নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইসলামিয়া সিনিয়র মডেল মাদ্রাসার সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সানাউল্লাহ ৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনে দুইজন প্রার্থী অংশগ্রহণ করেন।
নির্বাচন ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সামাজিক ব্যক্তিরা নির্বাচন পর্যবেক্ষণ করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী।
এ সময় মাদ্রাসার নির্বাচন পর্যবেক্ষণ করেন, মাদ্রাসার এডহক কমিটির সভাপতি প্রফেসর মাহবুব আলম, মৎস্যজীবি দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক মো. মিলন মেহেদী, এডহক কমিটির অভিবাবক সদস্য মো. সাইফল ইসলাম খান, শিক্ষক প্রতিনিধি মুফতি মোখতার হোসাইন, নবনির্বাচিত অভিভাবক সদস্য মো. আলমগীর হোসেন, অভিভাবক সদস্য কবির মীর, অভিভাবক সদস্য মো. জামান, লক্ষীনগর মাদ্রাসা চতুর্থ তলা ভবনের জমিদাতা ও লক্ষীনগর পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ আমির হোসেন খান, প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ইব্রাহিম খলিল, প্রতিষ্ঠাতা সদস্য মো. সুলতান আহমেদ ভূঁইয়া, প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ সানাউল্লাহ, প্রতিষ্ঠাতা সদস্য মো. আলাউদ্দিন বারী, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জালাল হোসেন, বক্তাবলী ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম প্রধান, সাধারন সম্পাদক মো. মতিউর রহমান ফকির, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. রাসেল প্রধান, মাদ্রাসার অধ্যক্ষ এস এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হালিম আজাদ, সহকারী প্রফেসর সাইদুর রহমান বাচ্চু, সাবেক মেম্বার আব্দুল মতিন, বিএনপি ৬নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক মো. রাসেল, সহকারি শিক্ষক মোহাম্মদ শাহিন, সমাজসেবক মীর আলমগীর হোসেন প্রমুখ। নির্বাচনে প্রতিষ্ঠাতা সদস্য পদে মো. সানাউল্লাহ ও মুসলিম খান প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ভোটার ছিল ৮৪ জন। ভোট কাস্ট হয় ৬৪ টি, একটি ভোট বাতিল হয়। মো. সানাউল্লাহ ৪৭ টি ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মুসলিম পান ১৬ ভোট। প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী ফলাফল ঘোষণা করেন।








