নিউজ প্রতিদিন ডটনেট : বক্তাবলী পরগণার পরিচিত চিকিৎসক ও সমাজসেবক ডা. শফিউদ্দিন আহমেদ মিন্টুর পরিবারে বইছে আনন্দের জোয়ার। তার ছেলে তানভীর আহমেদ এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ আদর্শ স্কুল থেকে অংশ নিয়ে সকল বিষয়ে এ প্লাস (GPA 5.00) অর্জন করেছে।
তানভীরের ফলাফলে ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলাম শিক্ষা, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানসহ প্রতিটি বিষয়ে এসেছে সর্বোচ্চ গ্রেড (A+)। শারীরিক শিক্ষা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়েও সে পূর্ণ নম্বর পেয়েছে।
এ সাফল্যের খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে ডা. শফিউদ্দিন আহমেদ মিন্টু বলেন,“আল্লাহুম্মা বারিক লাহ। আলহামদুলিল্লাহ। তানভীর আহমেদ এবারের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ ৫ (এ প্লাস) পেয়েছে।”
বক্তাবলীর স্থানীয় মানুষ তাকে একজন দক্ষ চিকিৎসক এবং মানবিক সেবক ও সমাজকর্মী হিসেবে চিনেন। তার সন্তানের এমন অসাধারণ অর্জনে বক্তাবলীসহ তার পরিবারে আনন্দের হিল্লোল ভইছে।
তানভীরের এই সাফল্যে তার স্কুল নারায়ণগঞ্জ আদর্শ স্কুল এর শিক্ষকবৃন্দ, পরিবার ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়ে তানভীরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।








