বক্তাবলীতে আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের ফাইনাল খেলা অনুষ্ঠিত

75

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বয়রাগাদিতে আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের উদ্যোগে এলইডি টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

(৩১ জানুয়ারি) রবিবার বাদ আসর ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বয়রাগাদি আনন্দ বাজারস্থ সংলগ্ন খেলার মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের  আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সায়মন গ্রুপকে পরাজিত করে চাচা ভাতিজা গ্রুপ।

আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের সভাপতি মো. সোহরাব ভূইয়ার সভাপতিত্বে এবং মো. হালিম মাদবর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো জাহাঙ্গীর হোসেন।

ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি মো. আলমগীর হোসেন, পূর্ব চর গড়কূল উচ্চ বিদ্যালয় ও আলোকিত বক্তাবলীর সভাপতি মো. নাজির হোসেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আবু তাহের তালুকদার, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মো. রাসেল চৌধুরী , ৭,৮,৯ সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ মরিয়ম বেগম, পশ্চিম চর গড়কূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. সুলতান আহমেদ ভূঁইয়া, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. জামাল হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক মো. মতিয়ার রহমান জজ মিয়া, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের আহবায়ক কমিটির সদস্য মো. মনির হোসেন, ধলেশ্বরী তীরে যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন , আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের সহ সভাপতি আবু তাহের জাহাঙ্গীর, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক মো. চাঁন মিয়া, ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. জাকির হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক গাজীউর রহমান মোল্লা, পশ্চিম চর গড়কূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক মো. শহীদ উল্লাহ। কাশীপুর তাঁতীলীগের সভাপতি আতিকূর রহমান, নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য মো. ইয়াসিন, আলোকিত বক্তাবলীর সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম টিটু, এমদাদুল হক মিলন শেখ, আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের প্রচার সম্পাদক মো. লিটন।

প্রচণ্ড শীতকে উপেক্ষা করে হাজার হাজার দর্শক ফাইনাল খেলা উপভোগ করেন। খেলায় বিজয়ী দলকে এলইডি টেলিভিশন ও রানার্সআপ দলকে এনড্রয়েড ফোন পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের  উদ্যোগে এলইডি টিভি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়। ফাইনালে খেলায় সায়মন গ্রুপ ও চাচা ভাতিজা এই দু’টি দল মুখোমুখি হয়।