নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন নয়া মাটি এলাকার টোকিও প্লাজা-২-এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মন্ডলপাড়া, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট যৌথ ভাবে চেষ্টা চালায়। প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারন এখনো জানা যায়নি।
এব্যাপারে, ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ জোনের উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, টোকিও প্লাজা-২ ভবনের ৫ম তলায় নির্মানাধীন একটি থিম পার্কের মধ্যে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেখানে প্রচুর পরিমানে কাঠ থাকায় আগুন দ্রুত ছরিয়ে পড়ে। আমরা সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ১০টি ইউনিট প্রায় ৪০ মিনিট যাবত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে এখনো পর্যন্ত আগুন লাগার কারন সর্ম্পকে জানা যায়নি।