নিউজ প্রতিদিন: সুগন্ধা খাবার হোটেল, সুগন্ধা বেকারী, সুগন্ধা মিষ্টি, সুগন্ধা কেক হাউজসহ বাণিজ্যিক জেলা নারায়ণগঞ্জের ছোট্ট শহরে দিনের পর দিন ভোক্তা সাধারণের সাথে নানাভাবে প্রতারণা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি ৷ ভোক্তা সাধারণের চোখের আড়ালে এঁটো খাবার পরিবেশনসহ নানাভাবে প্রতারণা করে অসংখ্যবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিনানা দিয়ে মুচলেকা দিলেও সংশোধন হয় নাই সুগন্ধা। আরো ভয়ংকর পন্থায় প্রতারণা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে বলে এমন অভিযোগে অভিযান চালিয়ে হাতেনাতে ধরা পরে প্রতিষ্ঠানটি।
নারায়ণগঞ্জ শহরে প্রথম সারির অভিযাত বেকারী হিসেবে পরিচিতি সুগন্ধা বেকারী। কিন্তু বাহির দিয়ে চাকচিক্য ডেকোরেশনের মধ্য দিয়ে নগরীর বিভিন্ন প্রান্তে শো-রুম গুলো মানুষের চোখে অভিযাত হিসেবে গড়ে তোলা হলেও মাঝে মধ্যে ভোক্তা অধিকার বা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেতরে সদরঘাটের চিহ্ন ফুটে ওঠে। আর সেই অপরাধে প্রতিষ্ঠানটিকে প্রায়শঃই জরিমানা গুনতে হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) ও এর ব্যতিক্রম ঘটেনি। অনিয়ম ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় এদিন সকালে ৪ লাখ জরিমানা গুনতে হয়েছে নগরীর গলাচিপা কলেজ রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানাকে।
জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ওই অর্থদন্ডে দন্ডিত করেন। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো.সলিমুজ্জামান।
অভিযান পরিচালনাকালে একই সাথে কেক তৈরির কাচামালের সাথে দীর্ঘদিন ফ্রিজের ভিতরে মাছ রেখে দেয়ার চিত্র খুজে পায়। আগামী ২০ জুলাই উৎপাদনের তারিখ লিখে হাজারো লাচ্ছা সেমাইয়ের প্যাকেট জব্দ করা হয় ৷ একই সাথে ভোক্তা সাধারণের বিশাল কর্মকাণ্ডের ঘটনা অকপটে স্বীকার করে সুগন্ধার কর্ণধার নূরুল হক।
তিনি জানান, শহরের গলাচিপার ৯নং কলেজ রোডে অবস্থিত সুগন্ধা বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৩৭, ৪২, ৪৩, ৪৫ ও ৫৯ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়।
প্রসঙ্গত, এর আগে এই প্রতিষ্ঠানের অভিযাত কেকের ভেতর থেকে আস্ত এক তেলাপোকা পেয়েছিল এক খদ্দের। সে সময় সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক আলোড়ন সৃষ্টি হয়েছিল।
এমন অপকর্মের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে এলাকার উপস্থিত অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, সুগন্ধা বেকার, হোটেল কিংবা মিষ্টির দোকান থেকে প্রতিনিয়তঃ প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের বিনামূল্যে খাবার সরবরাহ কিরা ছাড়াও নিয়মিত মাসোহারা প্রদান করায় এমন অপরাধের বিরুদ্ধে সচরাচর ব্যবস্থা গ্রহণ না করায় প্রতিদিন ভোক্তাদের সাথে প্রতারণা করছে এই প্রতিষ্ঠানটি । আর আজ মংগলবার দুপুরে এমন অভিযানের খবরে এলাকায় অনেকেই সাধুবাদ জানিয়েছেন অভিযানকারী সংস্থার কর্মকর্তাদের ।






ডা. একে শফিউদ্দিন আহমেদ মিন্টুর আজ ৪৪তম জন্মদিন। ৪৪ বছর আগে এই দিনে তিনি নারায়ণগঞ্জ সদর থানার আলীরটেক ইউনিয়নের ডিক্রির চর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে মোঃ আব্দুল খালেক মাষ্টারের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের ৬ষ্ঠতম সন্তান। শৈশবে তিনি ডিক্রীরচর প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন । সেখান থেকে কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়ে অধ্যায়ন করেন এবং এসএসসিতে তিনি মেধার সাথে ভালো ফলাফল করে ঢাকার নটরডেম কলেজে পাড়াশোনা করেন। নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সাথে পাঠ শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে ভর্তির সুযোগ পান। কিন্তু তার এবং পরিবারের স্বপ্ন ছিল বড় হয়ে তিনি চিকিৎসা পেশায় নিয়োজিত হয়ে মানুষের সেবা করবেন । তাই তিনি বুয়েটে ইঞ্জিনিয়ারিং না পড়ে সিলেট মেডিক্যালে ভর্তি হন। সেখান থেকে তিনি কৃতিত্বের সাথে পাশ করে দেশ বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে চিকিৎসা পেশায় নিয়োজিত হন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের কনসালটেন্ট ও মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার এর কনসালটেন্ট হিসেবে বেশ সুনামের সহিত দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র ৫ নং ওয়ার্ডের সভাপতি মো. জাকির সরদার, সাধারণ সম্পাদক মো. কাসেম খান, ফতুল্লা থানা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন,বিএনপি’র নেতা মো. জয়নাল ফকির মো. শাহজাহান আলী, নুর মোহাম্মদ, মো. পিন্টু, মো. আলমগীর, এড. মাসুম, মো. রিপন, মো. সাইদ দেলোয়ার, মো. পিয়ার হোসেন, মো. আশ্রাফ, মো. শামীম প্রধাণ, ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ রাজু, মো. মাহমুদউল্লাহ, মো. সালে আহমেদ, ইকবাল, রিফাত, কাউসার, হৃদয় ও চুন্নু ফকির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন,বিএনপি’র নেতা মো. শাহজাহান আলী, নুর মোহাম্মদ, মো. জিয়াউর হক জিয়া, মো. লতিফ, আওলাদ হোসেন, ইকবাল হোসেন, মানিক চাঁন মিয়া, মো. মনির হোসেন, মো. আসাদ, ও দিদার হোসেন প্রমূখ।