নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তের এমপি পদপ্রার্থী মনির হোসাইন কাসেমী

88

নিউজ প্রতিদিন ডটনেট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ–এর মনোনয়ন পেলেন বিশিষ্ট আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব মুফতী মনির হোসাইন কাসেমী।

রবিবার (২৭ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ঢাকা বিভাগের ৪৭টি আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেন। এতে নারায়ণগঞ্জ জেলার চারটি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতী মনির হোসাইন কাসেমীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়।

ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নাল আবেদীনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মুফতী মনির হোসাইন কাসেমী একজন সুপরিচিত ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় আলোচক। বহুদিন ধরে তিনি জামেয়া ও ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সাথে যুক্ত রয়েছেন। স্থানীয়ভাবে ধর্মীয়, সামাজিক ও মানবিক কাজে সক্রিয় থাকার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে জমিয়তের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।

দলীয় সূত্রে জানা যায়, ইসলামি মূল্যবোধ, নৈতিকতা এবং জনসেবার অঙ্গীকারকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

জমিয়তের একাধিক নেতার দাবি, এবার নারায়ণগঞ্জে দলীয় প্রার্থীদের জনপ্রিয়তা ও সাংগঠনিক ভিত্তি আগের তুলনায় অনেক মজবুত। বিশেষ করে যুব সমাজ ও মাদ্রাসা ভিত্তিক জনভিত্তির মধ্যে জমিয়তের অবস্থান দৃঢ় হচ্ছে বলেও দাবি করছেন তারা।

খেজুর গাছ প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে মাঠে নামছেন মুফতী মনির হোসাইন কাসেমী। দলীয় নেতাকর্মীরা ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন।