হাসপাতালে আল্লামা শফী, দোয়া কামনা

100

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে (৯০) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতার কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে শনিবার রাত সাড়ে আটটার দিকে নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, ‘হুজুর কয়েকদিন ধরে শারীরিকভাবে দুর্বল অনুভব করায় হাসপাতালে নেওয়া হয়েছে।’ তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।

অসুস্থ আহমদ শফীকে হাসপাতালের এইচডিইউতে (হাই ডিপেনডেন্সি ইউনিট) রেখে সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

হেফাজত আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ গণমাধ্যমেক বলেন, হুজুরের অসুস্থতা নিয়ে নেতা-কর্মীদের উদ্বেগের কিছু নেই। সবাই দোয়া করলেই হবে। হাসপাতালে অযথা ভিড় করার প্রয়োজন নেই।

শাহ আহমদ শফী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম-এর প্রধান। সাধারণভাবে এটি হাটহাজার