সারাদেশের ন্যায় শনিবার নারায়নগঞ্জে পালিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

74

ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান, শিশু মুত্যুর ঝুকি কমান। এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে শনিবার সারাদেশের ন্যায় নারায়নগঞ্জে পালিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে নারায়নগঞ্জে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১হাজার ১শত ৫৬ টি স্থায়ী এবং ১৫৬টি অতিরিক্ত টিকাদান কেন্দের মাধ্যমে ১ থেকে ৫ বছর বয়সী ২ লক্ষ ৯৮ হাজার ৪শত ৫২ জন,প্রতিবন্ধি ১৩৩জন শিশুকে লাল রঙের ২ লক্ষ আই ইউ ক্ষমতা সম্পন্ন ক্যাপসুল, ৬মাস থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৫ শত ৭৩ জন,প্রতিবন্ধি ৭৩ জন শিশুকে ১ লক্ষ আই ইউ ক্ষমতা সম্পন্ন নীল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। নারায়নগঞ্জ জেলার ৫টি উপজেলার ৪৩টি ইউনিয়নের ১শত ২৯টি ওয়ার্ডে সরকারি স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা কর্মী ছাড়া ৩শত ৯০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্বির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করা, শিশুদের মধ্যে ভিটামিনের অভাবজনিত রাতকানা রোগের প্রাদূর্ভাব ১ শতাংশের নিচে নামিয়ে আনা এবং তা অব্যাহত রাখা। এ উদ্দ্যেশ্য সামনে রেখে সরকার প্রতিবছর ২ বার দুবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি ৬মাস পূর্ন হলেই শিশুকে পরিমান মত মায়ের দুধের পাশাপাশি পরিমানমত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর জন্য পরামর্শ দিচ্ছে। এ দিকে এ কর্মসুচী কে সফল করার জন্য জেলা সিভিল সার্জন অফিস সকল প্রস্তুুতি সম্পন্ন করেছে,প্রতিটি কেন্দ্রে ইতি মধ্যে প্রয়জনীয় লজিষ্টিক ও ভিটামিন ক্যাপসুল পাঠানো হয়েছে।