নিউজ প্রতিদিন ডটনেট: বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশীদ বলেছেন, ২৪-এর গণ-অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বক্তাবলী গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।
তিনি আরও বলেন, এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রেরণা দেয়। বৈষম্যহীন বক্তাবলী গড়াই হোক এই বাংলা নববর্ষে আমাদের অঙ্গীকার।
আজ রোববার ( ১৩ এপ্রিল ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশীদ বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এ কথা বলেন।
এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আসুন, আমরা বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর, অশুভ ও সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি।’বাংলা নববর্ষ উপলক্ষে তিনি দেশবাসীসহ বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।