আলীরটেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

136

পৃথক স্থানে অভিযান চালিয়ে ১০টি দেশীয় অস্ত্র এবং বিপুল মাদদ্রব্যসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৬ আগষ্ট) দিবাগত রাতে সদর মডেল থানাধীন আলীরটেক ইউনিয়নে র‌্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানী অধিনায়ক শাহ মো: শিবলী সাদিকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় আলীরটেক ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বসত ঘর থেকে মোঃ নজরুল ইসলামের পুত্র চিহিৃত মাদক ব্যবসায়ী মোঃ স্বপন হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা প্রায় দেড় লাখ টাকা মূল্যমানের ৪৮৫ পিস ইয়াবা, চুরি, ছিনতাই, মাস্তানী কাজে ব্যবহৃত ১টি রাম দা, ৭ টি চাকু, ১ টি চাইনিজ কুড়াল, ১ চাপাতি এবং মাদক বিক্রির নগদ ২,৫৪২ টাকা এবং ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়। অপরদিকে, একই ইউনিয়নে রাত আড়াইটায় আরেকটি অভিযান চালিয়ে একই এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ অপর মাদক ব্যবসায়ী মোঃ মন্নাফ হোসেন ওরফে আব্দুল মান্নানের পুত্র মোঃ আকতার হোসেন (৩৫) কে গ্রেফতার করে র‌্যাব। এব্যাপারে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী অধিানায়ক এএসপি শাহ্ শিবলী সাদিক জানান, সদর মডেল থানাধীন আলীরটেক উত্তর পাড়ায় কতিপয় মাদক ব্যবসায়ী আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসার পাশাপাশি চুরি, ছিনতাই, মাস্তানি করে আসছিল। বিভিন্ন সময়ে ঐ এলাকায় মাদক বিরোধী অভিযান চলমান থাকলেও মাদক ব্যবসায়ীরা ধরা ছোঁয়ার বাহিরে থেকে যায়। কিন্তু র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখায় এই ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হই। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের এলাকা নদী-নালা, খাল-বিল ও যোগাযোগ ব্যবস্থা সুবিধা জনক অবস্থানে না থাকায় এ সকল মাদক ব্যবসা হর হামেশাই করে আসতেছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।