বাংলাদেশ ক্রম অবনতিশীল পরিস্থিতিতে যাচ্ছে-জাতিসংঘের গভীর উদ্বেগ

55

বাংলাদেশের ক্রম অবনতিশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বিশ্বসংস্থার উদ্বেগমূলক এই দৃষ্টিভঙ্গি তুলে ধরেন মহাসচিব বান কি মুনের ক্রম অবনতিশীল পরিস্থিতিতে জাতিসংঘের গভীর উদ্বেগ। জুলহাস মান্নানসহ ব্লগারদের  হত্যা, বিচারবহিভূত হত্যাকান্ড, সাংবাদিক শফিক রেহমান- শওকত মাহমুদের কারা নির্যাতন, ফাঁসির দন্ড কার্যকর, বাংলাদেশ থেকে তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহার ইত্যাদি বিষয় উঠে আসে ওই ব্রিফিংয়ে।

বাংলাদেশের সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী সম্প্রতি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি  সম্পাদকীয়ের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের গনতন্ত্র ও বিচারহীন অবস্থার উন্নতিতে জাতিসংঘের ভূমিকা প্রসঙ্গে জানতে চাইলে ডোজারিক জাতিসংঘ মহাসচিবের উদ্বেগের কথা জানিয়ে পরিস্থিতির দ্রুত উন্নতির আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিক শফিক রেহমান, শওকত মাহমুদের কারা নির্যাতনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির দন্ড কার্যকরের জের ধরে  তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহার প্রসঙ্গে তা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় বলে মত দেন তিনি।