সুন্নাহ’র বাহিরে কোন তরিকা নেই-ড. এনায়েতুল্লাহ আব্বাসী।

184

পবিত্র ঈদে মিলাদুন্নাবী(সা:)উপলক্ষে বক্তাবলী এলাকাবাসীর উদ্যােগে ১৮তম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ ডিসেম্বর(সোমবার)বক্তাবলী পুলিশ ফাঁড়ী সংলগ্ন মাঠে তাফসিরুল কুরআন মাহফিল প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমির আল্লামা মুফতি ড.সাঈয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী।
সাড়া পৃথিবীর মুসলমান আজ নির্যাতিত অপমানিত লাঞ্চিত তার একটাই কারণ মুসলমানগন আজ কুরআন,সুন্নাহর পথ রীতি নীতি অনুসরণ করা থেকে যোজন যোজন মাইল দূরে চলে গেছে। আর এই কারণের কাফের মুশরেকরা মুসলমানদেরকে নির্যাতনের সুযোগ পাচ্ছে সুতরাং এই নির্যাতন থেকে পরিত্রাণের একটাই উপায় দাঁত দিয়ে কুরআন,সুন্নাহকে আকড়িয়ে ধরা। আর আমাদেরকে সদাসর্বদা সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার দীপ্ত সপথ নিতে হবে। সুন্নাহ’র বাহিরে কোন তরিকা নেই। প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ বক্তাবলী শাখার ব্যাবস্থাপনায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ক্বারী, সাইয়্যেদ ওবায়েদুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।