আবুল কালাম আজাদ : পবিত্র ঈদে মীলাদুন্নাবী (ছাঃ) উপলক্ষে আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফের (নারায়নগঞ্জ) উদ্যোগে শুক্রবার বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও মুনাজাত পরিচালনা করেন তাহরিকে খাতমে নুবুয়্যাত বাংলাদেশের আমীর আল্লামা ড. মুফতি সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী।
সভাপতির বক্তব্যে পীর সাহেব বলেন, রবিউল আউয়াল মাসের আগমনে মু’মিন মুসলমানরা হৃদয়ে আনন্দ নিয়ে শরীয়াতের আলোকে ঈদে মীলাদুন্নাবী (ছাঃ) পালন করে যা অত্যন্ত সওয়াবের কাজ। যারা ঈদে মীলাদুন্নাবী (ছাঃ) অস্বীকার করে নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট।
রাসূল (ছাঃ) এর আযমত, মুহাব্বত ও সুন্নাতের অনুসরন ছাড়া প্রকৃত সুন্নী হওয়া যায় না। এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জীবনের সর্বক্ষেত্রে রাসূল (ছাঃ) এর সুন্নাত তথা রীতি নীতি অনুসরন অনুকরন করতে হবে। একটি মহল অহরহ আল্লাহ, রাসূল (ছাঃ), ইসলাম ও কুরআনের সাথে জঘন্য বেয়াদবীর মাধ্যমে বিশ্বের পরিবেশ পরিস্থিতিকে অস্থিতিশীল করা ও মু’মিন মুসলমানদের ঈমান ধ্বংসের গভীর চক্রান্তে লিপ্ত আছে।
পীর সাহেব আরো বলেন, বাংলাদেশে করোনা পরিস্থিতিতেও ঈদে মীলাদুন্নাবী সাঃ মাহফিলে মু’মিন মুসলমানদের জনসমুদ্র মাহফিলকে সাফল্যমন্ডিত করার পাশাপাশি তাদের ঈমানী শক্তির পরিচয় দিয়েছে। এবং ফ্রান্সের জঘন্য কর্মকান্ডের কারনে দেশটির সরকারকে করোনার চেয়ে ভয়ানক কোন মহামারী দিয়ে পাকড়াও করার জন্য সবাইকে আল্লাহর নিকট দোয়া করার
আহবান জানান।
ইসলামী মহা সম্মেলনে উপস্থিত ছিলেন, মাওলানা ইমদাদুল্লাহ আব্বাসী জৌনপুরী, মাওলানা এহসানুল্লাহ আব্বাসী জৌনপুরী, মাওলানা নেয়ামতুল্লাহ আব্বাসী জৌনপুরী, তিলাওয়াত করেন, মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ আব্বাসী জৌনপুরী, নাতে রাসূল (ছাঃ) পরিবেশন করেন সাইয়্যেদ মুহাম্মদ মুস্তফা আহমাদ আমিন আকিব আব্বাসী, আলোচনা পেশ করেন, মাওলানা শফিকুল ইসলাম পীর সাহেব, পীরজাদা মাওলনা নাইমুর রহমান, মাওলানা এনামুল হক আযাদী প্রমুখ। সম্মেলন শেষে মহান আল্লাহর
দরবারে বাংলাদেশকে করোনা সহ যাবতীয় বালা মুসীবত ও সকল প্রকারের ষড়যন্ত্র থেকে মুক্ত রাখার জন্য দোয়া কামনা করেন।




আলোচনা অনুষ্ঠানের পর অতিথীদের উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হয় এবং এলাকার লোকদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়। তাছাড়া সংগঠনটি আগামী বছর এই গ্রামের শিশু শ্রেণির শিক্ষার্থীদের বিনামুল্যে ভর্তির জন্য সহযোগিতার আশ্বাস দেন এবং মৃত ব্যক্তিদের দাফনের জন্য বিনামূল্যে কাফনের কাপড় সরবরাহের কার্যক্রম চালু করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম জীবন, আলোকিত বক্তাবলীর সভাপতি নাজির হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম, বক্তাবলী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি আল আমিন ইকবাল, সিনিয়র সহ-সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক, মতিউর রহমান ফকির, ধলেশ্বরীর তীরে সংগঠনের সিনিয়র সভাপতি জিয়াউর রহমান ফকির, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল প্রধান, কানাইনগর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাহবুব হাসান রতন, আলোকিত বক্তাবলীর দপ্তর সম্পাদক মো. দুলাল মিয়া, বিশেষ সম্পাদক মনির হোসেন ছাড়া ও এলাকার মিয়ন মাদবর ,সুফিয়ান মাদবর, জলিল মেম্বারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সমাবেশে পীর সাহেব আরো বলেন, ধর্ষন সামাজিক মহামারীতে রুপ নিয়েছে। এর কারন কুশিক্ষা, কুরআনের আইনে বিচার না হওয়া, পর্দা প্রথা বাধ্যতামূলক না থাকা। ধর্ষণ সন্ত্রাস বন্ধ করতে হলে কুরআন সুন্নাহর আইন বাধ্যতামূলক করে ধর্ষকদের শাহাবাগে, মতিঝিলে প্রকাশ্য ভাবে কতল করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দল নেতা মতিউর রহমান ফকির

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ আছর বক্তাবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমজাদ মেম্বারের নিজস্ব কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসংবাদ পেয়ে বক্তাবলী ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে এসে ব্যানার ছিড়ে ফেলে অনুষ্ঠানটি পন্ড করে দেয় এবং দাওয়া করে।