নারায়ণগঞ্জ চলাচলে অযোগ্য হয়ে পরেছে

101

চলাচলে অযোগ্য হয়ে পরেছে নারায়ণগঞ্জ শহর। হকারদের নিয়ন্ত্রণে ফুটপাত, ড্রেন পরিস্কারের নামে পঁচা দূর্গন্ধযুক্ত ময়লায় রেখে ফুটপত দখল, নরীতে রিকশার সংখ্যা বৃদ্ধি। যেখানে সেখানে সেখানে যানবাহন পার্কিং , দিনের বেশীর ভাগ সময় নগরীতে ভয়াবহ যানজট, নগরীরের অলিগলিকে ডাস্টবিনে পরিনিত করা, সামন্য বৃষ্টিতে জলঅবদ্ধতা সৃষ্টিসহ নানা ধরনের নাগরীক সমস্যায় ভুগছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাসিন্দারা। এসব সমস্যার দেখে মনে হচ্ছে না নারায়ণগঞ্জে কোন নির্বাচিত জনপ্রতিনিধি কিংবা কোন অভিভাবক রয়েছে। আইনশ্খৃলা বাহিনীর তৎপরতা কম থাকায় শহরের যানজট যেমন রুটিনে পরিনত হয়েছে। একই ভাবে অনিয়মগুলোও নিয়মে পরিনত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর ফুটপাত দখল মুক্ত রাখতে ব্যর্থ হওয়ায় নগরীতে নানামুখি সমস্যা বৃদ্ধি পেয়েছে এমন অভিযোগ নগরবাসীর। নারায়ণগঞ্জ নগরী নানামুখী সমস্যার কারনে চলাচল কিংবা বসবাসে অযোগ্য হয়ে পরেছে। গত ক’দিন ধরে নগরীর ফুটপাতগুলোতে হকারদের পাশাপাশি ড্রেনের পঁচা ময়লার কারণে এখন আর পায়ে হেটে চলাচল করা যাচ্ছে না। শহরের চাষাঢ়া থেকে শুরু করে কালির বাজার মোড় পর্যন্ত এ অবস্থা থাকলে নাসিক কর্তৃপক্ষের এ নিয়ে কোন মাথা ব্যথা নেই। ফাটপাতে এসব ময়লা দেখে মনে হয়না নাসিকের কোন পরিচ্ছন্ন কর্মী আছে। ফুটপাতগুলোতে ময়লার স্তুপের পাশাপাশি নগরীর অলিগলিতে ময়লার স্তুপ দেখা গেছে। এসব ময়লা সময় মতো অপসারন হচ্ছে এমন অভিযোগ ভুক্তভোগীদের। তাদের মতে, সঠিক সময়ে ময়লা অপসারন না হওয়ায় এসব ময়লার পঁচা গন্ধে বসবাস করা মুশকিল হয়ে দাড়িয়েছে। অন্যদিকে, সড়কের ফুটপাত দিয়ে এখন আর পায়ে হেঁটে চলাচল করা যাচ্ছে না। দিনের বেশীর ভাগ সময়ই নগরীর বিভিন্ন সড়কে যানজট থাকে। যানজটে প্রায় অচল হয়ে পরেছে নগরী। যানজটে নাকাল হয়ে পরেছে গোটা শহর। চাষাঢ়া মোড় থেকে ২ নং রেল গেইট আসতে সময় লাগে প্রায় আধ ঘন্টা কিংবা তারও বেশী সময়। রাস্তায় ট্রাফিক থাকলেও কমছে না যানজট। শহরের যানজট নিরসের লক্ষ্যে শহরের ফুটপাত গুলো হকার মুক্ত করা হলেও এর সুবিধা পাচ্ছে নগরবাসী কিংবা পথচারীরা। ফুটপাতে হকার না থাকলে এখন বিভিন্ন ধরনের যানবাহন পাকির্ং করে রাখা হচ্ছে। ফলে রাস্তায় গুলো অনেকটা অগের মতোই দখলে থাকছে। অনেক স্থানে ফুটপাতেও যানবাহন পার্কিং করে রাখা হচ্ছে। নগরীকে যানজট মুক্ত করতে হলে রাস্তার পাশে যানবাহন পার্কিং বন্ধ করা প্রয়োজন। অন্যথায় শত চেষ্টা করেও যানজট নিরসন সম্ভব নয় বলে মনে করছেন নগরবাসী। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ও সিটি করপোরেশনের হস্তক্ষেপ দাবি করেছে তারা। শহরের বিভিন্ন স্থানে পরিদর্শন করে দেখা গেছে, শহরের সবগুলো ফুটপাত হকারদের দখলে। পাথচারীদেও নিবিঘেœ চলাচলে ফুটপাতগুলোকে হকার মুক্ত রাখতে পারছে না নাসিক ও আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে, সামান্য বৃষ্টিতে নারায়ণগঞ্জ শহরে দেখা দেয় জলাবদ্ধতা। পুরো নগরীজুড়ে হাঁটু পানি জমে যায়। এসব সমস্যাগুলোর কারণে নগরীর বাসিন্দারা সস্যায় ভুগলেও এ নিয়ে কোন জনপ্রতিনিধির মাথা ব্যথা নেই। নাসিকের মেয়র, কাউন্সিলররা নিজেদের মতো করে কাজ করছে। নগরবাসীর সমস্যার কথা কেউ বিবেচনা করছে না বলে ভুক্তভোগীদের অভিযোগ।