বক্তাবলী বাসীসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাদশা মিয়া

27

নিউজ প্রতিদিন ডটনেট : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলীরটেকসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন ৬নং বিএনপির সভাপতি মো. বাদশা মিয়া ।

এক শুভেচ্ছাবার্তায় বাদশা বলেন, ঈদ মানেই আনন্দ ও খুশির উৎসব। ‘ঈদ’ শব্দটি আরবি, শব্দমূল ‘আউদ’, এর অর্থ এমন উৎসব, যা ফিরে ফিরে আসে, পুনরায় অনুষ্ঠিত হয়, রীতি হিসেবে গণ্য হয় প্রভৃতি। এর অন্য অর্থ খুশি-আনন্দ-উচ্ছল-উচ্ছ্বাসে হারিয়ে যাওয়ার মুহূর্ত।

ঈদ প্রতিবছর চান্দ্র বর্ষপুঞ্জি অনুযায়ী নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট রীতিতে এক অনন্য আনন্দ-বৈভব বিলাতে ফিরে আসে। এক মাস কঠোর সিয়াম সাধনার মাধ্যমে নানা নিয়মকানুন পালনের পর উদযাপিত হয় ঈদুল ফিতর; অন্য কথায় রোজার ঈদ।

বক্তাবলী ইউনিয়ন ইউনিয়ন বিএনপির নেতা মো. বাদশা মিয়া আরে বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে।  সকল ভেদাভেদ ভূলে  মিলেমিশে পালন করুক পবিত্র ঈদুল ফিতর এটাই কামনা। সেই সাথে বক্তাবলী ইউনিয়ন বাসীসহ দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন-ঈদ মোবারক।