২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 221

নারায়ণগঞ্জে ঘুষের টাকাসহ দুদকের হাতে ধরা পড়ল ভূমি কর্মকর্তা জানে আলম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে ঘুষের টাকাসহ হাতে নাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়।

দুর্নীতি দমন কমিশনার (দুদক) ঢাকা বিভাগের পরিচালক নাসিম আনোয়ার জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব ভূমি কার্যালয়ের উপসহকারি (ভূমি) কর্মকর্তা জানে আলম কাঁচপুরের সোনাপুর গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার কাছ থেকে তার মালিকানাধীন ২০ দশমিক ২৭ শতাংশ জমি নামজারি করতে ৪৫ হাজার টাকা উৎকোচ দাবি করে। জমির মালিক ৪৩ হাজার টাকা পরিশোধ করে দুদক কার্যালয়ে অভিযোগ করার পর দুদক কর্মকর্তারা ফাঁদ পেতে উৎকোচের অবশিষ্ট ২ হাজার টাকাসহ হাতেনাতে জানে আলমকে প্রথমে আটক করে সোমবার রাতে সোনারগাঁ থানায় সোপর্দ করে।

পরে দুদকের উপসহকারি পরিচালক দুর্নীতি দমন আইনে জানে আলমকে একমাত্র আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার পর তাকে পুলিশ এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের জৈষ্ঠ বিচারিক হাকিমের আদাতে পাঠায়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি দেওয়া হাস্যকর : সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসা বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে বিজিবি মোতায়েনকে ‘হাস্যকর’ বলেছেন।

সোমবার সকালে শহরের মিশনপাড়া ও চাষাঢ়া এলাকায় গণসংযোগের সময় তিনি সাংবাদিকদের বলেন, শুনেছি স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে; এটাকে আমি হাস্যকর বলে মনে করি।

ঢাকার লাগোয়া এই সিটি করপোরেশনে বৃহস্পতিবার ভোট সামনে রেখে সোমবার ২২ প্লাটুন বিজিবি নামার কথা রয়েছে। অন‌্য এলাকার বাসিন্দাদের নারায়ণগঞ্জে অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে সোমবার মধ্যরাত থেকে।

সাখাওয়াত বলেন, স্ট্রাইকিং ফোর্স মানে কী? কোথাও কোনো ঘটনা ঘটার পরে তারা সেখানে উপস্থিত হবে। ঘটনা ঘটে যাওয়ার পর উপস্থিত হলে সেটা তো কার্যকর হল না।  ঘটনা যাতে না ঘটতে পারে, সেই ব্যবস্থার দাবি ছিল আমাদের।

সাখাওয়াত অভিযোগ করেন, নির্বাচন প্রভাবিত করতে ও ভোটারদের ভয়ভীতি দেখাতে ক্ষমতাসীন দল বিভিন্ন বক্তব্য দিচ্ছে; বিভিন্ন জায়গায় মানুষকে হয়রানির চেষ্টা করা হচ্ছে।

এ নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ। আমরা শুরু থেকেই বলে আসছি, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নির্বাচন করতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা জরুরি। সেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে বলে আমরা মনে করি না।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রথম থেকেই সেনা মোতায়েনের দাবি ছিল বিএনপির। প্রচারে সেই দাবি আবারো তোলেন সাখাওয়াত।

নির্বাচনকে সুষ্ঠু করতে হলে আমার পূর্বের যে দাবি ছিল- সেনাবাহিনী মোতায়েন। সেই সেনাবাহিনী মোতায়েন দরকার। এখানে সেনাবাহিনী মোতায়েন হলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসত। আমি মনে করি সেটা এখনো সম্ভব, সেটা অবিলম্বে করা উচিত।

নাসিক নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না: ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সরকার ও আওয়ামী লীগ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এই উৎসবের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহিদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাষন) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম জাকারিয়া, কোষাধক্ষ্য অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল প্রমুখ বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অত্যন্ত সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আমি ঘোষণা দিচ্ছি নারায়ণগঞ্জের মানুষ যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচন করবে। এই নির্বাচনে বর্তমান সরকার ও আওয়ামী লীগ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশনা রয়েছে। এই নির্বাচনে নির্বাচন কমিশন স্বাধীন ভূমিকা পালন করবে।

তিনি বলেন, বিএনপির তো অভ্যাস আছে নির্বাচনের আগেই হেরে যাওয়া। কাল থেকেই দেখবেন শুরু হয়ে গেছে। এই ভোট নিয়ে গেল। এই ভোট কেটে নিলো। এটাতো তাদের পুরনো অভ্যাস। তারা তো এখন নালিশ পার্টি হয়ে গেছে। আমরা এখনো নির্বাচন কমিশনের আচরণ বিধি কেউ লঙ্ঘন করি নি। নির্বাচনের আগ পর্যন্ত আমরা তা লঙ্ঘন করবো না।

বিএনপি অতিতের ভুলের খেসারোত দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো কাজেই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হয়। বিএনপি সেটা নিতে পারেনি। তাইতো তারা এখন ভুলের খেসারোত দিচ্ছে। ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তারা সেই আমন্ত্রন গ্রহণ করেনি। শুধু গ্রহণ করেননি তা না, তারা সেদিন নেত্রীর আমন্ত্রণকে অত্যন্ত নোংরাভাবে প্রত্যাখ্যান করেছিলে। সেদিন যদি তারা এই আমন্ত্রণ প্রত্যাখ্যান না করতো তাহলে দেশের গণতন্ত্রের ইতিহাস ভিন্নভাবে লেখা হতো। আজ তাদের সংসদে অস্তিত্ব থাকতো।

ওবায়দুল কাদের বলেন, আমি আশা করি বিএনপি আগামী নির্বাচনে আর এই ভুল করবে না। তারা নির্বাচনে আংশ নেবে। তারা নির্বাচনে অংশ নেয়নি এটা আমাদের দোষ না।

তিনি আরো বলেন, সার্চ কমিটি গঠনের লক্ষ্যে রাষ্ট্রপ্রতি সংলাপ শুরু করেছেন। প্রথম দিন বিএনপির সংলাপে অংশ নেওয়ার কথা ছিল, তারা সংলাপে অংশ নিয়েছে। বিএনপি রাষ্ট্রপতির সাথে সংলাপ করে খুব খুশি হয়েছে। অতিতেও তারা এমন খুশি হয়েছিলো। কিন্তু সার্চ কমিটি গঠনের পর তাদের এই খুশি ভাব আর থাকেনি। এবার দেখা যাক তাদের খুশি খুশি ভাব কত দিন থাকে? তাদের এই খুশি ভাব যেন শেষে বিশাদে পরিণত না হয়।

নারায়ণগঞ্জের বন্দরে তুলার কারখানায় অগ্নিকান্ড

নারায়ণগঞ্জ বন্দরের উত্তর লক্ষণখোলায় বাদল মিয়ার তুলার কারখানায় অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। গত রোববার সন্ধ্যা ৭টায় তুলার মেশিন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে গিয়ে পুরো কারখানা জ্বলে যায়। সংবাদ পেয়ে বন্দর ফায়ার সাভির্সের ২টি ইউনিট ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নাসিক নির্বাচনে জয় নিশ্চিত করে ঘরে ফেরার আহ্বান খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিজয় নিশ্চিত করে দলীয় নেতা–কর্মীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন।

সোমবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এবং গুম, খুন ও সন্ত্রাসের কারণে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে।

নারায়ণগঞ্জের জনাসাধারণের প্রতি আহ্বান রেখে বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন চলাকালীন সময়ে আপনারা যাতে পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারেন এবং কোনো রকম হুমকির মুখে পড়তে না হয়, তার জন্য সেনা মোতায়েন করা হোক আমরা এ দাবি করেছিলাম। কিন্তু আমাদের দাবি মানা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত সরকার সমর্থিতদের দ্বারা বিরোধীদলের প্রার্থীদের কিছু ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচনী প্রচারে বাঁধা দেয়ার ঘটনা ঘটলেও বড় রকমের কোনো সন্ত্রাসী ঘটনা ঘটেনি। আমি নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহ, ক্ষমতাসীন দল এবং সর্বোপরি ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, ভোটের দিন এবং এর আগে পরে পুরো নারায়ণগঞ্জে যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ বজায় থাকে।

খালেদা জিয়া বলেন, নারায়ণগঞ্জের জনগণ এবং বিএনপি ও ২০ দলের নেতা-কর্মী-সমর্থকদেরকে ঐক্যবদ্ধ থাকার এবং যে-কোনো উস্কানির মুখে সংযম ও শান্তি অক্ষুন্ন রাখার আহ্বান জানান।

তিনি বলেন, মামলা মোকদ্দমার হাজিরা, শারিরীক অসুস্থতা ও অন্যান্য ব্যস্ততা ও সমস্যার কারণে ইচ্ছা থাকা সত্বেও আমার পক্ষে সশরীরে এই নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর মাঝে উপস্থিত হওয়া সম্ভব হয়নি। তবে আমাদের দল-জোটের শীর্ষ পর্যায়ের নেতারা আপনাদেরকে আমার সালাম ও অনুরোধ পৌঁছে দিয়েছেন।

বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াতের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নির্বাচনে নারায়ণগঞ্জের বিশিষ্ট আইনজীবী ও সাহসী ব্যক্তি অ্যাড. সাখাওয়াত হোসেন খানকে মেয়র পদে মনোনয়ন দিয়েছি। পরীক্ষিত ও যোগ্য ব্যক্তিদের কাউন্সিলার পদে মনোনয়ন দেয়া হয়েছে। কাউন্সিলর প্রার্থীদের পৃথক পৃথক মার্কা রয়েছে। তবে মেয়র পদে আমাদের প্রার্থী সাখাওয়াত হোসেন খানের মার্কা ধানের শীষ।

তিনি বলেন, এই ধানের শীষ মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষ। এই প্রতীক বিএনপির প্রতীক, আমার প্রতীক। এই ধানের শীষ সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের। এই ধানের শীষ ‘শান্তি, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। স্বাধীনতা-সার্বভৌমত্বকে সংহত করা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার প্রতীক’।

বিজ্ঞপ্তিতে তিনি আশা প্রকাশ করে বলেন, নারায়ণগঞ্জবাসী আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সাখাওয়াত হোসেন খানকে মেয়র নির্বাচিত করবেন এবং আমাদের মনোনীত কাউন্সিলার প্রার্থীদেরকেও একইভাবে নির্বাচিত করবেন।

বিএনপি ও ধানের শীষের পক্ষে নারায়ণগঞ্জে ইতোমধ্যে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে তা জেনে তিনি আনোন্দিত উল্লেখ করে বলেন, ভোটের বাক্সে এই সমর্থনের প্রতিফলন ঘটান। নতুন ভোটার, মা-বোন, মুরুব্বীয়ান এবং হিন্দু ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের নাগরিকসহ সকলে ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিবেন এবং অন্যদেরকেও উৎসাহিত করবেন।

তিনি বলেন, মনে রাখবেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আপনাদের ভোট দেওয়ার ও অন্যান্য অধিকার ফিরিয়ে আনা এবং শান্তি স্থাপনে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

সারা দেশের মতো নারায়ণগঞ্জের অধিবাসী এবং বিরোধী দলের নেতা-কর্মীরা জুলুম, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা, হয়রানী, দখল, দলীয়করণ, চাঁদাবাজী, টেন্ডারবাজী, সন্ত্রাসসহ নানা ধরণের অন্যায়ের শিকার হয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনাদের এক-একটি ভোট হবে এসবের বিরুদ্ধে এক-একটি বলিষ্ঠ প্রতিবাদ। আমি আশা করি আপনারা নারায়ণগঞ্জে ২২ ডিসেম্বর নীরব ভোট বিপ্লব ঘটাবেন।

নেতা-কর্মীদের প্রতি খালেদা জিয়া বলেন, আমি আশা করি দল-জোটের নেতা-কর্মী ও জনগণ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে প্রথম থেকে শেষ পর্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনী ফলাফল শেষে বিজয় নিয়ে ঘরে ফিরবেন।

বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

মহান বিজয় দিবসে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি।

শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর উপকণ্ঠ সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষ থেকে ফুল দিয়ে একাত্তরের বীর সেনানিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি দলও শহীদদের প্রতি রাষ্ট্রীয় সালাম জানায়। মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যরা। পরে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের।

এদিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ৮টা ৫৫ মিনিটে গুলশানের বাসা থেকে সাভারের উদ্দেশে রওনা হন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর সঙ্গে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান বীরউত্তম ব্যারিস্টার শাহজাহান ওমর প্রমুখ।

বিজয় দিবসে জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়ার শ্রদ্ধা

বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শুক্রবার দুপুর সোয়া ১ টার দিকে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়াউর রহমানের মাজারে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার বেলা ১১টা ৫ মিনিটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি সকাল  ৮ টা ৫০ মিনিটে তিনি গুলশানের বাসা ফিরোজা থেকে সাভারে স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা দেন।

বিজয় দিবসের খাবার নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিজয় দিবসের খাবার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার গ্রুপের কর্মীদের হমালায় সভাপতি সাইফুল ইসলাম গ্রুপের ৮ কর্মী আহত হয়। এদের মধ্যে জসিম নামের এক কর্মীকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিস্থিতি সামলাতে গিয়ে বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীদের কাছে লাঞ্ছিত হয়েছেন প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান। শুক্রবার বেলা আড়াইটার দিকে ইবির সাদ্দাম হোসেন হলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে ইবির আবাসিক হলে বিশেষ খাবারের আয়োজন করা হয়। জুমার নামাজের পর সাদ্দাম হোসেন হলে শিক্ষার্থীরা লাইন ধরে খাবার নিচ্ছিল। এসময় অমিত কুমার গ্রুপের কর্মীরা ও সাদ্দাম হলের সহ-সভাপতি নওশাদ কবির টোকন ছাড়া খাবার নিতে থাকে। এতে সভাপতি গ্রুপের কর্মী ও হল শাখার সধারণ সম্পাদক কামরুজ্জামান সাগরের কর্মীরা নওশাদের ওপর ক্ষিপ্ত হয়ে হল প্রভোস্ট প্রফেসর ড. আশরাফুল আলমকে খাবার দেয়া বন্ধ করতে বলে। তারা প্রভোস্টকে আগে তাদেরকে খাবার দিয়ে সাধারণ শিক্ষার্থী ও অন্যদের খাবার দিতে বলে। এসময় নওশাদ সভাপতি গ্রুপের সাগরের কর্মীদের পাল্টা হুমকি দেয়। পরে নওশাদ হলের বাইরে গিয়ে অমিত কুমারের নেতা-কর্মীসহ বহিরাগত ২০/২৫ জন মিলে ডাইনিংয়ের সামনে সভাপতি গ্রুপের কর্মীদের ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি কিল, ঘুষি, লাঠিসোটা, রড নিয়ে সভাপতির কর্মীদের মারতে থাকে। এসময় আতঙ্কে সাধারণ শিক্ষার্থীরা দিগ্বিক ছুটোছুটি করতে থাকে। হামলায় ছাত্রলীগের ৬ কর্মী, ৪ জন সাধারণ শিক্ষার্থী আহত হন। ঘটনাস্থলে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান আসলে সাগরের কর্মীরা পেছন থেকে তাকে কিল ঘুষি মারতে থাকে। পরে প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার বলেন, আমার কর্মীরা খাবার নিতে গেলে সভাপতি গ্রুপের কর্মীরা বাধা দেয়। এতে আমার কর্মীরা ক্ষিপ্ত হলে একটু হতাহাতি হয়। আমি ঘটনার পর আমার কর্মীদের সরিয়ে দিয়েছি।

অভিযোগ অস্বীকার করে সভাপতি সাইফুল ইসলাম বলেন, আমারা কেন্দ্রিয় কমিটিকে ঘটনা জানাবো। দোষীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে। বহিরাগত কর্মীদের নিয়ে কেউ যদি এর সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিশ্বসেরা শিক্ষক পুরস্কারে মনোনীত বাংলাদেশের শাহনাজ

বগুড়ার শেরপুরের শিক্ষিকা শাহনাজ পারভীন ২০১৭ সালের বিশ্বসেরা শিক্ষক (বেস্ট গ্লোবাল টিচার) পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

নিজের পেশায় অনবদ্য ভূমিকা রাখায় ও সমাজে শিক্ষকের ভূমিকার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের স্বীকৃতি দিতে এ পুরস্কার দেয়া হয়।

শাহনাজ পারভীন শেরপুর উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

প্রথম বাংলাদেশী হিসেবে গ্লোবাল টিচার পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় আনন্দিত শাহনাজ পারভীন। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী হয়ে যেন দেশের মুখ উজ্জল করতে পারেন, সেজন্য সবার দোয়া চেয়েছেন তিনি।

জানা গেছে, লন্ডনভিত্তিক ভারকি ফাউন্ডেশন তৃতীয়বারের মত এ পুরস্কার দিতে যাচ্ছে। গ্লোবাল টিচার ওয়েবসাইটে পুরস্কারের জন্য মনোনীত ফাইনালিস্ট ৫০ জনের তালিকায় বগুড়ার শেরপুরের শাহনাজ পারভীনের সঙ্গে ভারত ও পাকিস্তানের একজন করে শিক্ষক রয়েছেন।

আগামী বছরের ১৯ মার্চ দুবাইয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অর্থ পুরস্কার হিসেবে থাকছে ১০ লাখ মার্কিন ডলার।

গ্লোবাল টিচার প্রাইজের ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়েছে, এ ধরনের পুরস্কারের মধ্যে এটিই সবচেয়ে বড়। বিশ্বের ১৭৯টি দেশ থেকে ২০ হাজার আবেদনকারীর মধ্যে থেকে সর্বশেষ ৫০ জনের তালিকা করা হয়েছে। এ তালিকায় রয়েছেন মোট ৩৭টি দেশের শিক্ষক-শিক্ষিকা।

শাহনাজ পারভীন ২০১৩ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক হিসেবে পুরস্কার পান।

উপজেলা সদর মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে শহরের শান্তিনগরে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছেন তিনি।

পারিবারিক ও আর্থিক কারণে অনেক শিশু প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়ে। সে সমস্যা সমাধানে শাহনাজ পারভীন এগিয়ে এসেছেন।

শিক্ষা পদ্ধতির ওপর প্রযুক্তি ও বিভিন্ন মাল্টিমিডিয়া অ্যাপিলেকেশনের ওপর জোর দেন তিনি।

শাহনাজ পারভীন নতুন শিক্ষকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা নিয়মিত আয়োজনের পাশাপাশি এ বিষয়ে গবেষণাও করেছেন।

কেন শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা গ্রহণে ব্যর্থ হচ্ছে সেটি তার গবেষণার প্রধান বিষয় ছিল বলে জানা গেছে।

মুন্সীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নে মুখে দড়ি বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে হোসেন্দি এলাকার মেঘনার শাখা ফুলদি নদীর একটি ব্রিজের পাশে মরদেহটি পাওয়া যায়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, মরদেহটিকে আমরা মুখে ও গলায় দড়ি বাঁধা অবস্থায় পেয়েছি। যা বোঝা যাচ্ছে, ৭-১০ দিন আগে এই যুবককে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহে পচন ধরেছে।

ওসি আরো জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহটি মর্গে রাখা হবে।