ফতুল্লায় ঈদগাহ প্রতিষ্ঠা ও কবরস্থান কমিটির দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ

90

ফতুল্লা প্রতিনিধিঃ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা শাহী বাজার ঈদগাহ্ মাঠ কমিটির দূর্নীতির প্রতিবাদ ও মাঠের উন্নয়ন কাজের লক্ষ্যে গতকাল শুক্রবার দুপরে শাহী মহল্লা মোহাম্মদীয়া মাদ্রাসা প্রাঙ্গনে এলাকাবাসীর সাথে সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ইউনিয়নের স্থানীয় ৫নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকাবাসীর দাবি প্রেক্ষিতে শাহী বাজার এলাকায় ২০০৮ সালে ঈদগাহ্ মাঠ নির্মান করা হয়েছে। সেই সময় আমি নিজেই কমিটির সভাপতি ছিলাম। বৃক্ষ দিয়ে বেষ্টিত ও আলোকিত একটি সুন্দর পরিকল্পিত ঈদগাহ্ নির্মান করার স্বপ্ন ছিলো। কিন্তু দুঃখের বিষয় তৎকালিন সময়ের সাংসদ সারা বেগম কবরীকে তার কর্মীরা ভুল ব্যখ্যা দিয়ে আমার বিরুদ্ধে ক্ষেপিয়ে দিয়ে ঈদগাহ্ কমিটির উন্নয়নে বাধাঁ গ্রস্থ করা হয়েছিলো। এলাকাবাসী যাতে উন্নয়ন বঞ্চিত নাহয় সেই স্বার্থে এ বিষয়ে কবরী এমপি’র বিবেধ করিনি। বর্তমানে আমাদের এমপি শামীম ওসমান তিনি উন্নয়নকামী ব্যক্তি। তিনি কোন উন্নয়ন মুলক কাজে আমাদের সহযোগীতা করবেন। তিনি আরো বলেন, আমার জানামতে শুধূমাত্র এই ঈদগাহে পানি উন্নয়ন বোর্ডের জমি রয়েছে। আর ব্যক্তি মালিকানায় যে জমি ছিলো সেটুকু মুসলিম সাহেবের ছেলে মামুনের কাছ থেকে কিনে নেওয়া হয়েছিলো। ঈদগাহ্ নিয়ে কোন দূর্নীতি চলবে না। এছাড়াও এই এলাকার কবর স্থান কমিটির বিভিন্ন দূর্নীতির কথার প্রেক্ষিতে চেয়ারম্যান সেন্টু বলেন, এই এলাকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও ঈদগাহ্ একই সুত্রে গাঁথা। এ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের সকল দুর্নীতিবাজদের একেএকে ধরা হবে। সভায় স্থানীয় মসজিদ ও পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ বক্তব্যে বলেন,কবরস্থান কমিটির কতিপয় নেতা জনগনের প্রদত্ত সাহায্যের টাকা নিজ পকেটে রেখে ব্যাক্তিগত ব্যবসা-বানিজ্যে লগ্নি করে ফায়দা লুটেছেন। এ সভা আহবানের পর পরই গনরোষ থেকে রেহাই পেতে ক্যাশিয়ার ৩ লাখ টাকা আর সেক্রেটারী ৪ লাখ টাকা ব্যাংকে জমা দেন। অথচ এ টাকা দীর্ঘদিন যাবত তারা নিজের কাজে বিনিয়োগ করেছেন যা দুর্নীতির পর্যায়ে পড়ে। বক্তারা আরো অভিযোগ করেন, দীর্ঘদিন যাবত কমিটির মিটিং ডাকেন না আর আয়-ব্যায়ের হিসাবপত্রও দাখিল করছেন না। এ ধরনের অন্যায় বরদাশত করা হবে না। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাজী মিছির আলী কলেজ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাজ্বী মোঃ শহিদুল্লাহ,থানা আওয়ামীলীগের কৃষিবিষয়ক সম্পাদক হাজী ইউনুস দেওয়ান। বক্তব্য রাখেন, শাহী মহল্লা মোহাম্মদীয়া মাদ্রাসা সভাপতি হাজ্বী নুরুল ইসলাম কন্ট্রাক্টর, শাহী মদিনা জামে মসজিদের সভাপতি মোঃ ফজলুল হক কন্ট্রাক্টর, বায়তুল মামুর জামে মসজিদের কবরস্থান কমিটির সাবেক সভাপিত নুরুল হক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক, শাহীবাগ জামে মসজিদের সাধারন সম্পাদক শরীফবাগ জামে মসজিদের সেক্রেটারী হাবিবুর রহমান তপনসহ আরো এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।