতা শূণ্যতায় কারণে চামড়াগুলো ফেলে দিতে বাধ্য হয় ব্যবসায়ীরা ।
মৌসুমী ব্যবসায়ীরা জানান, শহরের চাষাঢ়া এলাকায় মূলত চামড়া বড় লট ক্রেতারা প্রতি বছর হাজির হন। কিন্তু সেই ব্যবসায়ীরা যেন উধাও ছিল এবার। সকাল থেকে দুপুর পর্যন্ত দুয়েক ব্যবসায়ী দেখা গেলেও দুপুর গড়ালেই ব্যবসায়ীরা হয়ে যান লাপাত্তা। এতে বিভিন্ন এলাকা চামড়া সংগ্রহ করা মৌসুমী ব্যবসায়ীরা পড়েন চরম বিপাকে। উপায়ন্তর না পেয়ে চামড়াগুলো রাস্তায় ফেলে রেখে যায় মৌসুমী ব্যবসায়ীরা।

এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পরিত্যক্ত ওই চামড়াগুলোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে ফেসবুক ব্যবহারকারীরা। এছাড়া একদিকে চামড়া এভাবে রাস্তায় ফেলে দিয়ে পরিবেশের ক্ষতি ও অন্যদিকে চামড়া সিন্ডিকেট ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

এদিকে এভাবেই রাস্তায় চামড়া ফেলে রাখায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বুধবার বিকাল পর্যন্ত কোন উদ্যোগ গ্রহণ করেনি। নাম প্রকাশ না করা শর্তে নাসিকের বেশ কয়েক পরিচ্ছন্ন কর্মী জানান, এগুলো কেন এভাবে ফেলে রাখা হলো। আমরা সিটি করপোরেশন থেকে এগুলো অপসারণে কোন দিক নির্দেশনা পাইনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাবুল মিয়ার বিনম্র শ্রদ্ধা

নিউজ প্রতিদিন ডট নেট: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মো.বাবুল মিয়া।

১৪ আগস্ট(বুধবার)বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শ্রদ্ধা জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এই দিনেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বাংলার সূর্য সন্তান, বাংলাদেশ নামক ভূখন্ডের স্বাধীনতার রূপকার, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে । যে মানুষটি সারা জীবন ধরে বিশেষ করে যার জন্য এ স্বাধীনতা পেলাম তাকেই নৃশংস ভাবে হত্যা করা হলো এটা ভাবাও বেদনাদায়ক।

তিনি আরো বলেন, এ আগস্ট মাসে সেই নেতার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।