নিউজ প্রতিদিন ডটনেট : মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. শাহ আলম।
আজ মঙ্গলবার এক শোকবার্তায় মো. শাহ আলম এই শোক বার্তা জানান।
এ সময় মো. শাহ আলম বলেন, ‘এটি অত্যন্ত কষ্টকর এবং হৃদয়বিদারক ঘটনা। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার নেই।
আমি স্তব্ধ, বাকরুদ্ধ গভীর শোকাহত।
যারা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে যারা আহত হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন, তাদের পরিস্থিতি অত্যন্ত শোকাবহ।
আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার যেন এই অপ্রত্যাশিত শোক সহ্য করার শক্তি ও ধৈর্য পায়। আর যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।’
তিনি আরও বলেন, ‘এই দুর্ঘটনা শুধু আক্রান্ত পরিবারের জন্য নয়, দেশের সকল মানুষের জন্য একটি বড় শোক। আমি গভীরভাবে তাদের পাশে আছি এবং তাদের কষ্ট ভাগাভাগি করতে চাই।’








