নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী রাধানগর গ্রামের ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনকে প্রাণনাশের হুমকি প্রদান করেছে আদম পাচারকারী ও হুন্ডি ব্যবসায়ী ময়মনসিংগা আজিজুল।
এব্যাপারে ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে ময়ময়সিংগা মানব পাচারকারী ও হুন্ডি ব্যবসায়ী আজিজুলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় জিডি ও লিখিত অভিযোগ দায়ের করেছে।
দেলোয়ার হোসেন জানান, বক্তাবলী ইউনিয়নের রাধানগর গ্রামের ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও ইমাম হোসেন যৌথ নামে একটি জমি ক্রয় করেন।কিন্তু সেই জমি দেলোয়ার হোসেনকে না জানিয়ে লিখে নেন আদম পাচারকারী ও হুন্ডি ব্যবসায়ী ময়মনসিংগা আজিজুল।
দেলোয়ার হোসেন কোর্টে একটি প্রিয়েমোশন মামলা নং- ১৯/২৫ দায়ের করেন। জমি লিখে নেওয়ার কথা জিজ্ঞেস করলে আজিজুল ক্ষিপ্ত হয়ে দেলোয়ার হোসেনকে প্রাণনাশের হুমকি প্রদান করেন।
জানা যায়, বক্তাবলী এলাকার ছাগল হাটি গ্রামের ময়মনসিংগা আজিজুল লিবিয়াতে মানব পাচার কাজে জড়িত। লিবিয়ায় নিরীহ লোকদের পাচার করে ইতালী নেওয়ার কথা বলে অন্য চক্রের হাতে তুলে দেয়। টাকার গরমে ময়মনসিংগা আজিজুল ধরা কে সরাজ্ঞান করে চলছে।
ব্যবসায়ী দেলোয়ার হোসেন বাদী হয়ে ময়মনসিংগা আজিজুলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় জিডি নং-১৬৭১ তাং- ২০/১১/২০২৫ ইং দায়ের করেন। এছাড়াও ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ ও দায়ের করেছেন।
মো. দেলোয়ার হোসেন ময়মনসিংগা আজিজুলের হুমকিতে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তা হীনতার মধ্যে জীবন যাপন করছে। আদম পাচারকারী ময়মনসিংগা আজিজুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন দেলোয়ার হোসেন।








