বক্তাবলীর গোপালনগর স.প্রা. বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও বিজয় দিবস উদযাপন

95

নিউজ প্রতিদিন:  ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের গোপালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও মহান বিজয় দিবস উদযাপন ২০১৯ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিদ্যালয়টি ১৯১৮ খৃষ্টাব্দে তৎকালীন বৃটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত হয়।

সোমবার (১৬ডিসেম্বর) বক্তাবলীর গোপালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এম শওকত আলী বলেন, আমি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র। আমার অনেক স্মৃতি আছে এই স্কুলে। আপনারা আপনাদের সন্তানদের শিক্ষার প্রতি খেয়াল রাখবেন। কারন আগামী প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নাই।

তিনি আরো বলেন, আপনাদের জন্য সুসংবাদ দিতে চাই আমরা আগামীবছরে মুজিববর্ষ পালন করব ৭ দিন ব্যাপি। আশাকরি সেই অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবেন । আপনাদের জন্য অনুষ্ঠানে ফ্রি খাওয়ার ব্যাবস্থা থাকবে।

বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি মোঃ আওলাদ হোসেনের সভপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফাজুল ইসলাম, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দিন ভূঁইয়া, ফতুল্লা থানা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক আবুল প্রধান, খালেক মাষ্টার ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ শফিউদ্দিন আহমেদ মিন্টু, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, শফিক মাহমুদ পিটু, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক তৈয়ব আলী, বারেক সরদার, প্রাক্তন শিক্ষক রইছ উদ্দিন, ফরিদা বেগম, আওয়ামিলীগ নেতা খোরশেদ আলম মাস্টার, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আতাউর রহমান, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ফারুক, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য রাসেল চৌধুরীর, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মতিন খান, মহিলা ইউপি সদস্য মরিয়ম, হাজেরা, কুলছুম, যুবলীগ নেতা মিন্টু, মহিউদ্দিন ভূইয়া, যুবলীগ নেতা আনোয়ার আলি, আবু সাইদ রিংকু, মোঃ আক্তার, মোঃ জামান, আবু তালেব সহ প্রমুখ।