বক্তাবলীর সার্বিক উন্নয়নে জামায়াত সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে-আব্দুল জব্বার

29

নিউজ প্রতিদিন ডটনেট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগর আমির ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বক্তাবলীতে নির্বাচনী গণসংযোগ কালে বলেন, “বক্তাবলীর অবহেলিত এলাকা গুলোর উন্নয়নে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে-ইনশাল্লাহ।”

শনিবার (২৬ জুলাই) সকালে বক্তাবলীর বিভিন্ন এলাকা গণসংযোগ ও স্থানীয় জনগণের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসময় মাওলানা জব্বার বক্তাবলী ব্রিজ, বক্তাবলী বাজারের খানাখন্দে ভরা রাস্তা এবং লক্ষীনগর ও মধ্যনগর খালের উপর ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরে বক্তাবলী বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, “সরকারি ব্যবস্থাপনার যেখানে ঘাটতি রয়েছে, সেখানে আমরা দলীয়ভাবে জনগণের পাশে দাঁড়াচ্ছি। যদি জামায়াতে ইসলামীর হাতে দেশ সেবার দায়িত্ব আসে, তবে জনগণের ন্যায্য চাহিদা পূরণে দলীয় ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

গণসংযোগে তিনি বক্তাবলী ইউনিয়নের কেন্দ্র ভিত্তিক নির্বাচনী কমিটির দায়িত্ব প্রাপ্তদের উদ্দেশ্যে দলীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া লক্ষীনগর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও ঈদগাহ মাঠে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

মাওলানা জব্বার বক্তাবলী, গোপালনগর, লক্ষীনগর ও মধ্যনগর এলাকায় অনুষ্ঠিত পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এলাকাবাসীর দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং দলীয় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদ সদস্য মো. জাকির হোসাইন, ফতুল্লা পশ্চিম থানা আমির মাওলানা নুরুল ইসলাম, বক্তাবলী ইউনিয়ন আমির আবু বক্কর সিদ্দিক, ইউনিয়নের সেক্রেটারি নাসির উদ্দিন, আদর্শ শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জের নেতা আব্দুল করিম খান, সাইদুর রহমান প্রমুখ।