বক্তাবলী কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

211

বক্তাবলী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে (সোমবার) বাদ আছর বক্তাবলী কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে বক্তাবলি ইউনিয়ন পরিষদের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত সফল চেয়ারম্যান ও বক্তাবলী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো.শওকত আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,বক্তাবলি ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি আলহাজ্ব মো.আফাজউদ্দিন ভূইয়া,মো.মোতালেব, মো.বারেক সর্দার মো.আবুল হোসেন প্রধান,মো.মোতালেব সর্দার মো.শাহজালাল কয়াল,মো.হাসেম কন্ট্রাকটার,মো.আবু তালেব,মো.হাসান আলী,মো.তৈয়ব আলী ভুইয়া,আরব আরী ভূইয়া, আ.আজিজ কয়াল,মো.মহিউদ্দিন ভূইয়া,সাব্বির আহমেদ হৃদয়,মো.মহিন,আ.কাদির,আব্দুস সালাম আবু,হাজী মো.কবির মীর,মো.জাহেদ আলী,আবুল খায়ের, মোজ্জামেল হোসেন (মোজাম),আবুল কালাম মীর,মো.রনি,মো.হারুন,মো.সাইফুল,মেহেদী হাসান,মো.নোমান প্রধাণ,মাকসুদুর রহমান বন্টি ও মো.জুয়েল ভূইয়াসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোজাত পরিচালনা করেন বক্তাবলি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম কাজী মো.শহিদুল্লাহ।