৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 111

নির্বাচন আর সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না-মাহবুব তালুকদার

নির্বাচন আর সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। ভোটার যাতে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

রোববার সকালে সিলেটে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কেউ যাতে আঙুল তুলতে না পারে সে বিষয়ে সবাইকে নজর রাখতে হবে।

‘ভোটার যেন ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন,  তা নিশ্চিত করতে হবে।’

এ সময় নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণ না করার নির্দেশ দেন মাহবুব তালুকদার।

এতে সিলেট বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী ও চার জেলার রিটার্নিং কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, মারামারি ও উত্তপ্ত বাক্যবিনিময় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ। যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তখন আরেকটু গরম হয়ে যায়। আর উত্তাপ না থাকলে ভালো লাগে না।

ভোটের মাঠে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন রফিকুল ইসলাম।

রাজশাহী শিল্পকলা একাডেমিতে ‘নির্বাচনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তাবিষয়ক সচেতনতা’ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তিনি। সেখানে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

আসন্ন সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে আরেক প্রশ্নে ইসি বলেন, বিচারিক ক্ষমতা কারও নেই। পুলিশের নেই, র্যাবের নেই, সেনাবাহিনীর নেই- কারও নেই। যার হাতে অস্ত্র থাকে তার কিন্তু বিচারিক ক্ষমতা থাকে না। কারণ এটি বাংলাদেশের সংবিধানের জন্য স্ববিরোধী।(যুগান্তর)

বক্তাবলীর রাধানগরে নৌকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন

ফতুল্লা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমানের নৌকা মার্কার নির্বাচনী কার্যালয় ক্যাম্প উদ্বোধন করা হয়।

শুক্রবার (২১ ডিসেম্বর) বাদ আছর বক্তাবলী ইউনিয়ন ৭নং ওয়ার্ডের পূর্ব রাধানগর এলাকায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যােগে মো.দেলোয়ার হোসেন ও বাদল হোসেন ববির তত্ত্বাবধায়নে এ নির্বাচনী কার্যালয় ক্যাম্প উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত উপস্থিত ছিলেন,বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো.বাবুল মিয়াসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তাবলীর ৯নং ওয়ার্ডে নৌকার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন

ফতুল্লা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমানের নৌকা মার্কার নির্বাচনী কার্যালয় ক্যাম্প উদ্বোধনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) বাদ মাগরিব বক্তাবলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যােগে এ নির্বাচনি কার্যালয় ক্যাম্প উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,কেন্দ্র ক‌মি‌টির অাহবাহক মোঃ ছি‌দ্দিকুর রহমান,চর গড়কুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্নসম্পাদক মো.নাজির হোসেন ও আমজাদ মেম্বার।

আরো উপ‌স্থিত ছি‌লেন,অাওয়ামীলীগ নেতা জামাল হো‌সেন,সুলতান অাহ‌মেদ,‌দো‌লোয়ার হো‌সেন দিলা,‌মোঃ জজ মিয়া,মাষ্টার অাহম্মদ অালী বেপারী,যুবলীগ নেতা মাইনউ‌দ্দিন,‌মোঃ জাহাঈীর হো‌সেন,সুজন মোল্লা,‌ডা‌লিম,অামানউল্লাহ মেম্বার,অাফছার উদ্দিন,‌মোজা‌ম্মেল বেপারী,ছাত্রলীগ নেতা টিটু ও মিলনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সরকার ভয় পেয়ে বেশি বেশি অত্যাচার করছে-মির্জা ফখরুল

এম এম হাসান: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার কখন ভয় পায়? যখন সে একা হয়ে যায়। সরকার একা হওয়ায় ভয় পেয়ে বেশি বেশি অত্যাচার করছে।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ বন্দর উপজেলা সোনাকান্দর মাঠে ঐক্যফ্রন্টের অস্থায়ী সমাবেশ এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দেশে নাকি উন্নয়ন হয়েছে। আসলে উন্নয়ন হয়েছে সরকারের। তাদের পকেট ভরেছে। আর জনগণের পকেট খালি হয়েছে।

তিনি বলেন, তফসিল ঘোষণার পর হাজার হাজার নেতাকর্মীদের জেলে নেয়া হয়েছে। তাদের জামিন দেয়া হচ্ছে না।

অথচ ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী বলেছিলেন, তফসিল ঘোষণার পর কোনো গ্রেফতার করা হবে না।

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপি মহাসচিব প্রশ্ন করে বলেন, কী বলব আপনাকে সত্যবাদী? এসময় শ্রোতারা চিৎকার করে বলতে থাকেন বেঈমান, মিথ্যাবাদী। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বললেন লেভেল প্লেয়িং ফিল্ড হবে। কিন্তু কীসের লেভেল প্লেয়িং? একদল মঞ্চ করে হাজার হাজার লোক নিয়ে, হেলিকপ্টারে করে, বিভিন্নভাবে পতাকা উড়িয়ে সভা করছে। আর আমাদের সভা করতে দেয়া হয় না।

মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনেই আমাদের জয়ী হতে হবে, জনগণ আমাদের সঙ্গে আছে। আমাদের ১৫ জন প্রার্থীকে তারা জেলখানায় পাঠিয়েছে। গতরাতেও ধানের শীষের একজন প্রার্থীকে জেলে পাঠানো হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আজকে ভয়াবহ সংকটময় মুহূর্ত কাটাচ্ছি। এই মুহূর্ত গোটা জাতির জন্য, দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের মানুষ অন্ধকারে থাকবে নাকি আলোর পথে যাবে। বাংলাদেশের মানুষ স্বৈরাচারী হাসিনার অধীনে থাকবে নাকি গণতন্ত্রের দিকে যাবে।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। বিগত ১০ বছর ধরে এই স্বৈরাচারী সরকার আমাদের অসংখ্য ভাইকে গুম করেছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে বিনা কারণে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করেছে। সবশেষ আমাদের গণতন্ত্রের মাতা যিনি গণতন্ত্রের মাতা, যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন সেই বেগম খালেদা জিয়াকে বিগত ১০ মাস অন্ধকার কারাগারে বন্দি রেখেছে। তিনি এখন প্রতিটি মুহূর্ত অপেক্ষা করছেন কবে বাংলাদেশে গণতন্ত্রের পতাকা উড়বে।

মির্জা ফখরুল বলেন, আমি দুই সপ্তাহ আগে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি অত্যন্ত অসুস্থ। তিনি এখন আর হাঁটতে পারেন না, হুইল চেয়ারে চলতে হয় তাকে। কিন্তু তার মুখে আমি কোনো মলিনতা দেখিনি। আমি অসুস্থতার কোনো চিহ্ন দেখিনি। তিনি আমাদের দেখে বলে উঠেছেন-‘তোমরা সবাই ভালো আছো? ঐক্যবদ্ধ থাকো। এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তোমরা গণতন্ত্রকে মুক্ত করো-তাহলেই আমার মুখে হাসি আসবে।

সমাবেশে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্ট নেতা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদ্রু রহমান মান্না,পাচঁ প্রার্থী কাজী মনির,নজরুল ইসলাম আজাদ,আজাহারুল ইসলাম মান্নান,মনির হোসেন কাশেমী,এস এম আকরাম,তৈমূর আলম খন্দকার,কামাল হোসেন ও মামুন মাহমুদসহ অন্যান্য নেতাকর্মীরা।

উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য নৌকায় ভোট দিন-মাশরাফি

এম এম হাসান:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ওডিআই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নৌকায় ভোট দিতে ও শেখ হাসিনার ওপর আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিজস্ব বাসভবন সুধাসদন থেকে নড়াইলে একটি সমাবেশে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।-খবর বাসস।

মাশরাফি বলেন, আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী দেশবাসীকে আরও উন্নয়ন ও একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবে। 

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও সমাবেশে বক্তব্য রাখেন। মাশরাফি তাকে দলের মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি তার নির্বাচনী প্রচারে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নড়াইলের আওয়ামী লীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানান।  বিশ্বনন্দিত এক ক্রিকেট তারকা বলেন, তার পায়ে ইনজুরি রয়েছে। তিনি চিকিৎসা নিচ্ছেন। তিনি যত দ্রুত সম্ভব দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নেয়ার আশা প্রকাশ করেন।

মাশরাফি নড়াইলবাসীর উদ্দেশে বলেন, আমি আপনাদের সন্তান এবং নড়াইলে বেড়ে উঠেছি। নির্বাচনে আমাকে ভোট দিলে আওয়ামী লীগ পুনরায় নির্বাচিত হবে।

জয় নিশ্চিত করতে রুদ্ধদ্বার বৈঠকে শামীম ওসমান

ফতুল্লা প্রতিনিধি:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লায় আওয়ামীলীগের সমর্থনে কেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করছেন শামীম ওসমান। 

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় আকবর টাওয়ারের কনভেনশন সেন্টারে ফতুল্লা থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এ বৈঠকের আয়োজন করে।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ প্রার্থী একেএম শামীম ওসমান।

একটি সূত্র জানায়,বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের জয় নিশ্চিত করতে বিভিন্ন দিক নির্দেশনা ও গণসচেতনামূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হচ্ছে। 

এ সময় উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফউল্লাহ বাদল,সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী,জেলা কৃষকলীগের সভাপতি নাজিম উদ্দিন,সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস,মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ নিজাম,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী,শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু,জেলা তাঁতীলীগের সদস্য সচিব ভিপি আলমগীর,এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান,ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন,জেলা পরিষদের সদস্য মো.জাহাঙ্গীর হোসপন,মোস্তফা হোসেন চৌধুরীসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।  

লতিফ সিদ্দিকীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যায়ে
(বিএসএমএমইউ)উন্নত চিকিৎসার জন্য রওনা হয়েছেন অনশনরত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও টাঙ্গাইল-৪(কালিহাতী)আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকী।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বুধবার দুপুরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

লতিফ সিদ্দিকীর ভাতিজা মোশাররফ হোসেন সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসএমএমইউ’তে চিকিৎসা নেওয়ার জন্য চাচা রওনা হয়েছেন।

এর আগে, গাড়িবহরে হামলার প্রতিবাদে কালিহাতী থানার ওসির অপসারণসহ তিন দফা দাবিতে অনশনরত লতিফ সিদ্দিকীর ৮২তম জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার। এদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ওষুধ সেবন ও হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এছাড়া জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসে স্ত্রী লায়লা সিদ্দিকীও তাকে ওষুধ সেবনের অনুরোধ জানান। তবে লতিফ সিদ্দিকী জানান তার মৃত্যু হলেও তিনি দাবি পূরণ না হলে অনশন ভাঙ্গবেন না।

কিন্তু আজ বুধবার লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের তত্ত্বাবধানে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, গত রবিবার সকালে নির্বাচনী প্রচারণার সময় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈলে লতিফ সিদ্দিকীর গাড়িবহরে হামলা ও ভাংচুর করা হয়।

এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হন। এ সময় বহরে থাকা চারটি গাড়ি ভাংচুর করা হয়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন।
বিকালে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা শহীদুল ইসলাম এবং পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় হামলার ঘটনায় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও কালিহাতী থানার ওসিকে প্রত্যাহার না করা পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলে জানান লতিফ সিদ্দিকী।

জানা গেছে, রবিবার বেলা সোয়া ২টা থেকে সেখানে অবস্থান নেন লতিফ সিদ্দিকী। পরে বেড, কাঁথা, বালিশ বিছিয়ে বসে পড়েন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও একটুও নড়েননি তিনি। বরং তাঁবু গেঁড়ে, লেপ নিয়ে রাত্রিযাপনের সব প্রস্তুতি সেরে শুয়ে পড়েন। এরপর সোম ও মঙ্গলবার শীত ও বৃষ্টির মধ্যেও তিনি অনশন কর্মসূচি চালিয়ে যান।
(বিডি-প্রতিদিন)

আওয়ামীলীগের ইশতেহারে ২১টি অঙ্গীকার

আবুল কালাম আজাদ: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ ইশতেহার প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘সমৃদ্ধির অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ’- শীর্ষক এই ইশতেহারে উন্নয়ন-সমৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখার দৃঢ়প্রত্যয় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও ক্ষমতায় যেতে পারলে ২১ দফা অঙ্গীকার তুলে ধরে সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন আওয়ামী লীগ সভাপতি।

আওয়ামী লীগের এবারের ইশতেহারের মূল বিষয় তারুণ্য এবং গ্রামের উন্নয়ন। ইশতেহারে আওয়ামী লীগ যে ২১টি বিশেষ অঙ্গীকার করেছে, এর প্রথমেই আছে প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা দেওয়া। এরপরই আছে যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও কর্মসংস্থানের নিশ্চয়তা।

ঘোষিত ইশতেহারে বিভিন্ন মেয়াদে সরকারে থাকার সময়কার অর্জনগুলো তুলে ধরা হয়। এর পাশাপাশি বিএনপি ও জামায়াত জোট সরকারের সময়কার নানা নেতিবাচক দিকও তুলে ধরা হয়।

আটকের পর মুচলেকায় ছাড়া পেলেন সোনারগাঁয়ের মেয়র সাদেকুর

এম এম হাসান: রাস্তায় প্রকাশ্যে এক নসিমন চালককে পিটিয়ে সমালোচনার মুখে পড়া নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সোনারগাঁ উপজেলার গোয়ালী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক হয়।
পরে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে মুচলেকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশের “ইন্সপেক্টর মিডিয়া”সাজ্জাদ রোমন পুলিশ সুপারের বরাত দিয়ে বলেন,কেউ আইনের ঊর্ধ্বে না। যত প্রভাবশালী হোক না কেনো অপরাধ করে কেউ ছাড় পাবে না।

তিনি আরো জানান, কিশোর চালককে নির্যাতনের ঘটনায় সোনারগাঁয়ের মেয়রকে আটক করা হয়েছে। এই সংক্রান্ত সংবাদ ও ভিডিও পুলিশ সুপার মহাদয়ের নজরে এলে তিনি তৎক্ষণাৎ যথাযথ আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর (শনিবার) একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে গণসংযোগ শেষ করে নিজ গাড়িতে চড়ে বাসায় ফিরছিলেন মেয়র সাদেকুর রহমান সাদেক। এ সময় সোনারগাঁ জাদুঘরের সামনে বিপরীত দিক থেকে আসা বাঁশবোঝাই নসিমনের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এতে মেয়রের গাড়ির এক পাশের রঙ উঠে দাগ পড়ে যায়।
এতে ক্ষিপ্ত হয়ে মেয়র সাদেকুর রহমান গাড়ি থেকে বের হয়ে নিজের হাতে থাকা লাঠি দিয়ে নসিমন চালক যুবককে মারতে শুরু করেন। ওই যুবক অপরাধ শিকার করে বার বার মেয়রের পা ধরে ক্ষমা চেয়েও রক্ষা পাননি। পরবর্তীতে মেয়রের সমর্থকরাও ওই যুবককে মারধর করে গাড়িসহ আটকে রাখে।

এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। শুরু হয় নিন্দার ঝড়। সবখানে মেয়রের শাস্তির দাবি ওঠে। পরবর্তীতে সোমবার দিবাগত রাতে নিজ বাসা থেকে পৌর মেয়র সাদেকুর রহমানকে আটক করলো ডিবি।

দেশ স্বাধীন হলেও সাধারন মানুষের স্বাধীনতা নেই:ওমর আলী

দেশে স্বাধীনতা এলেও এখনও সাধারন মানুষের মুক্তি আসেনি বলে মন্তব্য করেছেন কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ওমর আলী বলেন,মানুষের মুক্তির জন্য আমাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

১৬ ডিসেম্বর(সোমবার)সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে বিজয় র‌্যালী শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

আলহাজ্ব মোহাম্মদ ওমর আলী বলেন,স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। শহীদদের লক্ষ্য গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ পূরণ হয়নি। সেই লক্ষ্য পূরণে আমাদের কাজ করতে হবে। এজন্য আমদের সাধারন মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন,স্বাধীনতায় কি পেয়েছি তা আজকে আমাদের স্মরণ করতে হবে। শহীদদের চাওয়া আইনের শাসন,গণতন্ত্র,মানুষের অধিকার মূল্যায়ন করতে হবে। এ সময় কৃশক শ্রমিক জনতালীগ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক দেলোয়ার হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মইনুল হোসেন রতন,কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন কবির হোসেন প্রধান,কাশিপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ডালিম সিকদার,
৫নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার সরদার লুনা,কাশিপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রপ্ত সভাপতি মোহাম্মদ লাভলু,কাশিপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সৈকত হাসান ইকবাল প্রধান,কাশিপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহেল আরমান,সহ কাশিপুর ইউনিয়ন বিএনপি’র নেতারা উপস্থিত ছিলেন।