সরকার দেশকে সিরিয়া বানাতে চাইছে-মিলন মেহেদী

138

নারায়নগন্জ থানা মৎস্যজীবী দলের সভাপতি জিয়াউর রহমান জিয়ার গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিলন মেহেদী। বিবৃতিতে তিনি বলেন, সরকার বিএনপির তৃনমূলের শক্তিকে ধ্বংস করতেই জিয়ার মত সারাদেশের তৃণমূলের নেতা-কর্মীদের কোন রকম মামলা মোকদ্দমা ছাড়াই গ্রেফতার করছে। যা গণতান্ত্রিক রাজনীতির সম্পূর্ণ পরিপন্থি। বিএনপিকে ধ্বংস করার নীল নকশা সরকারের একটি অলীক স্বপ্ন ছাড়া আর কিছু নয়। সেদিন বেশী দূরে নয় গনবিচ্ছিন্ন এই সরকার তাদের ভ্রান্ত ‍ও উদ্ভট স্বপ্নের দহনেই একদিন পুড়ে ছাই হবে। মিলন মেহেদী আরো বলেন, সরকার ক্ষমতাকে স্থায়ী করতে জঙ্গী নাটক সাজিয়ে দেশের অসংখ্য রাজনৈতিক নেতা-কর্মীদের গুম-হত্যা করে চলেছেন। মুসলিম প্রধান এই দেশটিতে ইসলাম ধর্মকে কলংকিত করে সরকার দেশকে সিরিয়া বানাতে চাইছেন। তিনি জিয়াউর রহমানের নিঃশর্ত মুক্তি দাবী করে সরকারকে গণতন্ত্রের পথে আসার ‍আহ্বান জানান।