নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটিতে আলোচনায় যারা

354

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দেয়ার পর দ্রুত এ কমিটি গঠনের কাজ শুরু করেছে কেন্দ্র। ইতোমধ্যে পদ প্রত্যাশী একাধিক নেতার ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। নতুন বছরের শুরুতেই আসতে পারে জেলা বিএনপির নতুন কমিটি।

ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্র। সুনির্দিষ্ট অভিযোগের ব্যাপারে তদন্ত শেষে এ সংক্রান্ত কমিটি কেন্দ্রের কাছে কমিটি বাতিলের সুপারিশ করলে কেন্দ্র কমিটি বাতিল করেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কমিটি বাতিল করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে দলের কেন্দ্র। এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই বিজ্ঞপ্তিতে দ্রুততম সময়ের মধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এদিকে দলের একাধিক সূত্র নতুন কমিটির বিষয়ে কেন্দ্রের কাজ শুরু করার ইঙ্গিত দিয়েছে। এর মধ্যে দুটি ফরম্যাট প্রস্তুত করেছে বলে জানা গেছে। এর মধ্যে একটি ফরম্যাটের কমিটি দ্রুততম সময়ের মধ্যে ঘোষণা করার কাজ চলমান আছে।

দলীয় সূত্রমতে, ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে সভাপতি, জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেলকে সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি কাজি মনিরকে সভাপতি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীবকে সাধারণ সম্পাদক, সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে সভাপতি, জেলা বিএনপির সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীবকে সাধারণ সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুকে সাংগঠনিক সম্পাদক করে একটি ফরম্যাট আছে। আরেকটি ফরম্যাটে আছে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মামুন মাহমুদকে সভাপতি, জেলা বিএনপির সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীবকে সাধারণ সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুকে সাংগঠনিক সম্পাদক করে আরেকটি ফরম্যাট আছে। দুটি ফরম্যাটের যেকোন একটি যেকোন সময় ঘোষণা করা হতে পারে।

এদিকে জেলা বিএনপির নতুন কমিটি দ্রুততম সময়ের মধ্যে নতুন বছরের শুরুতেই ঘোষণা করা হবে বলে জানা গেছে। জেলা বিএনপির সর্বশেষ সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে নিয়েও আলোচনা রয়েছে। তাকে নিয়েও কমিটি সংক্রান্ত গঠিত কমিটি চিন্তা ভাবনা করছে। তবে যেহেতু সর্বশেষ কমিটিতে তিনি থাকা অবস্থায় তদন্ত হয়েছে এবং কমিটি বাতিলের সুপারিশ এসেছিল তাই তাকে নতুন কমিটিতে হয়তো রাখা হবেনা এটাই ধারণা করা হচ্ছে।