২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 94

শামীম ওসমানের নেতৃত্বে বক্তাবলী ইউনিয়ন আ’লীগ ঐক্যবদ্ধ-এম শওকত আলী

আগামী ২ মার্চ নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে সমাবেশ করবেন নারায়ণগঞ্জের-৪ এর সাংসদ একেএম শামীম ওসমান। শামীম ওসমানের জনসভা সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফতুল্লার থানাধীন বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানিয়েছেন, এমপি শামীম ওসমানের জনসভা সফলের লক্ষ্যে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে তৃতীয় বারের মত বিপুল ভোটে জয়ী হওয়ার প্রথবার জনসভার ডাক দিয়েছেন।

২৫ ফেব্রুয়ারি সোমবার বিকালে ফতুল্লার থানার বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব মো. শওকত আলী।

প্রস্তুতি সভায় মো. শওকত আলী চেয়ারম্যান বলেন,এর আগে জাতীয় সংসদ নির্বাচনে গণমানুষের নেতা একে এম শামীম ওসমান নির্বাচিত হয়ে বক্তাবলীতে রাস্তা,ব্রীজ,কালভাট,স্কুল ও ফেরীঘাট সহ প্রায় ২৬শ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছিলেন। এলাকার উন্নয়নমূলক কাজের প্রতিদান হিসেবে আপনারা আবারও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শামীম ওসমানকে বিপুল ভোটে জয়ী করায় শামীম ওসমান আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সেই সাথে অঙ্গীকার করেছেন যে,বুড়িগঙ্গা নদীতে সেতু সহ আরও উন্নয়নমূলক কাজ করবেন। আমরা আগামী ২ মার্চের জনসভায় ব্যাপক লোকজনের সমাগম ঘটিয়ে প্রমান করতে চাই শামীম ওসমানের নেতৃত্বে বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ ঐক্যবদ্ধ।

ফতুল্লা প্রেস ক্লাবের মাদক বিরোধী মামববন্ধন ও সমাবেশ

অরিক্তি পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেছেন, মাদক ও খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রতিটি ঘর থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্ব স্ব অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলা না হলে এই সমস্যা আরো তীব্র হবে।

ফতুল্লা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মাদক ও খাদ্যে বেজাল বিরোধী মানববন্ধন ও র‌্যালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করে একটি মডেল জেলায় পরিনত করবো। আর এ লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। মাদক ও খাদ্যে ভেজাল প্রতিরোধে সমাজের প্রতিটি মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।

ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঞ্জুর কাদের পিপিএম, ফতুল্লা ইউনিয়ন পরিষদেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক কাজী আনিসুর রহমান,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারন সম্পাদক সোহেল আহমেদ,ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান, সেলিম মুন্সি,সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন,সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম,অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক জি এ রাজু, মাদুস আলী, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক নজরুল ইসলাম সুজন, বিজয় টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান, মাইটিভির ফতুল্লা প্রতিনিধি সাহাব উদ্দিন সাবাহ, সাংবাদিক রাসেল আহমেদ, এম এ সুমন, ফতুল্লা বাজার কমিটির সাধারন সম্পাদক কাজী দেলোয়ার হোসেন,সানশাইন স্কুলের অধ্যক্ষ ফারজানা আহমেদ ঝুমা, শিক্ষক মিনারা সুলতানা প্রমুখ। মানববন্ধন শেষে একটি র‌্যালী ফতুল্লার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

একই নামে দুই আইডির প্রতিকার চেয়ে স্বপন চৌধুরীর জিডি

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা চৌধুরী বাড়ীর মোহাম্মদ স্বপন চৌধুরীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক আইডি কে কাহারা তার ছবি ও নাম ব্যবহার করে নতুন আইডি (ক্লোল কপি) করেছে।

২০ ফেব্রুয়ারী বুধবার তিনি ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী করেছেন। তিনি বলেন কে বা কারা হঠাৎ আমার নাম ও ছবি ব্যবহার করে নতুন একটি ফেইজবুক আইডি খুলেছে।

তিনি আরো বলেন তার কোন প্রতিপক্ষ তাকে সামাজিক মানসিক ও আর্থিকভাবে ক্ষতি করার জন্য অসৎ উদ্দেশো এই আই ডি টি খুলেছে বলে তিনি ধারনা করেছেন তাই এর প্রতিকার চেয়ে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী করেছেন যার জিডি নং ১০৮২।

সিদ্দিরগঞ্জে জমি দখলের চেষ্টায় জাল চক্র গ্রুপ

জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি ভূমিদস্যু বাহিনীর বিরুদ্ধে। স্থানীয় সন্ত্রাসী এবং ভূমিদ্যুদের সহায়তা নিয়ে জমিতে প্রবেশ করে জোর করে স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। জাল দলিল দেখিয়ে ১৯ শতাংশ জমি পুরোটাই দখলের চেষ্টা করছে এই চক্রটি।

এ ঘটনায় পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে জমির মালিক সাংবাদিক সেলিম হোসেন। সাংবাদিক সেলিমের অভিযোগ,১৯৮৪ সালে পিয়ার আলী,লতিফুনের কাছ থেকে জমি কিনেন তার বাবা আব্দুল মালেক। এরপর থেকে জমি ভোগ দখল করে আসছে। এইক জমি ৮৮ সালে আলমগীর- দেলোয়ার গং জালকুড়ির চিহ্নিত ভূমিদস্যু আবদুল কাদিরের মাধ্যমে আহমদ আলীর কাছ থেকে কিনে নিয়েছে দেখিয়ে জমি দখলের চেষ্টা করে। উল্লেখ্য, আহম্মদ আলী ৮৭ সালে মারা যান।

এদিকে সেলিমের বাবা আবদুল মালেক ২০০৫ সালে মেরিনা বেগমের স্বামীর নিকট ৫শতাংশ জমি বিক্রি করে। মেরিনা বেগম তার জমি বুঝে নিয়ে উন্নয়ন কাজ করতে গেলে ভূমিদ্যুরা আদালতে একটি মামলা দায়ের করলে আদালত থানা পুলিশকে শৃঙ্খলা বজায় রাখার আদেশ দেন। এদিকে ৮৪ সালের দলিলকে তোয়াক্কা না করেই ৮৮ সালের দলিল নিয়ে পুরো ১৯ শতাংশ জমি জোর করে দখলে নিয়ে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছে। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে শনিবার দুপুরে পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক সেলিম হোসেন।

সবই পুড়ল, রইল শুধু ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স.)’

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার এলাকার চুড়িহাট্টা মোড়ে গিয়ে একটু বাঁ দিকে ঘুরলেই চোখে পড়ল রাজমনি হোটেল। পুরান ঢাকার জনপ্রিয় খাবারের হোটেলটি গতকাল রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই। পুড়ে গেছে দোকানারের আসবাবপত্র থেকে শুরু করে সাটারও। 

তবে হোটেলে প্রবেশদ্বারের উপরে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স.)’ লেখা সংবলিত লেখাংশটুকু ঠিকই অবিকল অবস্থায় রয়ছে। আরবি ও বাংলা ভাষায় লেখা পবিত্র কালেমার প্রতি দৃষ্টি পড়ছে এলাকাবাসী সকলেরই। 
আজ বৃহস্পতিবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, পুরো এলাকাটি যেন এক মৃত্যুপুরীর আকার ধারণ করেছে। আগুনে পুড়ে যাওয়ার চিহ্ন বহন করছে এলাকার দালানকোটাসহ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো। মালামালসহ সব জিনিসপত্রই পুড়ে ছাই। 

রাজমনি হোটেলর সামনে গিয়ে দেখা যায়, দোকানের সামনের সাটার পুড়ে গেছে। দোকানের হাড়িপাতিলসহ আসবাবপত্রও পুড়ে গেছে। কালি ও কেমিক্যালের ধোঁয়ার চিহ্ন হোটেলের দেওয়ালে দেওয়ালে। 

হোটেলের মালিক ও বয়-বেয়ারাদের ভাগ্যে কী ঘটেছে তা কেউ বলতে পারছে না। তবে জয়নাল আবেদীন বাবুল নামে এক ব্যক্তি চা খাওয়ার জন্য গতকাল রাত ১০টা ২১ মিনিটে চা খেতে প্রবেশ করেন। এ সময় তিনি তাঁর মেয়ে নাসরিন আক্তারের সঙ্গে কথা বলেন। এর এক মিনিট পরই হোটেলটির সামনে থেকে বিকট  শব্দ শুনতে পান নাসরিন। 

নাসরিন আক্তার এনটিভি অনলাইনকে বলেন, ‘আব্বুর সাথে কথা বলার এক মিনিট পর ১০টা ২২ মিনিটে একটি বিকট শব্দ শুনতে পাই। এর পর পরই আব্বুর মোবাইলে ফোন করি। কিন্তু রিং হয় ফোন রিসিভ হয় না। ১০ টা ২৫ মিনেটের পর মোবাইলটি বন্ধ হয়ে যায়। আব্বুর মুখের আওয়াজ আর পাইনি। সেই থেকেই আব্বুকে খোঁজার চেষ্টা করছি।’ 

রাজমনি হোটেলের সামনে গিয়ে দেখা যায়, হোটেলটির দুইপাশেই রাস্তার ওপরে কেমিক্যালের পুড়ে যাওয়া ড্রামগুলো পড়ে আছে। এলাকাবাসী জানান, এখানে কয়েকটি ভবনের নিচতলাকে কেমিক্যালের গোডাউন হিসেবে ব্যবহার করতেন ব্যবসায়ীরা। আগুন লাগার সঙ্গেই সঙ্গেই কেমিক্যালের কারণে তা দ্রুতই ছড়িয়ে পড়ে। 

চকবাজারের নন্দকুমার সড়কের চুড়িহাট্টায় বুধবার রাতে এই শাহী মসজিদের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন লাগে জামাল কমিউনিটি সেন্টারে। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে সে আগুন ছড়িয়ে পড়ে পাশের চারতলা ওয়াহিদ ম্যানশনে। ভবনটির প্রথম দুইতলায় প্রসাধন সামগ্রী, প্লাস্টিকের দানা ও রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম থাকায় আগুন ছড়িয়ে পড়ে পাশের আরো চারটি ভবনে। রাজমনিসহ আশেপাশের কয়েকটি খাবারের হোটেলের গ্যাস সিলিন্ডারেরও বিস্ফোরণ ঘটে। পুড়ে যায় সড়কে থাকা একটি প্রাইভেটকারসহ কয়েকটি যানবাহন। এ সময় পুড়ে যাওয়া কয়েকটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। 

ভাষা শহীদদের স্মরণে ফতুল্লা প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলী

নিজস্ব প্রতিবেদন:
ফতুল্লা প্রেস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোরে প্রভাতফেরী করে শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে এই শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিন,সাধারন সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম লিটন,অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল,সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম,দপ্তর সম্পাদক রফিক হাসান,শেখ মোঃ সেলিম,শেখ মামুন,কাউছার,সিদ্দিক,নুরুজ্জামান, সাইদুর,গোলাম মোস্তফা প্রমুখ।

রাজধানীর চকবাজার অগ্নিকাণ্ডে ৭০ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর চকবাজার এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুড়ে যাওয়া লাশগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। লাশের খোঁজে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভিড় করছেন স্বজনরা।

এদিকে প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর রাত ৩টায় রাজধানীর চকবাজার এলাকায় কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। অগ্নিদগ্ধ কমপক্ষে ৪০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ জানান, ইতিমধ্যে ওই এলাকায় ফায়ার সার্ভিসের একটি অস্থায়ী কমান্ডপোস্ট বসানো হয়েছে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ পর্যন্ত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট কাজ করেছে।

কেমিক্যাল গোডাউন ভবনের মালিক লালবাগের সাবেক এমপি হারুন-অর-রশিদের চাচা হাজী আব্দুল ওয়াহেদের বলে জানা গেছে। ভবনটি প্লাস্টিক ও পারফিউমের গুদাম ছিল বলে স্থানীয়রা জানান।

এর আগে রাত সাড়ে ১০টায় শুরু হওয়া আগুন ১টা ৫ মিনিটে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে আশপাশের ৫টি বিল্ডিংয়ে।

বক্তাবলীতে এবি ফ্রেন্ডসের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী পরগনার সামাজিক সংগঠন এবি ফ্রেন্ডস এসোসিয়েশনের উদ্দেগে পৃথক দুটি স্থানের শহিদবেদীতে ফুল শ্রদ্ধা নিবেদন করেছেন। সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক মো: শাহাদাত হোসেন ও সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম সুমনের নেতৃত্বে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) সকালে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ে অবস্থিত শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনে এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম,এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সচিব দিদার হোসেন,সংগঠনের সদস্য মুশফিকুর রহমান শিশির,আলোকিত বক্তাবলীর সভাপতি নাজির হোসেন,সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, মুসলিমনগর এস্যুরেন্স ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ইমরান, সংগঠনের সদস্য আকতার হোসেন,রিপন গাজী,মাহাবুবুর রহমান জনি ও মো. নাদিম প্রমুখ।

ভাষা শহীদদের প্রতি আলোকিত বক্তাবলী’র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তাবলী কানইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ফতুল্লার আলোচিত সামাজিক সংগঠণ আলোকিত বক্তাবলী’র সদস্যরা।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) সকালে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ে অবস্থিত শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

আলোকিত বক্তাবলী’র সভাপতি নাজির হোসেন ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে সকালে শহীদ বেদিতে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী প্রদানের সময় উপস্থিত ছিলেন,সিনিয়র সহ-সভাপতি সোহরাব ভূঁইয়া,সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,সহ-সভাপতি দিদার হোসেন,সহ-সভাপতি ইকবাল,সাবেক আহ্বায়ক মাশফিকুর রহমান শিশির ,সাবেক সাংগঠনিক সম্পাদক রাছেল চৌধুরী,যুগ্ম-সম্পাদক রাশেদুল ইসলাম সুমন,যুগ্ম-সম্পাদক অহিদুল ইসলাম টিটু,সম্পাদক মিলন,প্রচার সম্পাদক খোর্শেদ আলম,দপ্তর সম্পাদক মোঃ শওকত আলী,কোষাধক্ষ আব্দুল সালাম আবু, সাহিত্য সম্পাদক জহিরুল আলম জনি,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন,রহমত উল্লাহ বেপারী,আকাশ, রিপন গাজী,আওলাদ,শাহরিয়ার বাতেন,আক্তার হোসেন,জনি,জুবায়ের,তানভীর হোসেন,সোহেল,জুয়েল ও হাবিবুর রহমান প্রমুখ।

কাউকে ছাড় দেয়া হবে না-শামীম ওসমাম

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বর্তমান সমাজে ঘুষ একটি মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। সমাজকে ঘুষমুক্ত করার দায়িত্ব আমাদের এবং আমরা এটা করব। সে যে-ই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।

নারায়ণগঞ্জের সরকারি আমলাদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘কেউ যদি মনে করেন আপনারা জনগণের সেবক না, জনগণের শাসক-সেটা অন্য জায়গায় চিন্তা করবেন। পরিষ্কার বলতে চাই- নারায়ণগঞ্জে না, অন্যখানে গিয়ে করেন। আমাদের নারায়ণগঞ্জকে আমরাই সুন্দর করব।’

শনিবার বিকালে ফতুল্লার লামাপাড়া এলাকায় লিংক রোডের পাশে অবস্থিত নাসিম ওসমান মেমোরিয়াল পার্কের মাঠে কর্মিসভায় তিনি এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশে শামীম ওসমান এ কর্মিসভার আহ্বান করেন।

সভায় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের জেলা, থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় শামীম ওসমান আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ডিএনডি প্রকল্পকে ঢাকার চেয়েও আধুনিক এবং হাতিরঝিলের চেয়েও সুন্দর হিসেবে গড়ে তোলা হবে। এ ছাড়া রাস্তাঘাটের উন্নয়নসহ, জাতির জনক বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, শেখ রেহানার নামে একটি আধুনিক মেডিকেল কলেজ, শেখ রাসেলের নামে একটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এবং শেখ হাসিনার নামে একটি আইটি হাইটেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে জাতীয় সংসদে প্রস্তাব করব।

নিজের ব্যক্তিগত অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, আমার কাছে মন্ত্রিত্ব বড় নয়, আমার নেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবেই থাকতে চাই।