৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 108

না:গঞ্জ আলেমদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সাথে আলেম উলেমা দলের প্রতিনিধিবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ হতে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় এতথ্য জানা যায় । বুধবার (২ জানুয়ারী) সকাল ১০টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভায় পুলিশের পক্ষে নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ।

আলেমদের পক্ষে ডিআইটি জামে মসজিদের খতিম মাওলানা আউয়ালসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ নূরে আলম,অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো.মেহেদী ইমরান সিদ্দিকী ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামরুল ইসলাম।

নাঃগঞ্জ আইলপাড়া সঃ প্রাঃ বিদ্যালয় ও মার্জিয়া মডেল স্কুল এন্ড কলেজে বই উৎসব

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডে অবস্থিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৪ নং পাঠানটুলী আইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মার্জিয়া মডেল স্কুল এন্ড কলেজে প্রাইমারী শিশুদের মাঝে বই প্রদান করা হয়েছে। সারাদেশের ন্যায় নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে পাঠানটুলী আইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র চন্দ্র বর্মন শিক্ষক মন্ডলী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সকালেই শিশুদের বই বিতরণ করেন।পাশাপাশি একই এলাকায় অবস্থিত মার্জিয়া মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি মামুনুর রশীদ চমৎকার আয়োজনে আনন্দ বিনোদনে প্রভাতি বাচ্চাদের বই তুলে দেন।

উভয় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন আইলপাড়া জামে মসজিদের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান,স্থানীয় পঞ্চায়েত সভাপতি ইসমাইল মাদবর,মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া,পদক্ষেপ পাঠাগারের সেক্রেটারী ইকবাল আহমেদ রিপন,আইলপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ সভাপতি মোতালেব হোসেন,সদস্য ইয়াছিন মিয়া,এমদাদ হোসেন,আবুল হাসেম বাবুল ও মোঃ মিলন। মার্জিয়া স্কুলের মধ্যে ছিলেন শিক্ষক নূর মোহাম্মদ বাবু,সুমন আহমেদ,আসাদ আলী স্বপন, তাহমিনা ইয়াসমিন নায়না,জাকিয়া সুলতানা,হাসিনা আক্তার ও আইলপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুল হক,সেলিনা আহমেদ,
ফাতেমা আক্তার,আফরোজা বেগম ও তামান্না সুলতানা প্রমুখ।

অতিথিরা বলেন, আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতীর কল্যানে কাজ করতে হবেন।লেখা পড়ায় মনোযোগী হয়ে উজ্জ্বল নক্ষত্রের দ্রুতি ছড়িয়ে দিতে হবে।

শামীম ওসমানসহ মন্ত্রীসভায় নতুন যারা থাকতে পারেন

সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী,মন্ত্রিসভায় একজন প্রধানমন্ত্রী থাকবেন এবং প্রধানমন্ত্রীর নির্ধারিত অন্যান্য মন্ত্রী,প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকবেন। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী,প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ রাষ্ট্রপতি দিয়ে থাকেন। ৫৬ অনুচ্ছেদে আরো উল্লেখ করা হয়েছে, সর্বোচ্চ দশভাগের এক ভাগ এমপি নির্বাচিত হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে মন্ত্রীসভায় সদস্য মনোনীত (টেকনোক্র্যাট) হতে পারবেন।

আওয়ামী লীগের হাইকমান্ড সূত্রে জানা যায়, নির্বাচিত এমপিরা ৩ জানুয়ারি (আগামীকাল) শপথ গ্রহণ করতে পারেন। পাশাপাশি ৫-৬ জানুয়ারি গঠিত হতে পারে নতুন মন্ত্রিসভা। এবারো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি দেশের ইতিহাসে সর্বোচ্চ চারবারের প্রধানমন্ত্রী হচ্ছেন। মহাজোটের শরিক জাতীয় পার্টি (জাপা) দ্বিতীয় সর্বোচ্চ ২০টি আসন পেয়ে সংসদে বিরোধী দল হিসেবে বসতে যাচ্ছে। রাজনৈতিক দলের প্রাপ্ত আসনের সংখ্যার বিচারে এটি দ্বিতীয় সর্বোচ্চ আসন।

দলীয় সূত্রে আরো জানা যায়, বেফাঁস কথাবার্তা, ক্ষমতার অপপ্রয়োগ, মন্ত্রীর আত্মীয়দের স্বজনপ্রীতি, মন্ত্রণালয়ে অনিয়মের অভিযোগসহ একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে এবারের মন্ত্রিসভা থেকে ১৫ থেকে ২০ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাদ পড়তে পারেন। তবে আওয়ামী লীগ থেকে মনোনয়নবঞ্চিত কয়েক নেতা এবার টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পারেন বলে সূত্রটি নিশ্চিত করেছে। তাদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম আলোচনায় রয়েছেন। এ ছাড়া টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আবারো শপথ গ্রহণ করতে পারেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর দায়িত্বে থাকা মোস্তাফা জব্বার। আলোচনায় রয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মমতাজ উদ্দিন।

সূত্রটি আরো জানায়, এবারের মন্ত্রিসভা গঠন নিয়ে রয়েছে অনেক জল্পনা আর কল্পনা। আলোচনায় রয়েছেন অনেকেই। তাদের মধ্যে মন্ত্রী পদে আলোচনায় যারা রয়েছেন তারা হলেন- আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইন ও বিচার বিষয়ক মন্ত্রী ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি আব্দুল মতিন খসরু,আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও টাঙ্গাইল-১ আসনের এমপি আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের এমপি মাহবুবউল আলম হানিফ ও চাঁদপুর-৩ আসনের এমপি দীপু মনি। আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পিরোজপুর-১ আসনে নির্বাচিত শ ম রেজাউল করিম,দিনাজপুর-৩ আসনের এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-২ আসনের নির্বাচিত এমপি এনামুল হক শামীম। এ ছাড়া আলোচনায় রয়েছেন চাঁদপুর-৫ আসনের বর্তমান নির্বাচিত অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীর উত্তম। ময়মনসিংহ-৭ আসনের নির্বাচিত রুহুল আমিন মাদানী,আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের নির্বাচিত এমপি অসিম কুমার উকিল,চট্টগ্রাম-৮ আসনের নির্বাচিত মইনুদ্দিন খান বাদল,সিলেট-১ আসনে নির্বাচিত একে আব্দুল মোমেন,ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত রমেশ চন্দ্র সেন,রংপুর-৪ আসনে নির্বাচিত টিপু মুনশি, নাটোর-৪ আসনে নির্বাচিত অধ্যাপক আব্দুল কুদ্দুস, পাবনা-১ আসনে নির্বাচিত শামসুল হক টুকু, পটুয়াখালী-২ আসনের নির্বাচিত আ স ম ফিরোজ, ঠাকুরগাঁও-২ আসনে নৌকার প্রার্থী হয়ে বিজয়ী নেতা দবিরুল ইসলাম,নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান,ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা, মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মৃণাল কান্তি দাস ও মৌলভীবাজার-৪ আসনের এমপি অধ্যাপক আব্দুস শহিদ।

যারা প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনে নির্বাচিত মহিবুল হাসান চৌধুরী নওফেল,সিরাজগঞ্জ-২ আসনের নির্বাচিত হাবিবে মিল্লাত মুন্না,নওগাঁ-৬ আসনে নির্বাচিত ইসরাফিল আলম,যশোর-৪ আসনের নৌকার প্রতীকে নির্বাচিত রণজিৎ কুমার রায়,সাতক্ষীরা-৪ আসনের এমপি শ ম জগলুল হায়দার,গাজীপুর-২ আসনের এমপি জাহিদ আহসান রাসেল,গাজীপুর-৪ আসনের এমপি সিমিন হোসেন রিমি প্রমুখ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নিয়ে গঠিত হবে ৪৫ থেকে ৪৭ সদস্যের মন্ত্রিসভা। এবারের নির্বাচনে আলোচিত মুখ ক্রিকেটার মাশরাফি মন্ত্রিসভায় থাকছেন না বলে জানান দলটির সিনিয়র নেতারা। তারা আরো বলেন,বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচিত এমপিরা যদি নেন তাহলে তাদের থেকেও কেউ পেতে পারেন মন্ত্রণালয়ের দায়িত্ব।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, আগামী ৬ জানুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠিত হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ ইতিমধ্যে সতর্ক অবস্থায় রয়েছে নতুন মন্ত্রিসভা গঠনের দাফতরিক কাজ করার জন্য। আজ-কালের মধ্যেই নির্বাচিত এমপিদের গেজেট জারি করবে নির্বাচন কমিশন। এরপর স্পিকার তাদের শপথ পড়াবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগ প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে মন্ত্রিসভার সদস্য হওয়ার জন্য শপথ নিতে আমন্ত্রণ জানাবে। নতুন করে শপথ নেয়ার কারণে পূর্বের মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। একই সঙ্গে সরকারি যানবাহন অধিদফতর (পরিবহন পুল) নতুন সদস্যদের জন্য গাড়িও প্রস্তুত রাখবে।
রোববার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচন কমিশন সূত্রে বেসরকারি ফলাফলের হিসাবে জানা গেছে, সর্বোচ্চ ২৫৯টি আসনে জয়লাভ করেছে আওয়ামী লীগ।

আ: রহিমের বাবার মৃত্যুতে নিউজ প্রতিদিন ও প্রেস ক্লাবের শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তিঃ নিউজ প্রতিদিন ডটনেটের নির্বাহী সম্পাদক ও ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের বাবা রুস্তম আলী ৩১ ডিসেম্বর রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

তাঁর মৃত্যুতে নিউজ প্রতিদিন ডটনেটের সম্পাদক ও ফতুল্লা থানা প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদ পত্রিকা ও প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ঐক্যফ্রন্টের সঙ্গে বসতে চান চরমোনাই পীর

একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে নিরপেক্ষ সরকারের অধীনে পুর্ণনির্বাচনের দাবিতে আন্দোলন করার হুমকি দিয়েছে চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাবি আদায়ে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসতে চায় দলটি।

মঙ্গলবার রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন দলটির আমির রেজাউল করীম।

তিনি বলেন, দেশের সচেতন জনগণ, যারা দেশের পক্ষে, তাদের সঙ্গে ঐক্য হবে ইসলামী আন্দোলনের। দাবি অভিন্ন হলে ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তিনি।

গত রোববারের ভোট প্রহসন আখ্যা দিয়ে তিনি বলেন, নির্বাচনে জনগণের মতামতের নূন্যতম প্রতিফলন ঘটেনি। তাই এই ফলাফল প্রত্যাখ্যান করছি। নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। দাবি মানা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

সাম্প্রতিক স্থানীয় নির্বাচনগুলোতে উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়ে আলোচনায় আসা দলটি তিন দশক আগে প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী লীগ ও বিএনপি থেকে দূরত্ব বজায় রেখেছে। ২০০১ সালের নির্বাচনের আগে জাতীয় পার্টির সঙ্গে একটি স্বল্পমেয়াদি জোট করেছিল।

ইসলামী আন্দোলনের দাবি, এবারের নির্বাচনে এতটাই কারচুপি হয়েছে যে, বরিশাল অঞ্চলের যেসব আসনে জয়ী হওয়ার সম্ভাবনা ছিল, সেখানেও তাদের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এবার নির্বাচনে সর্বোচ্চ ২৯৮ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী ছিলেন। নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকার সমালোচনা করে রেজাউল করীম বলেন, ২৯৮ আসনে তাদের প্রার্থী ছিল। তাই নির্বাচনে অনিয়ম সম্পর্কে তারা সবচেয়ে বেশি অবগত। এ বিষয়ে বারবার নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। দলের নেতারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেও অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি কমিশন।

চরমোনাইর পীর অভিযোগ করেন,আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করার পরও প্রশাসন ছিল নীরব।

চরমোনাইর পীরের জামানত বাজেয়াপ্ত

সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে লড়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। 

এ আসনে হাতপাখা প্রতীকে ২৭ হাজার ৬২ ভোট পেয়ে জামানত হারান তিনি। আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ২ লাখ ১৫ হাজার ৮০ ভোট পেয়ে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।

এদিকে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.)জাহিদ ফারুক শামীমেমর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ৩১ হাজার ৩৬২ ভোট,লাঙল প্রতীকে জাতীয় পার্টির (জাপা) অ্যাডভোকেট একেএম মুর্তজা আবেদীন ৭১২ ভোট,কাঁঠাল প্রতীকে বাংলাদেশ জাতীয় পার্টির (মতিন) এইচএম মাসুম বিল্লাহ ৮৯ ভোট, কোদাল প্রতীকে বাংলাদেশের বিল্পবী ওয়ার্কার্স পার্টির অধ্যাপক আবদুস সাত্তার ৭২৭ ভোট এবং আম প্রতীকে এনপিপির শামীমা নাসরিন পেয়েছেন ৪১২ ভোট।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক শামীম ছাড়া বাকি সব প্রার্থী জামানত হারান। নির্বাচনী আইন অনুযায়ী কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগের কম ভোট পাওয়ায় এসব প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়।

যে ৭টি আসনে জিতেছে ঐক্যফ্রন্ট

উৎসবমুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি পাঁচটি আসনে জয়লাভ করেছে।
রোববার রাতে নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

দেখা যায়- ঐক্যফ্রন্ট যে আসনে গুলোতে জিতেছে, সেগুলো সবই রাজশাহী বিভাগে। এছাড়া বাকি সাত বিভাগে বিএনপি কোনো আসনে জয়লাভ করতে পারেনি।

বগুড়া-৬ আসন থেকে ২ লাখ ৫ হাজার ৯৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী মহাজোটের জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৩৮ হাজার ৯৬১ ভোট।

বগুড়া-৪ আসনে ১ লাখ ২৬ হাজার ৭২২ ভোট পেয়ে জিতেছেন মোশাররফ হোসেন। তার প্রতিদ্বন্দ্বী মহাজোট থেকে জাসদ (ইনু) এর রেজাউল করিম তানসেন পেয়েছেন ৮৪ হাজার ৬৭৯ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ১৫৯টি কেন্দ্রের সব কয়টিতে জিতেছেন বিএনপির প্রার্থী মো. আমিনুল ইসলাম। তিনি পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৪৬৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মু. জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৯৫২ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ১৫০ কেন্দ্রের সবগুলোতেই জিতেছেন বিএনপির প্রার্থী মো. হারুন উর রশিদ। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৩৩ হাজার ৬৬১ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আব্দুল ওদুদ পেয়েছেন ৮৫ হাজার ৯৩৮ ভোট।

ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষ প্রতীকে ৮৮ হাজার ৬১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাহিদুর রহমান জাহিদ। মোটরগাড়ি প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমদাদুল হক পেয়েছেন ৮৪ হাজার ৪২৭ ভোট।

এছাড়াও, বিএনপির সঙ্গে নির্বাচনি জোট করে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে জিতেছেন আরও দুই জন।

মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ৮৯ হাজার ৭৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তার প্রতিদ্বন্দ্বী মহাজোটের শরিক যুক্তফ্রন্টের প্রধান দল বিকল্প ধারার প্রার্থী এম এম শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৭০ ভোট।

সিলেট-২ আসনে গণফোরামের নিজস্ব প্রতীক‘উদিয়মান সূর্য’নিয়ে জয়ী হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত গণফোরামের প্রার্থী মোকাব্বির খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীকের মুহিবুর রহমান।

বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হওয়া ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ ২৫৯টি আসনে এককভাবে জয়লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জাতীয় পার্টি জিতেছে ২০টি আসন।

শেখ হাসিনাকে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের শুভেচ্ছা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সরকারকে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। এ তালিকায় রয়েছেন চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী,ভারতের প্রধানমন্ত্রী,পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ভারতের ক্ষমতাসীন দলের নেতারা।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি খোয়াছিয়াং।
আওয়ামী লীগ ও মহাজোটের নিরঙ্কুশ বিজয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চীনের তৈরি নৌকা উপহার দিয়ে অভিনন্দন জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।

ভারতের বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং,ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে তাঁর দল বাংলাদেশের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় টেলিফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মোদি।
এর আগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব সোমবার সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন দিয়ে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় অভিনন্দন জানান।

সপরিবারে ভোট দিলেন সফল এমপি শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সফল এমপি শামীম ওসমান ফতুল্লায় ধর্মগঞ্জ এলাকায় ভোট দিয়েছেন। ৩০ ডিসেম্বর রোববার দুপুরে তিনি স্বপরিবারে ভোট দেন।

এর আগে নির্বাচনগুলোতে তার ভোটকেন্দ্র ছিল শহরের বার একাডেমী স্কুলে। এবারের একাদশ জাতীয় সংসদ তার ভোট কেন্দ্র ছিল ফতুল্লার ধর্মগঞ্জ এলাকাতে সোনার বাংলা সংসদের অস্থায়ী কেন্দ্রে।

দুপুরে শামীম ওসমান,তার স্ত্রী সালমা ওসমান, ছেলে অয়ন ওসমান ও মেয়ে উপস্থিত হয়ে ভোট দেন।
এর আগে সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় রাইফেল ক্লাবে শামীম ওসমান বলেন,যতগুলো জায়গায় গিয়েছি, মানুষের যা সেন্টিমেন্ট দেখেছি,আমার মনে হয়েছে, মানুষের চোখের ইশারা,হাসি তো আমরা বুঝি। হাসির ইশারা দেখে বুঝেছি,উপস্থিতি শতকরা ৭৫ পার্সেন্ট থেকে ৮০ পার্সেন্ট মানুষে শেখ হাসিনাকে ভালবাসেন এবং নৌকাকে ভালবাসেন।

ভোট কেন্দ্রে ভোট প্রসঙ্গে শামীম ওসমান বলেন, আমাদের নেতাকর্মীরা সামাল দিতে পারে নাই ভোটার স্লিপ সাপ্লাই দিয়ে। আমার জানামতে ২১৬ টি সেন্টারেই ধানের শীষের পোলিং এজেন্টরা আছেন। কোথাও মুখ খারাপ হয় নাই,কোথাও ধাক্কাধাক্কি হয় নাই।
শামীম ওসমান গত দশম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এর আগে ১৯৯৬ সালের সংসদ নির্বাচনেও এই আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন নারায়ণগঞ্জ আওয়ামীলীগের এই হেভিওয়েট নেতা। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করাকালিন সময়ে তিনি উন্নয়নের রূপকার হিসেবে সুনাম কুড়িয়েছেন।
এবাবের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৬ লাখ ৫১ হাজার ৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২৯ হাজার ৬শ’৩৭ জন এবং নারী ভোটার ৩ লাখ ২১ হাজার ৪শ’৬২জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা হচ্ছে ফতুল্লায় ১৫৫ এবং সিদ্ধিরগঞ্জ ৬১। এর মধ্যে ঝূকিপূর্ণ কেন্দ্র ফতুল্লায় ১১৩,সিদ্ধিরগঞ্জে ৫৮টি এবং ৭ টি সিদ্ধিরগঞ্জে,ফতুল্লায় ৪২ টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

চতুর্থবার প্রধাণমন্ত্রী নির্বাচিত হচ্ছেন শেখ হাসিনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চতুর্থবারের মত নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন। বাংলাদেশে দ্রুত অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখায় রেকর্ড গড়ে জয়ী হতে পারেন তিনি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে,আজ রবিবার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। এতে রেকর্ড গড়ে নির্বাচিত হতে পারেন শেখ হাসিনা। তবে তার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গণমাধ্যমকর্মী ও বিরোধী দলের নেতাদের হেনস্তা করেছে ক্ষমতাসীন সরকার।

আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন ৭১ বছর বয়সী শেখ হাসিনা। ২০০৯ সাল থেকে দেশ চালাচ্ছে তার দল। মাঝে ২০১৪ সালের জাতীয় নির্বাচন বর্জন করে প্রধান বিরোধী দলসহ অনেকে। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হন তিনি। টানা দুই মেয়াদে দেশের ব্যাপক উন্নতি সাধন করেছে বর্তমান সরকার,দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যা উল্লেখযোগ্য।

এ কারণে ফের নির্বাচিত হতে পারেন বঙ্গবন্ধুকন্যা। মার্কিন গণমাধ্যমটিতে উঠে এসেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী ৭৩ বছর বয়সী খালেদা জিয়া। তিনি কারাবন্দী থাকায় এবারের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারছেন না। কিন্তু তার দল নির্বাচনী মাঠে রয়েছে। জোরেশোরে প্রচার-প্রচারণা চালিয়েছে দলটি। তবুও তাদের হারিয়ে রেকর্ড টানা তিনবার ক্ষমতায় আসতে পারেন শেখ হাসিনা। তবে বেগম জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনে সহিংসতা প্রতিরোধে সারা দেশে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন কমিশনের (ইসি) দাবি-সুষ্ঠু,সুন্দর, উৎসবমুখর পরিবেশে ভোট হবে। নির্বিঘ্নে ভোট দিতে পারবেন ভোটাররা। গত অক্টোবরে সংসদে পাস হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন। সিএনএনের দাবি, বিতর্কিত আইনটির কারণে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে। সোশ্যাল মিডিয়ায় খোলাখুলিভাবে নিজেদের মতামত প্রকাশ করার সাহস পাবে না জনগণ। তবে সবকিছুর ঊর্ধ্বে,নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেছে গণমাধ্যমটি।