জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আল আমীন হৃদয়ের বিনম্র শ্রদ্ধা

41

নিউজ প্রতিদিন ডটনেট: বাংলাদেশজাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মো. আল আমীন হৃদয়।

এ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শ্রদ্ধা জানান।

শোকবার্তায় আল আমীন হৃদয় বলেন, “স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি এবং আমাদের প্রেরণার উৎস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাত বার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করছি।

“তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। তাঁর সততা, নিষ্ঠা, দেশ ও জনগণের প্রতি গভীর মমত্ববোধ এবং রাষ্ট্র পরিচালনায় অসামান্য দক্ষতা তাঁকে ইতিহাসে অমর করে রেখেছে। দেশের ক্রান্তিলগ্নে তিনি বারবার জাতিকে দিয়েছিলেন সঠিক পথের দিশা।

“মৎস্যজীবী দল নেতা আরও উল্লেখ করেন, “তাঁর শাহাদাত দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর প্রদর্শিত পথে হেঁটে, তাঁর আদর্শকে বুকে ধারণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে দৃঢ়প্রতিজ্ঞ।

এই শোকের দিনে আমি মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”পরিশেষে, তিনি জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং দেশবাসীকে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।