শিশু সাগর বর্মনের হত্যার প্রতিবাদে মানববন্ধন

79

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকার জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলের ১০ বছরের শিশু শ্রমিক সাগর বর্মণকে পায়ু পথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের নেতারা। এসময় তারা শিশু সাগর বর্মনের পরিবারের ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করেন। এছাড়াও অবিলম্বে সারা দেশের হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন ও হত্যা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান জানান। শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। এসময় দেশের সাম্প্রতিক জঙ্গিবাদ ইস্যুতে আমেরিকার চক্রান্ত বলেও দাবি করেন তারা। বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে উদ্যোগে শিশু সাগর বর্মন হত্যাকান্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি গোপী নাথ দাস বলেন, ‘সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন করা হচ্ছে। কিছুদিন আগেই ধর্মগুরু, সেবক, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষুক, চার্চের ফাদার সহ নিরীহ মানুষদের গলাকেটে হত্যা করা হয়েছে। আর ক’দিন আগে একটি ১০বছরের শিশুকে হত্যা করা হয়েছে। এ একের পর এক সংখ্যালঘু নির্যাতন, হত্যা, খুন অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন হবে।’ জঙ্গিবাদ ইস্যুতে গোপীনাথ দাস বলেন, ‘সারাদেশে একের পর এক মানুষ হত্যা করে এখন আবার গুলশানে একটি হোটেলে ঢুকে বিদেশী সহ বেশ কিছু মানুষকে হত্যা করেছে জঙ্গিরা। এসব আমেরিকার চক্রান্ত। আমেরিকা যার বন্ধু তার কোন শত্রæর প্রয়োজন হয় না। তাই বর্তমান সরকার এ জঙ্গিবাদ কঠোর হাতে দমন করতে হবে।’ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি লিটন কুমার পাল বলেন, ‘শিশুটিকে কি নির্মম ও পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে। এভাবে একের পর এক হিন্দু সম্প্রদায়ের ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন বন্ধ করতে হবে। শিশু সাগর বর্মন পরিবারের যে ক্ষতি করা হয়েছে তার কোন দিন পূরণ করা যাবে না। তারপর সাগর বর্মনের জন্য ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। এছাড়াও দোষীরা যেই হোক তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’ বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি আনন্দ কুমার সেরাওগীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক প্রদীপ দাস, মহানগর শাখার সাধারণ সম্পাদক নিমাই দে, হিন্দু নেতা বাদল রায়, কৃষ্ণ আচার্য্য, অরুন দেবনাথ, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সম্পাদক মিলন সরকার, রিপন কর্মকার, ভজন দাস প্রমুখ। প্রসঙ্গত গত ২৪ জুলাই রোববার দুপুরে জোবেদা টেক্সটাইলের কারখানার ভেতরে ১০ বছরের সাগর বর্মণের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় নিহতের বাবা রতন বর্মণ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৬জনকে আসামী করে মামলা দায়ের করেন।