নিউজ প্রতিদিন ডটনেট :
নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধসহ এলাকায় অনৈতিক কর্মকাণ্ডের কারণে এই কমিটি বিলুপ্ত করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর দলের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে।ম
মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানান।
রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির প্রাপ্ত ফলাফল ইতিবাচক নয়। সে জন্য কমিটি বাতিল করার সুপারিশ করা হয়েছে।
২০২৩ সালের ১৭ জুন সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মদ গিয়াসউদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই সদস্যের কমিটি করা হয়।