‘শামীম ওসমানের টাকা সুইচ ব্যাংকে’! সুইচ ব্যাংকে আমার কোন একাউন্টই নেই-আইভী

209

নিউজ প্রতিদিনঃ সম্প্রতি শামীম ওসমানের এক বক্তব্যে উদ্ধৃতি টেনে নাসিক মেয়র আইভী বলেন, আমি জঙ্গি নেত্রী না। আমার কোটি কোটি টাকা নেই। আমার দাদা ছিলেন কৃষক। আর দাদার সম্পত্তি বিক্রি করে আমার বাবা আলী আহাম্মদ চুনকা জনগনের জন্য রাজনীতি করে গেছেন। যিনি বলেছেন, গত নির্বাচনে আমি বিএনপি জামায়াতের কাছ থেকে ৫ মিলিয়ন টাকা নিয়েছি। আমার সুইচ ব্যাংকে একাউন্ট নেই। যিনি বলেছেন (শামীম ওসমান) তার সুইচ ব্যাংকে একাউন্ট আছে। নারায়ণগঞ্জবাসী একদিন সেই টাকা বের করে নিয়ে আসবে। বুধবার (২৭ জুলাই) দুপুর ১২ টায় নগর ভবনে বাজেট অনুষ্ঠান শেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন জাইকা সহায়তাপুষ্ট “সিটি গভর্নেন্স প্রকল্প” এর আয়োজনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বচ্ছতা জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষে জনতার মুখোমুখি অনুষ্ঠানে একথা বলেন তিনি। উল্লেখ্য, গত ২১ জুলাই মাসদাইর বাংলা ভবন কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভায় ২০১১ সালের সিটি নির্বাচনের ইতিহাস তুলে ধরে শামীম ওসমান বলেন, ‘নাসিক নির্বাচনে কি গেম হয়েছিল , তা নারায়ণগঞ্জবাসী খুব ভালো করেই জানে। রাতের আধাঁরে বিএনপি নেত্রীর সাথে বসে তৈমুরকে বসিয়ে দেয়া, ভোট কেনার জন্য কোটি কোটি টাকা ছিটিয়ে দেয়া, নির্বাচনের দিন সাড়ে ৪’শ সিসি ক্যামেরা, এতো এতো সাদা চামড়ার লোক, নারায়ণগঞ্জে সিটি নির্বাচনের মত একটি ছোট নির্বাচনে এগুলো কীসের আলামত ছিল? তারা ভেবেছিলেন আমি শামীম ওসমান হয়তো নির্বাচনের দিন আমার কর্মীদের নিয়ে একটি করে ভোট কেন্দ্র ধরব আর খালি করে বের হবো। কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে আমি নেত্রীর কথার বাইরে কোন কাজ করি না। যদি করতাম, তাহলে এটা বাঞ্ছারামপুর না, এটা নারায়ণগঞ্জ। বাংলাদেশের রাজনীতি এই জেলায় বসেই নিয়ন্ত্রন করা হয়।