দেশ স্বাধীন হলেও সাধারন মানুষের স্বাধীনতা নেই:ওমর আলী

67

দেশে স্বাধীনতা এলেও এখনও সাধারন মানুষের মুক্তি আসেনি বলে মন্তব্য করেছেন কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ওমর আলী বলেন,মানুষের মুক্তির জন্য আমাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

১৬ ডিসেম্বর(সোমবার)সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে বিজয় র‌্যালী শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

আলহাজ্ব মোহাম্মদ ওমর আলী বলেন,স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। শহীদদের লক্ষ্য গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ পূরণ হয়নি। সেই লক্ষ্য পূরণে আমাদের কাজ করতে হবে। এজন্য আমদের সাধারন মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন,স্বাধীনতায় কি পেয়েছি তা আজকে আমাদের স্মরণ করতে হবে। শহীদদের চাওয়া আইনের শাসন,গণতন্ত্র,মানুষের অধিকার মূল্যায়ন করতে হবে। এ সময় কৃশক শ্রমিক জনতালীগ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক দেলোয়ার হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মইনুল হোসেন রতন,কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন কবির হোসেন প্রধান,কাশিপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ডালিম সিকদার,
৫নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার সরদার লুনা,কাশিপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রপ্ত সভাপতি মোহাম্মদ লাভলু,কাশিপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সৈকত হাসান ইকবাল প্রধান,কাশিপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহেল আরমান,সহ কাশিপুর ইউনিয়ন বিএনপি’র নেতারা উপস্থিত ছিলেন।