বাদল-শওকতকে বঙ্গবন্ধুর আত্মজীবনী উপহার দিলেন ইউএনও

141

ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল এবং ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলীকে জাতির জনক বঙ্গবন্ধুর আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনীসহ বঙ্গবন্ধুর শৈশব-কৈশোর ও রাজনৈতিক পথচলার বিভিন্ন তথ্য সম্বলিত এক সেট বই উপহার দিয়েছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী। বুধবার (২৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান দুই জনকে এই বই প্রদান করা হয়। এসময় সদর ইউএনও আফরোজা আকতার চৌধুরী বলেন,  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী থেকে আমরা আমাদের পথচলার পাথেয় সংগ্রহ করতে পারি। তাই সকলেরই উচিত এ বইগুলো পড়া। এজন্য আমার ক্ষুদ্র সামর্থ থেকে অল্প কিছু বই সদর উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে উপহার হিসেবে প্রদান করলাম। আশা করি এ বইগুলো পড়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের ভবিষ্যত কর্মপরিকল্পনা ঠিক করবেন এবং বঙ্গবন্ধুর আদর্শে নিজেদেরকে গড়ে তুলবেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো: শরিফুল হক প্রমূখ।