মেয়র মান্নানের বিরুদ্ধে দুদকের মামলা

39

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের সিটি করপোরেশেনের বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এমএ মান্নানের বিরুদ্ধে ত্রাণ ও দরিদ্র তহবিলের প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জয়দেবপুর থানায় মামলা করেছে দুদক।

দুদকের উপ-পরিচালক মো. সামসুল আলম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। এতে করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়াকেও আসামি করা হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, মেয়র হিসাবে দায়িত্ব পালনকালে করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলে মোট ১ কোটি ৩ লাখ ৮ হাজার ১৩২ টাকা আয় দেখানো হয়। এর মধ্যে ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ টাকা খরচ দেখানো হয়। এই খরচের টাকার মধ্যে থেকে ৪৯ লাখ এক হাজার ৮৪৮ টাকা কোটি টাকা ভুয়া গ্রহীতা দেখিয়ে ৯৯৯টি সৃজিত ভাওচারের মাধ্যমে আত্মসাৎ করার প্রমাণ পায় দুদক। এর প্রেক্ষিতে অভিযোগে দুদকের অনুমোদন নিয়ে ফোজদারি কার্যবিধি ও ১৯৪৭ সালের দুদক আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

গাজীপুর পুলিশ সুপার  মো. হারুন অর রশিদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ৪৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলাটি গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনগত দিক দেখা হচ্ছে।