নিস্ক্রীয় হয়ে পরেছে ফতুল্লা যুবদল

104
নিস্ক্রীয় হয়ে পরেছে ফতুল্লা থানা যুবদলের রাজনীতি। কমিটি গঠনের আগে পদের আশায় নেতাদেও বিরোধ তৃঙ্গে থাকলেও কমিটি গঠনের পর নেতারা অনেকটাই আড়ালে চলে গেছে। দলীয় কর্মকান্ডেও অনেক পদধারী নেতাকে দেখা যাচ্ছে না। এছাড়া থানা কমিটির সভাপতি, সাধারন সম্পাদকের পদ ভাগিয়ে নেয়ার পর ফতুল্লার তৃনমূলের কমিটি গঠনে এখন ব্যর্থ রয়েছে থানা যুবদলের নেতারা। কর্মীদেও অভিযোগ, থানা যুবদলের পদের আশায় নানা আন্দোলন কর্মকসূচি এবং প্রতিযোগী থাকলেও কমিটি গঠনের মধ্যদিয়ে পদ পাওয়ার পর ফতুল্লা থানা যুবদলের শীর্ষ নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে বিএনপি কর্মসূচি আসলেও ফটোসেশনেই সিমাবদ্ধ থাকছে ফতুল্লা থানা যুবদলের রাজনীতি। ফতুল্লা থানা যুবদলের কর্মীদের অভিযোগ, ফতুল্লা থানা যুবদলের বর্তমান কমিটি নিস্ক্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত না হওয়ার কারণে থানা যুবদলের রাজনীতিতে স্থবিরতা দেখা দিয়েছে। এছাড়া যারা শীর্ষ পদে রয়েছে তাদের বেশীর ভাগই জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের চাটুকারিতার মাধ্যমে। আর ওইসব শীর্ষ নেতাদেও মনরঞ্জন কওে রাখার কারনে মাঠ পর্যায়ের রাজনীতি থেকে বিরত রয়েছে থানা যুবদলের শীর্ষ নেতারা। যে কারণে ওয়ার্ড, ইউনিয়ন কমিটিগুলো নতুন করে সাজাতে পারছে না। নাম প্রকাশে অনিচ্ছুক ফতুল্লা থানা যুবদলের রাজনীতিতে সক্রিয় পদহীন ক’জন নেতা জানান, থানা যুবদলের শীর্ষ নেতাদের সাথে যুবদলের মাঠ পর্যায়ের নেতাদের সাথে তাদের কোন যোগাযোগ নেই নতুন করে সাজাতে পারেনি ফতুল্লা থানা যুবদলের ওর্য়াড কিংবা ইউনিয়ন কমিটিগুলো। এছাড়া এবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎ বাষির্কীতেও থানা যুবদলকে বড় ধরনের কোন কর্মসূচির আয়োজন করতে দেখা যায়নি। থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি(বহিস্কৃত) মনিরুল আলম সেন্টুকে দল থেকে বহিস্কারের পর ফতুল্লা থানা যুবদলের রাজনীতিতে ভাটা পড়ে। থানা যুবদল মূলতো মনিরুল আলম সেন্টুর শক্তিতে বলিয়ান তা আরো একবার প্রামানিত হয়েছে। ফতুল্লা থানা যুবদলের তৃনমূলের নেতাকর্মী অভিযোগ, ফতুল্লা থানা যুবদলের রাজনীতি নিস্ক্রীয় হয়ে পরেছে। থানা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারন সম্পাদক মাসুদুর রহমানের সাথে যুবদলের নেতাকর্মীদের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। থানা যুবদলের কমিটি গঠনের আগে পদ পেতে আন্দোলন সংগ্রাম করলেও পদ পাওয়ার পর থেকে তারা নিস্ক্রীয় হয়ে পরে। থানা যুবদলের সভাপতি টিটুর রাজনীতি কুতুবপুর কেন্দ্রীক হয়ে পরেছে এবং সাধারন সম্পাদক মাসুদুর রহমানের রাজনীতি পঞ্চবটিতেই সিমাবদ্ধ রয়েছে বলে কর্মীদের অভিযোগ। এছাড়া এই কমিটি গঠনের পর থেকে ওর্য়াড কিংবা ইউনিয়ন কমিটিগুলোও গঠন করতে পারেনি থানা যুবদলের শীর্ষ দুই নেতা। এ নিয়ে যুবদলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে বলেও যুবদলের বিভিন্ন সূত্রে জানাগেছে। ফতুল্লা থানা যুবদলে রাজনীতিকে সক্রিয় করতে থানা বিএনপির শীর্ষ নেতাদের হস্তক্ষেপ দাবি করেছে যুবদলের তৃনমূলের নেতাকর্মীরা।