‘জঙ্গীবাদ সৃষ্টির মূল কারণ অভিভাবকদের অসচেতনতা’- ইউএনও মৌসুমী হাবিব

32

বন্দর উপজেলা নির্বাহী অফিসার বেগম মৌসুমী হাবিব বলেন,অভিভাবকদের সচেতনতার অভাবে সন্তানরা বিপথগামী হয়। জঙ্গীবাদের সৃষ্টি হওয়ার মূল কারণ অভিভাবকদের অসচেতনতা। কাজেই এসকল জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সন্তানরা ঠিকমতো পড়াশোণা করে কি না সেইদিকে খেয়াল রাখতে হবে। বৃহস্পতিবার সকাল ১১টায় বন্দর শাহী মসজিদস্থ বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার গভর্ণিং বডি আয়োজিত‘‘জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে গভণিং বডি,শিক্ষক,কর্মচারী,শিক্ষার্থী ও অভিভাবকদের করণীয়’’ শীর্ষক আলোচনা সভায় প্রধাণ অতিথি’র বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। মৌসুমী হাবিব আরো বলেন দেশের উন্নয়ন করতে হলে সবার মানবসম্পদের উন্নয়ন ঘটাতে হবে। মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে প্রধাণমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু চলমান নাশকতার কারণে প্রধাণমন্ত্রীর উন্নয়ন প্রক্রিয়া বারবার বাধাগ্রস্থ হচ্ছে। এতদিন মাদ্রাসা ছঅত্রদের সংগঠিত করেছে এখন কলেজ-ভার্সিটির ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে। মাদ্রাসার গভর্ণিং বডি’র সভাপতি নাজমুল হাসান আরিফের সভাপতিত্ব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধাণ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোঃ আবুল জাহের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম,বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ.ক.ম নূরুল আমিন,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধক্ষ্য মাওলানা মোঃ নূরুল হক.দাতা সদস্য ২১নং ওয়ার্ড যুবলীগ নেতা সামসুল হাসান,সদস্য মোঃ নজরুল ইসলাম,বন্দর ৯নং কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক এম এ হালিম,২৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ সুজন,থানা ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম,কেন্দ্রীয় চলচ্চিত্রলীগ নেতা দেলোয়ার হোসেন মদিল,মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।