আ’লীগ ও ওসমান পরিবারের ‘পৃষ্ঠপোষকতায়’ মোহাম্মদ আলীর এমপি প্রার্থী ঘোষণা-টিপু

4

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তীব্র সমালোচনামূলক পোস্ট দিয়ে নড়াচড়া সৃষ্টি করেছেন। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের দুঃশাসন ও জনরোষের কারণে আওয়ামীলীগ নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ভয় পাচ্ছে; অথচ তাদেরই ‘পৃষ্ঠপোষকতা’ পেয়ে নারায়ণগঞ্জ–৪ আসনে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন বহুরূপী মোহাম্মদ আলী।

টিপু বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে “জয় বাংলা” স্লোগান দিয়ে আওয়ামী লীগ ও ওসমান পরিবারকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন মোহাম্মদ আলী। তার দাবি, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জের বিভিন্ন অপকর্মে যুক্ত এবং ওসমান পরিবারের ‘দোসর’ হিসেবে কাজ করে আসছেন।

তিনি আরও অভিযোগ করেন, মোহাম্মদ আলী এখনও ওসমান পরিবারের ব্যবসা–প্রতিষ্ঠান ও পুরো জেলার রাজনৈতিক ও প্রশাসনিক খবরাখবর তাদের কাছে পৌঁছে দেন। তাই তাকে কোনওভাবেই রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ডে গ্রহণযোগ্য করা যায় না বলে দৃঢ় অবস্থান জানান টিপু।

পোস্টে টিপু স্পষ্টভাবে ঘোষণা দেন, নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকে বহুরূপী মোহাম্মদ আলীকে পুনরায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন “নারায়ণগঞ্জ বিএনপির কোনো নেতা–কর্মী যদি মোহাম্মদ আলীর পক্ষ নেয়, তবে তারা আওয়ামীলীগ ও ওসমান পরিবারের দালাল হিসেবে চিহ্নিত হবে।”

টিপুর মতে, মোহাম্মদ আলীর নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা মূলত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্দেশে নারায়ণগঞ্জে পুনরায় অরাজকতা তৈরির অপকৌশল মাত্র। তিনি বলেন, ‘এ ধরনের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।’