বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বের বুকে এক উজ্জল নক্ষত্র-শামীম ওসমান

69
আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, যদি মেয়েরা নিজেদের মেয়ে না ভেবে মানুষ ভাবে তাহলে আর কোন সমস্যার সম্মুক্ষীণ হতে হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মেয়ে হয়ে তার পরিবারের সব সদস্যদের হারিয়েও বাংলাদেশকে বিশ্বের বুকে এক উজ্জল নক্ষত্র হিসেবে পরিচিতি লাভ করিয়েছে। শনিবার (৩০ জুলাই) দুুপুরে বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সামনে বসে থাকা ছাত্রীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
সাংসদ আরো বলেন, রাস্তাঘাটে মেয়েদের একা চলতে গেলে নানা সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। এই সমস্যার সমাধান করতে হলে আমাদের অবশ্যই নিজের মনকে স্থির করে সাহসিকতার সাথে বিপদের মোকাবেলা করতে হবে। এ সময়ে নতুন ভবন এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কম্পিউটার দেবার ঘোষনা দেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও বিদ্যালয়ের দাতা সদস্য আলীনূর মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল আমল খান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, খালেদুজ্জামান ভূইয়া, মো জাহাঙ্গীর হোসেন, বাবু নিমাই দে, লাভলী আক্তার রহিমা, কামরুজ্জামান, মঈনুল হোসেন, এড. নূরুল হুদা প্রমূখ।