বক্তাবলীতে সেচ্ছাসেবক দলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

28

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বাধীনতার মহান ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা,বহুদলীয় গনতন্ত্রের প্রবত্তা, সাবেক সফল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বাদ জোহর ফতুল্লা থানা সেচ্ছাসেবক দল নেতা মো. পিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল।

প্রধাণ অতিথির বক্তব্যে জাহিদ হাসান রোজেল বলেন, শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমান এর আদর্শ বুকে ধারণ করে আগামী দিনের আন্দোলন ও সংগ্রাম সফল করে তুলবো।
সর্ব পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে আমরা সুন্দর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সকলকে সাথে নিয়ে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাবো।

বিএনপি নেতা কামাল হোসেনে সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী এর্টনী জেনারেল এড আল আমিন সিদ্দিকী আগুন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, ফতুল্লা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইফতেখার আহম্মেদ রাজুসহ বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ।

জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করে মোনাজাত করা হয়।